Author: sattersangbad24

  • বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ সম্মানে প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড” অর্জন করলো সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী

    বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ সম্মানে প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড” অর্জন করলো সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী

    • শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদকঃ

    সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের এবারে দুই শিক্ষার্থী বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ সম্মানে “প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড” (পি.এস) পেয়েছেন।
    স্কাউটের এ্যাওয়ার্ড প্রাপ্ত দুই শিক্ষার্থী হলো ১০ম শ্রেনির ছাত্র মোঃ সামিউল ইসলাম এবং ২০১৯ ব্যাচের ছাত্র মোঃ ইয়াকুব মোল্লা হিমেল। বর্ণাঢ্য আয়োজনে ২০ জানুয়ারি সোমবার গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষন কেন্দ্র থেকে ৯ম জাতীয় কাব ক্যাম্পুরী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছ থেকে তারা এ এ্যাওয়ার্ড গ্রহন করে।
    এসময় সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পিটার গমেজ, ক্রীড়া ও স্কাউট শিক্ষক মোঃ মঞ্জুরুল ইসলাম খান, ২০১৩ ব্যাচের ছাত্র ও সিনিয়র স্কাউট মোঃ আলম এবং এ্যাওয়ার্ড প্রাপ্ত দুই শিক্ষার্থীর স্বজনরা উপস্থিত ছিলেন।
    স্কুলের প্রধান শিক্ষক রতন পিটার গমেজ বলেন, ঐতিহ্যবাহী অধর চন্দ্র স্কুলে প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড অর্জন করে বিদ্যালয়টির সুনাম ও সাভারে স্কাউটের মুখ উজ্জল করেছে । তাদের এ অর্জনে আমরাও সাভারবাসী গর্বিত।
    উল্লেখ্য,বিদ্যালয়টি ১০৭ বছর পর সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় হতে এবারই প্রথম পি.এস. এ্যাওয়ার্ড অর্জন করে এই দুই শিক্ষার্থী।

  • বর্তমান সরকারের সময়ে সংবাদপত্র ও ইলেকট্রনিক্স মিডিয়া অবাধ স্বাধীনতা ভোগ করছেঃ সংসদে তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ

    বর্তমান সরকারের সময়ে সংবাদপত্র ও ইলেকট্রনিক্স মিডিয়া অবাধ স্বাধীনতা ভোগ করছেঃ সংসদে তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ

    ‘‘বর্তমান সরকারের সময়ে সংবাদপত্র ও ইলেকট্রনিক্স মিডিয়া অবাধ স্বাধীনতা ভোগ করছে। ‘অনলাইন গণমাধ্যম নিবন্ধনের জন্য এখন পর্যন্ত তিন হাজার ৫৯৭টি রেজিস্ট্রেশনের জন্য আবেদন জমা পড়েছে। সোমবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সাংসদ মোহাম্মদ আফজাল হোসেনের (কিশোরগঞ্জ-৫) এক প্রশ্নে জবাবেত তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ তিনি একথা বলেন।

    জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হয়েছে।‘অনলাইন গণমাধ্যমের রেজিস্ট্রেশনের জন্য আবেদন জমা পড়ছে। সম্প্রচার ও গণমাধ্যম সংক্রান্ত নীতিমালা ইতোমধ্যে প্রণিত হয়েছে। নীতিমালা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন।তিনি বলেন, ‘শুরু থেকে এখন পর্যন্ত অনলাইন গণমাধ্যম রেজিস্ট্রেশনের জন‌্য তিন হাজার ৫৯৭টি আবেদন করছে। আবেদন পত্রসমূহ যাচাই বাছাই করে তালিকাসহ তথ্যমন্ত্রণালয়ের পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।মন্ত্রী বলেন, ‘বর্তমানে বেসরকারি খাতে ৪৪টি টেলিভিশন, ২২টি এফএম রেডিও এবং ৩৩টি কমিউনিটি রেডিও চ্যানেলের অনুমতি দেয়া হয়েছে। এছাড়া ইলেকট্রনিক্স মিডিয়ার উন্নয়নের জন্য আলাদাভাবে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়াও নবম ওয়েজ বোর্ডের ঘোষণা করা হয়েছে এবং গণমাধ্যমকর্মী আইন চূড়ান্তকরণের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

  • ‘লোমহর্ষক’ একটি অজ্ঞাত লাশ, ‘টাঙ্গাইল ডিবি পুলিশ হত্যা রহস্য উদঘাটন

    ‘লোমহর্ষক’ একটি অজ্ঞাত লাশ, ‘টাঙ্গাইল ডিবি পুলিশ হত্যা রহস্য উদঘাটন

    তথ্য সংগ্রহ ও লেখক,হাফিজুর রহমান

    মহাসড়কের পাশে পড়ে আছে এক অজ্ঞাত ব্যক্তির লাশ। হাত ও চোখ বাধা এবং গলায় গামছা পেঁচানো। আশপাশের লোকজন ঘিরে আছে ৪৫ বছর বয়স্ক ব্যক্তির মরদেহের চারপাশে। সংবাদ পেয়ে থানা থেকে পুলিশ এসে মরদেহ পরীক্ষা করে পকেটে একটি চিরকুট পান। চিরকুটে লেখা মোবাইল নম্বরে ফোন দিয়ে কামরুজ্জামান নামের ব্যক্তির সাথে কথা বলে ঘটনাস্থলে আসতে বলেন। তিনি ঘটনাস্থলে এসে সনাক্ত করেন লাশটি আর কারো নয়, তার বাবার। নাম কামাল হোসেন। মুহূর্তেই আকাশ বাতাস ভারী হয়ে ওঠে স্বজন হারানোদের কান্নায়।

    গত ০৭ নভেম্বর, ২০১৯ তারিখ দুপরের ঘটনাটি ঘটে
    । লাশ হয়ে পড়ে থাকা কামাল হোসেনের গ্রামের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকায়। বিশেষ প্রয়োজনে ৬ নভেম্বর রাতে ট্রেনে ঢাকায় এসেছিলেন তিনি। কাজ শেষে ৭ নভেম্বর সকাল ১০.৩০ ঘটিকার সময় চন্দ্রা মোড় থেকে নিজ বাড়িতে যাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন গাড়ীর জন্য। এরপর থেকে ভিকটিমের সাথে সকল যোগাযোগ বন্ধ হয়ে যায় পরিবারের। লাশ পাওয়ার পর মির্জাপুর থানার মামলা নং- ০৭, তারিখ- ০৮/১১/২০১৯ খ্রি. ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলাটি চাঞ্চল্যকর ঘটনা হওয়ায় ঢাকা রেঞ্জ মনিটরিং সেলের আওতাভুক্ত করা হয়। মাননীয় ডিআইজি ঢাকা রেঞ্জ মহোদয় মামলাটি ডিবি’র একজন দক্ষ কর্মকর্তা কর্তৃক তদন্ত করানোর জন্য পুলিশ সুপার টাঙ্গাইলকে নির্দেশ প্রদান করেন। টাঙ্গাইল জেলা ডিবির এসআই মোঃ হাফিজুর রহমানকে মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োজিত করা হয়। টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জনাব সঞ্জিত কুমার রায় বিপিএম ঘটনাটি রোমহর্ষক ও চাঞ্চল্যকর ঘটনা হওয়ায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার্বক্ষণিক নিজে মামলাটির তদন্ত মনিটরিং করেন।

    তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রযুক্তিগত কলা-কৌশল অবলম্বনের মাধ্যমে তদন্তকারী অফিসার মামলার ঘটনার সহিত সরাসরি জড়িত আসামী কাউসার আহম্মেদ (৩৫) এবং মাইনুল ইসলাম ওরফে সুমন (৩০)-দ্বয়কে ঢাকা মহানগরের আলাদা আলাদা ভাড়া বাসা হতে গ্রেফতার করেন। আসামীদের নিবিড় জিজ্ঞাসাবাদে তারা ঘটনার বিষয়ে স্বীকার করে। তারা দীর্ঘদিন যাবৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এলাকায় প্রাইভেট কার যোগে যাত্রীবেশে লোক উঠায়। এরপর ভয়-ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে মোবাইল, টাকা-পয়সা ও স্বর্ণালংকার জোরপূর্বক ছিনতাই করে নিয়া ফাঁকা জায়গায় ফেলিয়া রেখে চলে যায়। ঘটনার তারিখ ও সময় ছিনতাইকারীরা ভিকটিমকে চন্দ্রা চৌরাস্তার মোড় হতে যাত্রী বেশে ০১ টি সাদা রংয়ের X- Corolla প্রাইভেট কারে উঠিয়ে মির্জাপুরের দিকে অগ্রসর হয়। পথিমধ্যে মোবাইল ও টাকা-পয়সা জোর-পূর্বক ছিনাইয়া নেয়ার চেষ্টা করলে ভিকটিম বাধা প্রদান করে। এসময় ভিকটিমের সাথে ছিনতাইকারীদের ধস্তাধস্তি হয়। ছিনতাইকারীরা ভিকটিমের চোখ-মুখ ও হাত গামছা দিয়া বেধে ফেলে। নাকে মুখে কিল-ঘুষি মারে। ধস্তাধস্তির একপর্যায়ে ভিকটিমের আঘাতে একজন ছিনতাইকারী সামান্য আহত হয়। অতঃপর আরেকটি গামছা দিয়া ছিনতাইকারীরা ভিকটিমের গলায় ফাঁস দেয়। কিছুক্ষণ এর মধ্যে সে নিস্তেজ হইয়া পড়ে মারা যায়। পরবর্তীতে তারা মির্জাপুর থানা এলাকার বেঙ্গল ফ্যাক্টরির গেইটের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় মহাসড়কের ঢালে ভিকটিমের মরদেহটি ফেলে পালিয়ে যায়।

    গ্রেফতারকৃত আসামীদ্বয়ের স্বীকারোক্তি মোতাবেক মামলার ঘটনার সহিত জড়িত অপর আসামী মামুন (৩২)-কে গ্রেফতার করা হয়। এছাড়াও ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার এবং ঘটনার কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত তিনজন আসামি গতসময় এবং আজ বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবান্দবন্দি প্রদান করেছে। বর্তমানে তারা জেল হাজতে আটক আছে। পুলিশ সুপার টাঙ্গাইলের নির্দেশে তদন্তকারী অফিসারকে জেলা ডিবি(দক্ষিণ) এর ইনচার্জ জনাব শ্যামল কুমার দত্ত পিপিএম, এএসআই/মোঃ শামসুজ্জামান পিপিএম, কং/ মোঃ মেহেরুল ইসলাম, কং/ শাহিবুল ইসলাম ও কং/ মোঃ জামাল-গণ মামলাটি তদন্তে সার্বক্ষণিক সহায়তা করেন।

    সম্পূর্ণ ক্লু-লেস এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে টাঙ্গাইল জেলা পুলিশ অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে। ভিকটিমের পরিবারসহ সুধীজন সাধুবাদ জানিয়েছেন পুলিশের তদন্তে। ধন্যবাদ তদন্ত সংশ্লিষ্ট সকলকে।

    হাফিজুর রহমান
    উপ-পুলিশ পরিদর্শক
    ঢাকা রেঞ্জ মিডিয়া
    বাংলাদেশ পুলিশ

  • ময়মনসিংহের ভালুকা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের পর থানায় মামলা নথিভুক্ত করার নির্দেশঃ আদালত

    ময়মনসিংহের ভালুকা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের পর থানায় মামলা নথিভুক্ত করার নির্দেশঃ আদালত

    মোঃ রবিউল আউয়াল রবি,ময়মনসিংহ ব্যুরো :

    ভালুকায় এক কলেজ শিক্ষককে মারধর করার ঘটনায় ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদসহ ১১জনকে আসামি করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের হয়েছে। ২০ জানুয়ারি সোমবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮নং আমলী আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে ভালুকা থানা পুলিশকে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

    এর আগে ময়মনসিংহ মহিলা ডিগ্রী কলেজের খন্ডকালীন প্রভাষক ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ হুমায়ুন কবীর (৩০) বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
    খবরের সত্যতা নিশ্চিত করেছেন মামলার আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু। তিনি জানান, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ভালুকা থানা পুলিশকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন।

    আদালত সূত্র জানায়, মামলায় ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করে বাদি ৫ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- আবুল কালাম আজাদ (৪৫), ইমরান আলী(৩৩), নাজমুল (২৫), মানিক(২৮) ও আবির(২৫)।

    জানা যায়, আবুল কালাম আজাদ বিগত সময়ে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। বিএনপির রাজনীতিতে থাকাকালীন সময় তিনি ভালুকা উপজেলা বিএনপির সদস্য এবং হবিবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। তবে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকে আবুল কালাম আজাদ দল বদল করে আওয়ামীলীগের যোগদান করেন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর আপন ভগ্নিপতি কাজীমুদ্দিন আহম্মেদ ধনু সংসদ সদস্য নির্বাচিত হবার পর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি পদ পান উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
    মামলার এজাহার সূত্রে জানা যায়, বিগত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক তালুকদারকে তুচ্ছ ঘটনায় লাঞ্ছিত করেন মামলার ১নং আসামি ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বীরমুক্তিযোদ্ধা নিজের ফেইসবুক আইডিতে একটি পোষ্ট করেন। সরলমনা বাদী ওই পোষ্টটি শেয়ার করেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে গত ২৩ ডিসেম্বর রাতে উপজেলার সিডষ্টোর বাসস্ট্যান্ড এলাকায় বাদিকে পেয়ে ১নং আসামির নির্দেশে অন্য আসামিরা মারধর করে। এতে বাদির ডান কান মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত হয়।
    মামলার বিষয়ে জানতে চাইলে ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ বলেন, ঘটনার বিষয়ে আমি কিছু জানি না। তবে মামলার অভিযোগ দেখে পদক্ষেপ নিবো বলে জানান।

  • সাভারে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করলেনঃ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব

    সাভারে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করলেনঃ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব

    • নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ

    সাভারে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে কম্বল ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে। সাভার উপজেলা অডিটোরিয়ামে জাতীয় অন্ধসংস্থা কর্তৃক আয়োজিত সোমবার ২০ জানুয়ারি দুপুরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

    এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্রগুলো বিতরণ করেন। সাভার উপজেলা
    জাতীয় অন্ধসংস্থার চেয়ারম্যান মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এন.এস.বি.পি চেয়ারম্যান মাঈন উদ্দিন চৌধুরী, পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

    বিতরনী অনুষ্ঠানে সাভার, আশুলিয়া, ধামরাই, মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক দৃষ্টিহীনের মাঝে কয়েক শতাধিক কম্বল ও সাদাছড়ি বিতরন করা হয়।

  • ধামরাই থানায় গ্রাম পুলিশদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেনঃ পুলিশ সুপার মারুফ হোসেন সরদার

    ধামরাই থানায় গ্রাম পুলিশদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেনঃ পুলিশ সুপার মারুফ হোসেন সরদার

    • শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ

    ধামরাই থানায় গ্রাম পুলিশদের মাঝে শীত বস্ত্র বিতরণ ও থানা এলাকার গ্রাম পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক সোমবার (১৯) জানুয়ারি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম।

    এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, পিপিএম (অপরাধ উত্তর), ধামরাই থানার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহা এবং ধামরাই থানার পুলিশ কর্মকর্তা ও ধামরাই থানা এলাকার গ্রাম পুলিশবৃন্দ।

    অনুষ্ঠান শেষে পুলিশ সুপার গ্রাম পুলিশদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। ধামরাই থানা এলাকার আইন-শৃঙ্খলা বিষয়ক সাংবাদিকদের প্রশ্নের বিভন্ন জবাব দেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম।

  • সাভারে ৪ দিন ব্যাপী হাঁস-মরগি-গবাদি পশু পালন প্রশিক্ষন কর্মশালার আনুষ্ঠানিকভাবে শুরু হলো

    সাভারে ৪ দিন ব্যাপী হাঁস-মরগি-গবাদি পশু পালন প্রশিক্ষন কর্মশালার আনুষ্ঠানিকভাবে শুরু হলো

    • নিজস্ব প্রতিবেদক,সাভারঃ

    সাভার যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৪ দিন ব্যাপী হাঁস-মরগি-গবাদি পশু পালন প্রশিক্ষন কর্মশালার শুরু হয়েছে। সোমবার (২০) জানুয়ারি বিকেলে সাভার পৌর বাটপাড়া এলাকার সিটি পাবলিক স্কুলে এর উদ্বোধনী প্রশিক্ষন কর্মশালা আনুষ্ঠানিকভাবে শুরু করা করা । এ প্রশিক্ষন কর্মশালায় প্রায় অর্ধশতাধিক আশে-পাশে এলাকার নারী-পুরুষ অংশগ্রহন করেন।

    প্রশিক্ষন কর্মশালা বেকারত্ব দূরীকরণ ও সমাজ উন্নয়ন সংস্থা ও সাভার যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে।
    প্রশিক্ষন কর্মশালায় বেকারত্ব দূরীকরণ ও সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও যুব উন্নয়নের নিয়োগ প্রাপ্ত ট্রেইনার মোঃমাহাবুব-বুল আলম ও সাভার যুব উন্নয়নের সিএস মোঃ মুসাদ্দিক সরকার উপস্থিত ছিলেন।

    এ সময় প্রশিক্ষন কর্মশালায় আনন্দটিভির সাভার উপজেলা প্রতিনিধি ও দৈনিক সত্যের আলো এবং বাংলারচোখের নিজস্ব প্রতিবেদক শেখ এ কে আজাদ এ হাঁস-মরগি-গবাদি পশু পালন প্রশিক্ষন অংশগ্রহনে থাকছেন।

    এলাকার চাষীরা এ প্রশিক্ষন কর্মশালায় অংশ গ্রহন করে তারা উৎসাহিত হয়েছে। তাদের মধ্যে থেকে এক নারী খামার মালিক তানিয়া আহসান জানান, তার নিজের একটি হাঁস-মরগি-গবাদি পশু পালন খামার রয়েছে স্বল্প সময়ে প্রশিক্ষনের মাধ্যেমে জ্ঞান অর্জন করে খামারকে আরো উন্নত করার লক্ষে এ প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহন করা। তিনি সাভার সরকারী কলেজ থেকে সমাজ কর্ম বিভাগ থেকে অনার্স পরীক্ষায় প্রথম স্থান ও মাস্টার্সে সাফল্যর সহিত ১ম স্থান পেয়ে পাশ করেছেন।
    এদিকে প্রশিক্ষন কর্মশালায় পুরুষ খামার মালিক অভিজিৎ জানান তিনি প্রাইভেট কোম্পানীতে চাকরির পাশাপাশি কাদা নাথ মুরগি খামার করে সাফল্যর মুখ দেখতে শুরু করেছেন এবং খামারকে আরো উন্নত করার লক্ষে এ প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহন করাসহ অনেক খামারীকে এ প্রশিক্ষন কর্মশালায় উৎসাহিত করেছেন তিনি।

  • এসএসসি পরীক্ষা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি,সিটি নির্বাচন ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি

    এসএসসি পরীক্ষা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি,সিটি নির্বাচন ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি

    ২০২০ এসএসসি পরীক্ষার রুটিন ডাউল করুন

    এসএসসি পরীক্ষা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি,সিটি নির্বাচন ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি

    ষ্টাফ রিপোর্টারঃরুটিন ডাউল করুনঃ
    এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনির্ধারিত সূচি প্রস্তুত হয়েছে। রবিবার দুপুরে ঢাকা শিক্ষাবোর্ডের কর্মকর্তারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সঙ্গে সংশোধিত রুটিনের খসড়া নিয়ে আলোচনা করা হয়। পরে অনুমোধন হয় রুটিনের সূচি।

    ২০২০ এসএসসি পরীক্ষার রুটিন ডাউল করুনঃ-

    অপরদিকে মাদরাসা শিক্ষার কর্মকর্তারা মাদরাসা ও কারিগরি বিভাগের সচিবের সঙ্গে আলাদা বৈঠকে বসেছেন। সংশোধিত রুটিনগুলো মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
    আগামী ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা গ্রহণের বিষয়ে সম্মত হয়েছেন সিইসি । সিটি নির্বাচন ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।’

    এর আগে সরস্বতী পূজার দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন না করার দাবির মুখে শনিবার বিকেলে জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন। কমিশনের বৈঠককালে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা দুই দিন পেছানোর ঘোষণা দেয়া হয়।

    রাতে জরুরি বৈঠক শেষে সিইসি কে এম নুরুল হুদা সাংবাদিকদের জানান, ‘সরস্বতী পূজার দিন অর্থাৎ ৩০ জানুয়ারি পূর্ব নির্ধারিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পেছানো হয়েছে। যদিও ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। আমরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে কথা বলেছি।

  • পৃথক পৃথক ঘটনায় সাভারের আশুলিয়া এলাকায় এক নবজাতকসহ তিন জনের লাশ উদ্ধার

    পৃথক পৃথক ঘটনায় সাভারের আশুলিয়া এলাকায় এক নবজাতকসহ তিন জনের লাশ উদ্ধার

    • শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ

    পৃথক ঘটনায় সাভারের আশুলিয়া থেকে এক নবজাতকসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয়রা পুলিশকে খবর দিলে তিনজনের লাশ উদ্ধার
    করে আশুলিয়া থানা পুলিশ।

    পুলিশ জানায়, রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকার একটি বহুতল ভবন থেকে এক রড মিস্ত্রি মাটিতে পরে নিহত হয় ও পল্লীবিদ্যুৎ এলাকার একটি ড্রেন থেকে এক নবজাতকসহ দক্ষিণ গাজিরচট এলাকার একটি বাড়ি থেকে পোশাক শ্রমিক এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    ময়না তদন্তের জন্য লাশগুলো রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়। ময়না তদন্তের পরে তাদের মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু।

    এ আগে একই দিনে রবিবার সকালে সাভার, আশুলিয়া থেকে ২ জনের লাশ উদ্ধার করেছিলো পুলিশ। বিশেষজ্ঞদের অভিমত সাভার ও আশুলিয়া রহস্যজনক মৃত্যু বাড়ায় এসব ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

    ২০.১.২০ ইং।

  • ৩৩৩-এ ফোন দিয়ে ডিসির নম্বর সংগ্রহ করে এক শ্রমিক ২০ দিনের মজুরি পেলো

    ৩৩৩-এ ফোন দিয়ে ডিসির নম্বর সংগ্রহ করে এক শ্রমিক ২০ দিনের মজুরি পেলো

    নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদের ফেসবুক থেকে তার লিখা নিম্নে হুবহুব তুলে ধরা হলোঃ-

    আমার মোবাইলে একটি ফোন আসে। কলারকে জিজ্ঞাসা করি আপনার জন্য কি করতে পারি। তিনি বলেন, নওগাঁর একটি অটোরাইস মিলে তিনি কাজ করেছেন এক মাস বিশ দিন। এরপর তিনি চার দিনের ছুটি চাইলে ছুটি না দেয়ায় কাজ ছেড়ে দেন। এক মাসের টাকা আগেই পেয়েছেন, কিন্তু বাকি বিশ দিনের টাকা দিচ্ছে না। আজ দেব কাল দেব করেছে, এখন বলে টাকা দেবে না, মিলে গেলে মাইর দেবে।

    মিলের ম্যানেজারের নম্বর সে আমাকে দেয়। তরুণ কণ্ঠ এবং একেবারেই আঞ্চলিক ভাষায় কথা বলছিল এবং আমাকে ভাই সম্ভাষণ করছিল। আমি তুমি সম্ভাষণে তাকে জিজ্ঞাসা করি আমার নম্বর সে কোথায় পেল। বলল ৩৩৩ নম্বরে কল করে নিয়েছে।

    ম্যানেজারকে একটু পরেই ফোন করি। তিনি বলেন, স্যার আজ পাঠিয়ে দেন টাকা দিচ্ছি। ঘণ্টাখানেক পরে ম্যানেজার সাহেব আমাকে ফোন করে ভাই সম্ভাষণে বলেন ‌‘কোথা থেকে বলছেন ভাই’। আমি বলি কিছুক্ষণ আগেতো কথা বললাম পরিচয় দিয়ে। আমি ডিসি নওগাঁ। উত্তরে তিনি বলেন, ‘ওতো ডিসির কাছে যাতেই পারবে না, কি কন না কন’।

    আমি মনে মনে হাসি আর বলি, আপনি কি ডিসির সাথে দেখা করতে পারেন। তিনি বলেন, ‘না আমিও পারিনা’ আমি বলি কে কে দেখা করতে পারেন আর পারেন না, তার লিস্ট আপনার কাছে আছে? ‘না নেই’। আমি বলি, আচ্ছা কাল ওকে যেতে বলেছি টাকাটা দেবেন, না হয় কাল ওকেসহ ডিসি অফিসে আসেন। একটু পরে আবার ছেলেটা ফোন করে বলে ভাই কাল সকালে আপনাকেসহ ডেকেছে। আমি ওকে বলি তুমি কাল যাও টাকা দেবে।

    এর মধ্যে আরেকটি নম্বর থেকে আমার পরিচয় জানতে চেয়ে ফোন আসে। আজ সকাল ১০টার দিকে ছেলেটি আবার ফোন করে বলে ভাই টাকা দেবে না বলছে। আমি ডিসি, ফুড সাহেবকে বলি মিলের মালিক বা ম্যানেজারকে আমার কাছে আসতে বলার জন্য। কিছুক্ষণের মধ্যেই ছেলেটি আবার ফোন করে বলে সম্পূর্ণ টাকা পেয়েছে।

    এই ঘটনাটিকে আমার বদলে যাওয়া বাংলাদেশের একটি খণ্ড চিত্র বলে মনে হয়েছে। আমরা অবকাঠামোগত উন্নয়নের অনেক দৃশ্য চোখে দেখি। ঘটনাটি এখানে পোস্ট করলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের উন্নয়নের অন্য যে দিকটি ঘটনাটির মাধ্যমে আমার নিকট উদঘাটিত হল তা আপনাদের সাথে শেয়ার করার জন্য।

    ১. ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা কতটা ভোগ করছি তার একটি ছোট্ট উদাহরণ এ ঘটনা। আজ একজন নিরক্ষর শ্রমিকও ডিজিটাল সুবিধা গ্রহণ করছেন। ৩৩৩-এ ফোন দিয়ে ডিসির নম্বর সংগ্রহ করতে না পারলে তার হয়তো ঘাম ঝরানো শ্রমের ২০ দিনের মজুরি পাওয়াই সম্ভব হতোনা।

    ২. সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলে যাওয়া মানসিকতা এ ঘটনায় প্রস্ফূটিত হয়েছে। ডিসির কাছে এভাবে মানুষ সহজে পৌঁছাতে পারে তা এখনো হয়তো অনেকে বিশ্বাস করতে চান না। তাছাড়া মানুষের ধারণা ডিসির কাছে একটা কিছু বললে তিনি তার এডিসিকে বলবেন, এডিসি ইউএনওকে বলবেন। এভাবে তিন চারজন ঘুরে মেসেজ যাবে। ডিসি সরাসরি মানুষকে ফোন দিতে পারেন তাও মানুষ বিশ্বাস করতে চান না।

    এখানে দায়িত্ব নিয়েই বলতে চাই, জেলা প্রশাসকগণের নিকট যে কেউ দেখা করতে পারেন, ফোন করতে পারেন। কারোর ভায়া বা মাধ্যম হয়ে ডিসিদের কাছে আসতে হয় না। এমনকি বুধবার এমন একটি দিবস যেদিন ডিসিগণ কোনো অফিসিয়াল ট্যুর রাখেন না, মিটিংয়ে এটেন্ড করেন না। শুধুমাত্র জনসাধারণকে শোনার জন্য অফিসে অবস্থান করেন।

    আসুন আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি।

    সূত্র-অনলাইন।