Author: sattersangbad24

  • নিখোঁজের ৪৪ বছর পর ফেসবুকে ছবির স্ট্যাটাস দেখে বাবাকে ফিরে পেয়ে খুশি পরিবার

    নিখোঁজের ৪৪ বছর পর ফেসবুকে ছবির স্ট্যাটাস দেখে বাবাকে ফিরে পেয়ে খুশি পরিবার

    সত্যেরসংবাদডেক্সঃ

    ৪৪ বছর আগে নিখোঁজ হয়েছিলেন এক বাবা। এত বছর তার কোনো সন্ধান ছিল না। তিনি এখন বয়সের বাড়ে নতজানু ফেসবুকে ছবি দেখে বাবাকে চিনতে পারলেন তার সন্তানরা।

    পরিবারের সদস্যরা জানান, ১৯৭৫ সালে সিলেটের বিয়ানীবাজার থেকে সিলেট শহরে ব্যবসার কাজে বের হয়েছিলেন হাবিবুর রহমান (৩৬)। এরপর থেকে তিনি নিখোঁজ হয়ে ছিলেন। হাবিবুর রহমান নিখোঁজের সময় তার ঘরে চার সন্তান।

    এর মধ্যে ছোট ছেলের বয়স ছিল ৪০ দিন। সেই ছেলে এখন বড় হয়ে বিয়ে করেছে,ঘরে আছে তার দুই ছেলেও। এছাড়া তার বড় ভাইদের ছেলেমেয়ে আছে। সেই ছেলেমেয়েরা বাবা-মায়ের কাছ থেকে দাদার হারিয়ে যাওয়ার কাহিনি শুনেছে। শুনেছে পরিবারে আসা হাবিবুর রহমানের ছেলের বউ ও নাতিরাও।

    হারিয়ে যাওয়ার পর হাবিবুর রহমানের একটি সাদাকালো ছবি ছিল ঘরে। ওই ছবি দেখেছেন হাবিবুর রহমানের বড় ছেলের বউসহ অন্যরা। বৃহস্পতিবার রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস পড়ে প্রথমে হাবিবুর রহমানকে শনাক্ত করেন তার আমেরিকা প্রবাসী বড় ছেলের বউ।গত শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন বাবাকে তার পরিবারের সদস্যরা ফিরে পেয়ে আনন্দে আত্মহারা।

    পরে তিনি ওই ছবি পরিবারের অন্য সদস্যদের দেখান। এরপর পরিবারের সদস্যরা শনাক্ত করেন তাকে। পরে শুক্রবার সকালে ওসমানী হাসপাতাল থেকে তাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা।

    খোঁজ নিয়ে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর হাবিবুর রহমান বিভিন্ন মাজারে থাকতেন। এক পর্যায়ে তিনি মৌলভীবাজারের হযরত শাহাব উদ্দিন (রহ.) মাজারে থাকা শুরু করেন।

    মাজারেই পরিচয় হয় মৌলভীবাজারের রায়শ্রী এলাকার রাজিয়া বেগমের সঙ্গে। রাজিয়া বেগমও মাজার ভক্ত। সেই থেকেই তিনি হাবিবুর রহমানের দেখাশুনা করতেন।

    প্রথমে হাবিবুর রহমান চলাফেরা করতে পারলেও বিগত এক যুগ ধরে অনেকটা অচল। এরমধ্যে সর্বশেষ মাসখানেক আগে তিনি নিজের খাট থেকে প’ড়ে যান। এতে তার ডান হাত ভে’ঙে যায়। পরে রাজিয়া বেগম তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

    তবে গত ৬-৭ দিন আগে হাবিবুর রহমানের ভা’ঙা হাতে ই’ন’ফে’ক’শ’ন দেখা দিলে চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

    ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ দুদিন আগে ভা’ঙা হাতে অ’স্ত্রো’প’চা’র করার সিদ্ধান্ত নেন। কিন্তু তিনি প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পারায় অ’পা’রে’শ’ন করাতে পারেননি। আর এই বিষয়টি হাবিবুর রহমান পাশের সিটের এক জনের সঙ্গে শেয়ার করেন।

    পরে ওই ব্যক্তি হাবিবুর রহমানের সামগ্রিক বিষয় জানিয়ে নিজের ফেসবুকে আইডি থেকে পোস্ট করে সবার সহযোগিতা কামনা করেন।

    পোস্টে শ্বশুরের ছবি দেখেন আমেরিকা প্রবাসী হাবিবুর রহমানের বড় ছেলের বউ। এরপর তিনি পরিবারের সদস্যদের দেখালে পরিবারের সদস্য অনুমান করেন তিনিই হারিয়ে যাওয়া হাবিবুর রহমান।

    পরিবারের সদস্যরা শুক্রবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। তারা হাবিবুর রহমানকে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করেন। তবে হাবিবুর রহমান শুধু নিজের স্ত্রীর নাম বলতে পারছিলেন।

    হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের ছয় তলার একটি কেবিনে শুয়ে আছেন হাবিবুর রহমান। তাকে ঘিরে আছেন নাতি কেফায়াত আহমদসহ পরিবারের অন্যরা। সবমিলিয়ে হাসপাতালের কেবিন যেন এক উৎসবের আমেজ। সবাই একে অন্যর দিকে থাকাচ্ছেন, কেউ কেউ কৌতূহলী প্রশ্নও করছেন হাবিবুর রহমানকে।

    পরিবারের সদস্যরা জানালেন, তিনি দীর্ঘক্ষণ পরপর উত্তর দেন এবং বুঝতে পারার ওপর নির্ভর করেই কেবল প্রশ্নের উত্তর দেন। পরিবারের সদস্যরা তাকে দীর্ঘদিন না আসার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তারা (তারা বলতে তিনি কাকে বুঝাতে চেয়েছেন তা খুলে বলতে পারেননি) আমাকে আসতে দেয়নি। তবে তার নাম জিজ্ঞেস করলেই তিনি বলে ওঠেন তার নাম হাবিবুর রহমান। স্ত্রীর নাম কী জিজ্ঞেস করলে বলেন, জয়গুন নেছা।

    মাজারে হাবিবুর রহমানের দেখাশোনাকারী রাজিয়া বেগম বলেন, প্রায় ২৫ বছর আগে এক মাজারে হাবিবুর রহমানের সঙ্গে তার পরিবারের দেখা হয়। সেই সুবাধে তিনি আমাদের পরিচিত হয়ে ওঠেন। আমিও তাকে সম্মান করে ‘পীর সাহেব’ বলে ডাকি। এরপর থেকেই আমি তার দেখাশুনা করছি।

    হাবিবুর রহমানের ছেলে জালাল উদ্দিন বলেন, মু’ক্তি’যু’দ্ধে’র প্রায় চার বছর পর বাবা ব্যবসার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর আমরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। এর মধ্যে ২০০০ সালে আমার মা মা’রা যান।

    জালাল জানান, তার বাবা যখন হারিয়ে যান তখন তারা বিয়ানীবাজারের বেজগ্রামে বসবাস করতেন। বর্তমানে তাদের পরিবারের সদস্যরা বিয়ানীবাজার পৌরসভার কবসা এলাকার বাসায় বসবাস করছেন।

    দীর্ঘ ৪৪ বছর পর বাবাকে ফিরে পাওয়াকে ‘অবিশ্বাস্য’ উল্লেখ করে জালাল বলেন, এটা রীতিমতো স্বপ্নের। কারণ এক দুবছর নয়, দীর্ঘ বছর পরে তাকে আমরা পেয়েছি। আমাদের সন্তানরা তাদের দাদাকে পেয়ে খুবই খুশি। আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন তার পরিবার।

  • সাভারে মহিলা আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে এক নেত্রীর হামলায় নির্যাতন হয়ে আহত-১ গৃহবধূ,থানায় অভিযোগ 

    সাভারে মহিলা আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে এক নেত্রীর হামলায় নির্যাতন হয়ে আহত-১ গৃহবধূ,থানায় অভিযোগ 

    • শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক, সাভার থেকেঃ

    সাভারের আওয়ামীলীগের মহিলা নেত্রীসহ কয়েকজন পুরুষ মিলে এক গৃহবধুর উপর হামলা করেছে । ভুক্তভোগী নারী সাভার মডেল থানায় রবিবার সকালে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    শাহিনুল ইসলাম জানায়, সাভার গ্যাস অফিস সংলগ্ন জালেশ্বর এলাকায় ওই নারী নেত্রীর বাসা। তিনি মহিলা আওয়ামীলীগের নেত্রী বলে নাম ভাঙ্গায়,তার নাম মৌসুমি বলে জানায় তিনি।
    অভিযোগ সূত্র থেকে জানা যায়,আসামী (১) মৌসুমী আক্তার স্বামী আমিনুল ইসলাম (২) মজিবুর রহমান (৩)মঞ্জু বেগম স্বামী মুজিবুর রহমান ৩জনসহ কয়েকজন মিলে সকালে শাহিনুর এর উপর হামলা চালিয়ে দেহের বিভিন্ন স্থানে আঘাত করে নির্যাতন চালায়। সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ড জালেশ্বর গ্যাস অফিসের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

    মৌসুমির মুঠোফোনে যোগাযোগ করা হলে সংযোগ বন্ধ পেলো তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    শাহিনুল ইসলাম নামে গৃহবধূ সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে থানার উপপরিদর্শক আজগর আলী বলেন ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করবেন বলে জানায়।

  • আশুলিয়ায় র‌্যাব-৪’র ভ্রাম্যমান অভিযানে ৩ টি ফার্মেসীকে ২ লক্ষ টাকা জরিমানাসহ বিপুল পরিমান নকল ঔষদ ধ্বংস

    আশুলিয়ায় র‌্যাব-৪’র ভ্রাম্যমান অভিযানে ৩ টি ফার্মেসীকে ২ লক্ষ টাকা জরিমানাসহ বিপুল পরিমান নকল ঔষদ ধ্বংস

    • শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভারঃ

    সাভারের আশুলিয়ায় অনুমোদনহীন ওষুধ মজুদ ও বিক্রির দায়ে ৩টি ফার্মেসীকে ২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-৪ এর একটি ভ্রাম্যমান আদালত।
    এ সময় আরও ১ লাখ টাকা মূল্যের ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছো।
    রোববার ১৯ জানুয়ারি দুপুর হতে বিকেল পর্যন্ত আশুলিয়া পলাশবাড়ী ও গাজীরচট এলাকায় এ অভিযান পলিচালনা করেন সিপিসি-২, র‌্যাব-৪, নবীনগর ক্যাম্পের মেজর শিবলী মোস্তফা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আনিসুর রহমান।

    আশুলিয়ার উত্তর গাজীরচট বুড়ির বাজার এলাকার মেসার্স শাহ জালাল ফার্মেসীর ও তরুন ফার্মেসী এবং পলাশবাড়ী এলাকার মেসার্স হাজী ছবুর মাষ্টার ফার্মেসী এন্ড স্কীন কেয়ার। এর মধ্যে মেসার্স শাহ জালাল ফার্মেসীকে ১ লাখ টাকা ও অন্য দুটি ফার্মেসীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

    র‌্যাব-৪ জানায়, ঔষধ প্রশাসনের অনুমোদন বিহীন বিভিন্ন নকল পণ্য বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এ সময় ৩ ফার্মেসীর মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ০৩ টি ফার্মেসী হতে বিভিন্ন বিক্রয় নিষিদ্ধ ১ লাখ টাকার ওষুধ জব্দ করা হয় এবং হাকিমের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

  • রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার সাকিব আল হাসান

    রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার সাকিব আল হাসান

    • স্পোর্টসসংবাদডেস্ক :

    সাকিব আল হাসান বর্তমানে জাতীয় দলের বাইরেও থাকলেও মানবতার সেবা থেকে নিজেকে দূরে রাখেননি তিনি। শীতে যখন গোটা দেশ জবুথবু, তখন গভীর রাতে রাস্তায় ঘুরে ঘুরে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

    শীতে ফুটপাতে ঘুমিয়ে থাকা মানুষগুলো একটা কম্বল কিংবা শীতবস্ত্রের অভাবে নিদারুণ কষ্টে রাত কাটান। এই অসহায় মানুষগুলোকে সাহায্য করে মানবতার পরিচয় দিয়েছেন ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকা সাকিব।

    সম্প্রতি নিজ জেলা মাগুরার বিভিন্ন রাস্তায় রাতের আঁধারে ঘুরে ঘুরে ফুটপাতে ঘুমন্ত মানুষদের গায়ে কম্বল জড়িয়ে দেন বিশ্বসেরা এই অলরাউন্ডার, নেন তাদের খোঁজ-খবর। সাকিবের এই উদ্যোগকে এরই মধ্যে অনেকে স্বাগত জানিয়েছে।

    উল্লেখ্য, জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর তথ্য পেয়েও গোপন করায় এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জার্সি গায়ে ২২ গজ মাতাচ্ছেন সাকিব।

  • পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে টাইগারদের অনুশীলন শুরু মিরপুরে

    পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে টাইগারদের অনুশীলন শুরু মিরপুরে

    • স্পোর্টসসংবাদঃ

    পাকিস্তান সফরকে সামনে রেখে রবিবার থেকে মিরপুরে টাইগারদের অনুশীলনও শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ২২ জানুয়ারি লাহোরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে বাংলাদেশের ক্রিকেট দল।

    রোববার পাকিস্তান সফর নিয়ে কথা বলতে গিয়ে পাপন বলেন;“আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপটাই সবচেয়ে গুরুত্ব পেয়েছে। আর আইসিসিও এ সিরিজ মনিটর করবে। আইসিসি লোকজন সিরিজ সরেজমিন তদারিকার করতে পাকিস্তানে যাবেন।”

    পাপন মূল কথাটি বলেন;“আসলে এখানেই মূল একটা চাপ ছিল। আমার মনে হয় এই টি-টোয়েন্টি সিরিজটি খেলে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে পরিস্থিতি কি এবং যদি আমাদের কোনো সমস্যা থাকে, এটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো।

    ২৪ জানুয়ারি লাহোরে বাংলাদেশ আর পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। পরে খেলা দুটিও একই শহরের গাদ্দাফি স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।

  • আপনার ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে খুলবেন

    আপনার ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে খুলবেন

    • সত্যেরসংবাদঅনলাইনডেক্সঃ

    পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে খুলবেন ফোন?
    এখন তো সবকিছুতেই পাসওয়ার্ডের ব্যবহার। সেই সঙ্গে আছে প্যাটার্ন লক, আই লক, ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি বহুবিধ নিরাপত্তা ব্যবস্থা। এতসব পাসওয়ার্ড কিংবা প্যটার্ন লকের মধ্যে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কী করবেন তখন? ফোনটাই বা খুলবেন কীভাবে?

    ১. প্রথমে আপনার স্মার্টফোনটির সুইচ অফ করুন।

    ২. এরপর ফোনের ভলিউম বাটন, পাওয়ার বাটন এবং হোমস্ক্রিন বাটন একসঙ্গে প্রেস করুন (একেক সেটে একেক রকম। সবগুলো বাটন চেপে যাচাই করবেন)।

    ৩. এবার wipe data/factory reset বাটন প্রেস করুন। এবং yes প্রেস করুন। তবে মনে রাখবেন, এই অপশন সিলেক্ট করা মাত্র আপনার ফোন মেমরির সমস্ত ডাটা, মোবাইল নম্বর ইত্যাদি ডিলিট হয়ে যাবে।

    ৪. এরপর আপনার ফোনটি নিজে থেকেই রিস্টার্ট হয়ে যাবে। এবার আপনি নিজের ইচ্ছেমতো ফোন আনলক করতে পারবেন।

    ৫. এবার নিজের ইচ্ছে মতো প্যাটার্ন লক দিয়ে ফোনকে সুরক্ষিত রাখুন।

  • সাভার ও আশুলিয়ায় পৃথক ঘটনায় কাঞ্চন বেপারীর রহস্যজনক ঝুলন্ত লাশসহ ২ জনের মৃতদেহ উদ্ধার

    সাভার ও আশুলিয়ায় পৃথক ঘটনায় কাঞ্চন বেপারীর রহস্যজনক ঝুলন্ত লাশসহ ২ জনের মৃতদেহ উদ্ধার

    • শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদকঃ

    সাভার ও আশুলিয়ায় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ১৯ জানুয়ারি দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর পুরানবাড়ি এলাকার একটি মেহগনী বাগান থেকে কাঞ্চন বেপারী (৬০) এর নামে লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

    পুলিশ জানায়, দুপুরে সাধাপুর পুরানবাড়ি এলাকায় মেহগনী বাগানের একটি গাছে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
    থানার উপ-পরিদর্শক (এসআই) এখলাস শাহা রাজা মোল্লা জানান আজ কাঞ্চন বেপারী (৬০) এর নামে
    নিহত ব্যক্তির লাশ করা হয়েছে। তার বাড়ি সাভারের আমিনবাজারে। ময়না তদন্তের পরে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

    অন্যদিকে আশুলিয়া থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ
    এ ঘটনায় থানায় পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • বাংলানি‌উজের সিনিয়র প্রতিবেদক শিমুলের ওপর হামলায় ক্র্যাবের নিন্দা

    বাংলানি‌উজের সিনিয়র প্রতিবেদক শিমুলের ওপর হামলায় ক্র্যাবের নিন্দা

    • অনলাইনসংবাদডেক্সঃ

    অনলাইন নিউজ পোর্টাল বাংলানি‌উজের সিনিয়র প্রতিবেদক ও ক্র্যাবের কার্যনির্বাহী সদস্য আবাদুজ্জামান শিমুলের ওপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। হামলায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। শনিবার ক্র্যাবের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রাজী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। সাংবাদিক আবাদুজ্জামান শিমুল অপরাধ বিষয়ক ও অনুসন্ধানী সাংবাদিকতার সাথে জরিত রয়েছে।

    বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার রাত ৮টার দিকে খিলগাঁও বিশ্বরোড এলাকার পুলিশ ফাঁড়ির কাছে হামলার শিকার হয়েছেন সাংবাদিক শিমুল। জানা গেছে, ওই রাতে কালো একটি মাইক্রোবাসে বন্ধুদের সঙ্গে খিলগাঁওয়ের দিকে যাচ্ছিলেন শিমুল। এসময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এনিয়ে দুই চালকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

    একপর্যায়ে বিষয়টি সুরাহা করার জন্য শিমুলরা মাইক্রোবাস থেকে নেমে এলে প্রাইভেটকার চালকসহ বেশ কয়েকজন যুবক রড নিয়ে শিমুলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে শিমুল অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে বর্তমানে বিশ্রামে আছেন শিমুল। দুর্বৃত্তদের হামলায় শিমুলের কিডনি ক্ষতিগ্রস্ত ও শিরদাঁড়ায় আঘাত পেয়েছেন।

    ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালানো অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি উদ্বেগের। যা আমাদের কাম্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

  • কম্বল বিতরণ করে `সাংবাদিকরা নিজেরাই সংবাদ হলোঃ

    কম্বল বিতরণ করে `সাংবাদিকরা নিজেরাই সংবাদ হলোঃ

    • সত্যেরসংবাদডেক্সঃ

    ‘সাংবাদিকরা সবসময় অন্যের ঘটনা নিয়ে সংবাদ তৈরি করে কিন্তু আজ কম্বল বিতরণ করে নিজেরাই সংবাদ হলো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।

    শুক্রবার লাইভনিউজ ২৪বিডি.কম ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তনিি এ একথা বলেন।
    লাইভনিউজ২৪বিডি ৭তম প্রতিষ্ঠা বাষির্কী অনুষ্ঠানে শাজাহান খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে এই কম্বল বিতরণ করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন চ্যানেল আই জেলা প্রতিনিধি সাংবাদিক রাহাত হাসান ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লাইভ নিউজ ২৪বিডি.কম এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান সোহাগ।

  • আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্বাস উল্লাহ শিকদারের ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), তার মৃত্যুতে অনলাইন নিউজ পোর্টাল “সত্যেরসংবাদ.কম’ এর পরিবার শোকাহত

    আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্বাস উল্লাহ শিকদারের ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), তার মৃত্যুতে অনলাইন নিউজ পোর্টাল “সত্যেরসংবাদ.কম’ এর পরিবার শোকাহত

    • ষ্টাফ রিপোর্টারঃ

    আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সফল বেদের মেয়ে জোসনা ছবির প্রযোজক, মিডিয়া ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা আব্বাস উল্লাহ শিকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। ১৮ জানুয়ারি শনিবার বিকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন বলে জানান আনন্দটিভির ন্যাশনাল ডেক্স ইনচার্জ মিরন আহম্মেদ।

    এদিকে তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ, মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক ও ব্যবসায়ী নেতা, আনন্দটিভির পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

    আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  আব্বাস উল্লাহ শিকদারের  মৃত্যুতে অনলাইন নিউজ পোর্টাল “সত্যেরসংবাদ.কম’ এর পরিবার গভীরভাবে শোকাহত।

    একজন মহা নায়ক মুরহুম আবাস উল্লাহ শিকদার। ১৯৫০ সালের ১২ই মে বনানীর চেয়ারম্যানবাড়ির চেয়ারম্যান আব্দিুল হামিদ শিকদারের ঘর আলো করে জন্ম হয়েছিলো তার।
    ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের রনাঙ্গনে যুদ্ধ করেছেন জীবনকে বাজি রেখে। শুধু তাই নয় তিনি ছিলেন একজন সফল ছবির প্রযোজক ও মিডিয়া ব্যাক্তিত্ব। অসাধারন প্রতিভা এবং বহু গুনে গুনান্মিত হয়ে এই মানুষটি ছিল বলিষ্ঠ নেতৃত্ব এবং অত্যন্ত সুকৌশল মেধার অধিকারী।
    জনপ্রিশ গুনী মহাম ব্যক্তির প্রযোজনায় নির্মিত হয়েছিল বাংলা ছায়াছবি আনন্দমেলা চলচ্চিত্র নিবেদিত বেদের মেয়ে জোসনা প্রশংসিত হয়েছে বিশ্ব ব্যাপী।তার অমর সৃষ্টিতে রয়েছে শতাধিক বাংলা সিনেমো।

    বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘আনন্দ টিভি’র (এটিভি) আনুষ্ঠানিকভাবে ১১ই মার্চ ২০১৮ হতে সম্প্রচার শুরু করেন।সম্পাদনায়ঃ শেখ আবুল কালাম আজাদ।