করোনায় আক্রান্ত হয়ে ওয়াসার চেয়ারম্যান ড. আব্দুর রশিদ সরকার আর নেই
করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা ওয়াসার চেয়ারম্যান ড. আব্দুর রশিদ সরকার (ইন্না লিল্লাহে … রাজেউন)।গাইবান্ধার গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নের বড়দহ গ্রামের এই কৃতিসন্তান করোনা আক্রান্ত হয়ে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে ইন্তেকাল করেন।
বৃহস্পতিবার বিকাল ৪টায় বুয়েটে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে।
ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির সিনিয়র সহ সভাপতি শাহরিয়ার খসরু লাবলু এই তথ্য নিশ্চিত করেন।
ঢাকা ওয়াসার চেয়ারম্যান ড. আব্দুর রশিদ সরকারের জন্ম গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি
Leave a Reply