শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
মোহাম্মদ আদনান মামুন, নিজস্ব প্রতিবেদক-
গাজীপুরের শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর সোহাগ নামের এক জনের মৃত্যু হয়েছে।
১০ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ পূর্ব পাশে শ্রীপুর-গোসিঙ্গা রোডে এ দূর্ঘটনা ঘটে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সোহাগ উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের লতিফপুর বড়টেক এলাকার বিপ্লবের ছেলে। তিনি টেলিফোন অপারেটর এয়ারটেলে ডিএসআর পদে চাকুরী করতো।
স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে সহকর্মী মেহেদীর মোটরসাইকেলে চড়ে গোসিংগা থেকে মাওনায় কর্মস্থলে যাচ্ছিলেন সোহাগ। মেহেদী দ্রুতগতিতে ড্রাম ট্রাককে অভারটেক করার সময় মোটরসাইকেলটি ট্রাকের পিছনে স্বজোরে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে রায়। এতে সোহাগ মাথায় প্রচণ্ড আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মোটরসাইকেলের চালকের আসনে থাকা মেহেদীকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরন করা হয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply