মানুষের সেবায় সার্বক্ষনিক নিয়োজিত সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনা আক্রান্ত হলে সুস্থতা কামনা
শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ
মানুষের সেবায় সার্বক্ষনিক নিয়োজিত সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদা তিনি গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই তিনি রক্তের নমুনা সংগ্রহের পর কোভিড-১৯ (করোনা) পজিটিভ আসে। এর আগে সকল ডাক্তার, নার্স,ষ্টাফ রক্তের নমূনা দিলে করোনা পরীক্ষায় একজন ডাক্তার ছাড়া সকলের নেগেটিভ রিপোর্ট আসে।
সম্প্রতি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে তারা দ্বায়িত্ব পালন করছেন।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদা জানান, সাভার উপজেলা ও পৌরসভা এলাকায় করোনা মুক্ত রাখতে প্রতিনিয়ত জনগণের সাথে তিনি করতে চলছেন। তিনি আরো জানান,
করোনা মহামারিতে করোনা আক্রান্ত রোগিসহ বিভিন্ন রোগে আক্রান্ত প্রতিদিন শত শত রোগীদের স্বাস্থসেবা দিতে হচ্ছে। আবার সকাল থেকে দুপুর পর্যন্ত শতশত রোগিদের আউটডোর ও ইনডোরে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
সকল চিকিৎসকের উপস্থিতে সাভারকে করোনা মুক্ত রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা করা হচ্ছে।
যে কারণে আমাদের মত চিকিৎসকরা করোনা আক্রান্ত হবে এটা স্বাভাবিক ব্যাপার। এই ত্যাগটুকু স্বীকার না করলে দেশ ও জনগণের সেবা করা যাবে না। তিনি করোনা মুক্তির জন্য সকলের দোয়া চেয়েছেন।
সাভার প্রেস মিডিয়া কল্যান সমিতির আহবায়ক ও আনন্দটি, দৈনিক আজকের সত্যের আলো পত্রিকা, বাংলার চোখের সাংবাদিক শেখ এ কে আজাদ করোনা থেকে মক্তির জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদার আল্লাহপাকের নিকট তার সুস্থতা কামনা করেছেন,আরো সুস্থতা কামনা করেছেন বিভিন্ন সামাজিক সংগঠনের কর্তৃপক্ষ।
Leave a Reply