
- শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভার পৌর এলকার জমিদার বাড়িতে শতাধিক প্রতিবন্ধীদের নিয়ে ক্রিড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
সাভার পৌর ২, ৪ নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে ২২ জানুয়ারি বুধবার আড়াপাড়া এলাকার জমিদার বাড়িতে এ
বনভোজন অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাভার পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা এবং পৌর কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনেকের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাসের কর্নধার রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা, সামাজিক সংগঠন সিডিডি এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সাভার পৌর আওয়ামী লীগের রাশেদ খান মেনন, আমির হোসেন, জাহাঙ্গীর আলম খান। সাভার থানা মহিলা আওয়ামী লীগের নেত্রী সেলিনা পান্না, জয়িতা জয়শ্রী, রাহিমা সহ সাভার পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সাভারে সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শতাধিক শিশুদের নিয়ে এ বনভোজনে ক্রীড়া বিজয়ীদের মাঝে সকলকে পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply