Author: sattersangbad24

  • কলকাতায় করোনায় আক্রান্ত যুবকের মা-বাবা, গাড়ির চালকের রিপোর্টে ধরা পরেনি করোনা

    কলকাতায় করোনায় আক্রান্ত যুবকের মা-বাবা, গাড়ির চালকের রিপোর্টে ধরা পরেনি করোনা

    কলকাতায় করোনায় আক্রান্ত যুবকের মা-বাবা, গাড়ির চালকের রিপোর্টে ধরা পরেনি করোনা

    আন্তর্জাতিক সংবাদ ডেক্সঃ
    রবিবার ইংল্যান্ড থেকে বিমানে কলকাতায় ফিরেছিলেন ওই তরুণ। এরপর নিয়ম ভেঙে মায়ের সঙ্গে ঘুরে বেড়িয়েছিলেন। গিয়েছিলেন দক্ষিণ কলকাতার একটি শপিংমলে।
    নিজস্ব প্রতিবেদন: আপাতত স্বস্তি। করোনা আক্রান্ত তরুণের মা-বাবা ও গাড়ির চালকের নমুনা পরীক্ষায় এখনও ভাইরাস মেলেনি। ৫টির মধ্যে ৪টি পরীক্ষার ফল নেগেটিভ। অর্থাত্ ভাইরাসের উপস্থিতি নেই তাঁদের শরীরে।

    রবিবার ইংল্যান্ড থেকে বিমানে কলকাতায় ফিরেছিলেন ওই তরুণ। এরপর নিয়ম ভেঙে মায়ের সঙ্গে ঘুরে বেড়িয়েছিলেন। গিয়েছিলেন দক্ষিণ কলকাতার একটি শপিংমলে। সরকারি আমলা মায়ের সঙ্গে ওই তরুণ গিয়েছিলেন নবান্নে। বাবা সরকারি হাসপাতালের চিকিত্সক। মঙ্গলবার পর্যন্তও রোগী দেখেছেন। ফলে উত্কণ্ঠা বেড়েছিল। মা, বাবা ও গাড়ির চালককে পাঠানো হয়েছিল কোয়ারেন্টাইনে। তাঁদের শরীর থেকে সাতটি নমুনা সংগ্রহ করে পাঠানো হয় SSKM ও NICED-এ(National Institute of Cholera and Enteric Diseases)। এসএসকেএমে পাঠানো হয়েছিল ২টি। নাইসেডে ( National Institute of Cholera and Enteric Diseases) ৫টি নমুনার রিপোর্টের মধ্যে চারটিতেই ভাইরাসের উপস্থিতি মেলেনি। ফলে আপাতত উত্কণ্ঠার কোনও কারণ নেই। তবে এসএসকেএমের দুটি ও নাইসেডের একটি নমুনা রিপোর্ট আসা এখনও বাকি।

    ওই আমলার পরিবারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। অভিযোগ, মায়ের প্রভাব খাটিয়ে জোর করে এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসক দেখান তিনি। সেখান থেকেও তাঁকেও বেলেঘাটা আইডি-তে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওই তরুণ সাফ জানায়, “আমি ভর্তি হব না।” এরপরই মায়ের সঙ্গে নবান্নে আসেন ওই তরুণ। নবান্নে ঘোরাফেরা করেন। এমনকি তারপর মায়ের সঙ্গে মহাকরণেও যান। জানা যাচ্ছে, তারপর সেখান থেকে বেরিয়ে ওই তরুণ শপিং মলে যান। পাশাপাশি, আরও জানা যাচ্ছে পার্ক স্ট্রিটের একটি ক্লাবেও গিয়েছিল ওই তরুণ। তারপর আবাসনে ফিরে ফের ওই তরুণ বন্ধুদের সঙ্গে একদফা আড্ডা মারেন। বাবা শিশুবিশেষজ্ঞ সরকারি হাসপাতালে রোগীও দেখেছেন।

    গোটা ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় এদিন বলেন,”উপসর্গ নিয়ে দায়িত্বজ্ঞানহীনের মতো ঘুরে বেড়ালেন। এর চেয়ে অবিবেচকের কাজ কিছু হতে পারে না। একটা জায়গা থেকে আসছি, সেখানে রোগের প্রাদুর্ভাব বেশি। আমি কেন নিজেকে আইসোলেট করে রাখব না? ভিভিআইপি থেকে এলএলআইপি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ডাক্তার বলা সত্ত্বেও দেরি করেছে। এখানে ওখানে ঘুরে বেরিয়েছে, তার মানে কত লোকের সংস্পর্শে এসেছে। বন্যা হলে সবার বাড়িতে জল ঢোকে।”

  • ব্রাহ্মণবাড়িয়ার বিদেশ ফেরত ফিরেছেন ৮ হাজার ৯৭৪ জন প্রবাসী,অল্প কয়জন হোম কোয়ারেন্টাইনে

    ব্রাহ্মণবাড়িয়ার বিদেশ ফেরত ফিরেছেন ৮ হাজার ৯৭৪ জন প্রবাসী,অল্প কয়জন হোম কোয়ারেন্টাইনে

    ব্রাহ্মণবাড়িয়ার বিদেশ ফেরত ফিরেছেন ৮ হাজার ৯৭৪ জন প্রবাসী,অল্প কয়জন হোম কোয়ারেন্টাইনে

    ব্রাহ্মণবাড়িয়াঃ
    বিশ্বের বিভিন্ন দেশ থেকে পহেলা মার্চ থেকে শুরু করে ১৭ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার নিজ এলাকায় ফিরেছেন ৮হাজার ৯৭৪জন প্রবাসী দেশে ফিরে আসলেও হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মাত্র ১৪ জন।

    তাদের অনেকে করোনা আক্রান্ত বিভিন্ন দেশ থেকেও এসেছেন। স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপারের কার্যালয়কে এই তথ্য জানিয়ে বুধবার মেইল পাঠানো হয়েছে।

    তাদের অবস্থা পর্যবেক্ষন করে নিয়মিত প্রতিবেদন পাঠানোর নির্দেশও দেয়া হয়। ১৪ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখার কথা স্বীকার করেছেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন মো. শাহ আলম। তাদের মধ্যে ১২ জনই ইটালি থেকে এসেছেন। আর দু-জনের একজন সৌদি ও ক্রোয়োশিয়া থেকে আগত।

    এদিকে হোম কোয়ারেন্টাইনে না থাকায় বাঞ্ছারামপুরে ওমান ফেরত এক প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাছির উদ্দিন সারোয়ার জানান, মনির হোসেন ৮ দিন আগে দেশে আসেন। কিন্তু হোম কোয়ারেন্টাইনে না থেকে তিনি অবাধে বিভিন্ন বাজারে ও অন্যান্য এলাকা ঘুরে বেড়াচ্ছিলেন। সরকারী নির্দেশনা না মানায় এবং এই ব্যাপারে সবাই যাতে সচেতন হয় সেই কারনে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    এদিকে পুলিশ সুপার কার্যালয় সূত্র জানিয়েছে পহেলা মার্চ থেকে বিভিন্ন সময় বিমানযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা ৮৯৭৮জন প্রবাসী বাংলাদেশে এসেছেন। ইতোমধ্যে তারা নিজ নিজ এলাকায় অবস্থান করছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদেরকে পাঠানো এক মেইলে জানানো হয়েছে।

    পুলিশ সুপার কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের কাছে তারা এই চিঠি পাঠিয়েছেন এবং জেলার টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। তারা প্রবাসীদের অবস্থা পর্যবেক্ষন করবেন।
    তারা অনেকে করোনা আক্রান্ত দেশ থেকে ফিরেছেন উল্লেখ করে মন্ত্রনালয় থেকে পাঠানো ওই মেইলে আরও বলা হয়, আগমনের তারিখ থেকে ১৪ দিন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়াও যে সমস্ত যাত্রীরা বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে আসবে তাদের ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নিতে হবে।

  • করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে বঙ্গবন্ধু সাফারী পার্ক অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা

    করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে বঙ্গবন্ধু সাফারী পার্ক অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা

    করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে বঙ্গবন্ধু সাফারী পার্ক অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা

    মোহাম্মদ আদনান মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
    করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

    আগামী শুক্রবার (২০ মার্চ) থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দেশের অন্যতম বৃহত্তম এ বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

    বুধবার (১৮ মার্চ) দুপুরে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি পার্কটি পরিদর্শন করে বন্ধের সিদ্ধান্ত নেন। এসময় উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক মো. শফিউল আলম চৌধুরী ও পার্কটির প্রকল্প পরিচালক জাহিদুল কবির।

    পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, করোনা রোধে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জনসমাগম এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। যেহেতু বিনোদন কেন্দ্রে জনসমাগম বেশি হওয়ার সম্ভাবনা থাকে, তাই সরকার পার্কটি বন্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে।

  • করোনায় সাভার ও ধামরাইয়ে কোয়ারান্টাইনে বিদেশ ফেরত যাত্রী ২৩ জন, স্থানীয় ৩ জন (ভিডিও)

    করোনায় সাভার ও ধামরাইয়ে কোয়ারান্টাইনে বিদেশ ফেরত যাত্রী ২৩ জন, স্থানীয় ৩ জন (ভিডিও)

    করোনায় সাভার ও ধামরাইয়ে কোয়ারান্টাইনে বিদেশ ফেরত যাত্রী ২৩ জন,২ জন স্থানীয়

    শেখ এ কে আজাদ,প্রতিবেদকঃ
    সাভার ও ধামরাইয়ে হোম কোয়ারান্টাইনে ২৩ জন চিকিৎসা সেবা নিচ্ছেন বিদেশ ফেরত যাত্রী,২ জন স্থানীয় রয়েছেন বলে জানা গেছে। বুধবার বিকেলে হাসপাতালে ঘুরে এ তথ্য সংগ্রহ করা হয়েছে।
    সাভারে ১৯ জন বিদেশ ফেরত হোম কোয়ারান্টাইনে রেখে চিকিৎসা সেবায় রয়েছেন বলে জানালেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদা।

    তিনি জানান ইতালী ফেরত ১৫ জন সহ ১৯ জন প্রত্যেকে বিদেশ ফেরত যাত্রী। তারা সকলে যার যার বাড়ীতে একা থাকবেন কারো সংস্পর্শে আশা যাবে না। নিয়ম অনুযায়ী রয়েছে কিনা তদারকি করছে সাভার উপজেলা প্রশাসন,সাভার মডেল থানা,সংসদ সদস্য,উপজেলা চেয়াম্যান ও ইউনিয়ন চেয়ারম্যন,চিকিৎসকগন। তারা চিকিৎসা অনিয়ম করে বাহিরে বেড় হলে প্রশাসনিকভাবে ব্যবস্থ্যা নিবে প্রশাসন।
    বিদেশ ফেরত যাত্রীরা দেশে আসলে সরকারী নির্দেশ অনুযায়ী ১৪ দিন আলাদা থেকে চিকিৎসা গ্রহন করতে হবে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’এ ৬ শয্যা বিশিষ্ট আইসোলেন ও কোয়ারান্টাইনের জন্য আমিন বাজারে ২০ শয্যা হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে।
    অপরদিকে ধামরাই হাসপাতালে ৪ ইতালী ফেরত যাত্রী হোম কোয়ারান্টাইনে রয়েছে, আর স্থানীয় ৩ জন সর্দি কাশি নিয়ে আসলে আইসোলেনে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে ৩ জনের মধ্যে একজনকে সুস্থতা হয়ে বাড়ি ফিরছেন জানিয়েছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ নূর রিফাত আরা।

  • শ্রীপুরে করোনা নিয়ে ফেসবুকে গুজবে এক যুবক আটক,মামলা দায়ের

    শ্রীপুরে করোনা নিয়ে ফেসবুকে গুজবে এক যুবক আটক,মামলা দায়ের

    শ্রীপুরে করোনা নিয়ে ফেসবুকে গুজবে এক যুবক আটক,মামলা দায়ের

    মোহাম্মদ আদনান মামুন,শ্
    গাজীপুরের শ্রীপুর উপজেলার এক প্রাইমারী স্কুলের শিক্ষিকা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ওই শিক্ষিকা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনার চিকিৎসা সেবা নিতে গেলে চিকিৎসকরা পালিয়ে গেছে বলে এমন গুজব ফেসবুকে ছড়িয়ে এলাকায় আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক যুবককে আটক হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা এলাকা থেকে আটক করেছে।

    আটক আনোয়ার হোসেন (৩৫) শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি (ছাপিলাপাড়া) গ্রামের সুলতান উদ্দিনের ছেলে।

    ফেসবুকে আনোয়ার উল্লেখ করেন, ওই শিক্ষিকা ট্রেনিং করার সময় বিদেশী পর্যবেক্ষক দলের সঙ্গে ঘনিষ্ট হওয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আরো কয়েকজনের মধ্যে এমন উপসর্গ দেখা যায়। তাদের ভাগ্যে কি ঘটেছে তা জানা নেই। আপনি আমি আমরা কেউ এখন নিরাপদ নই। তবে শ্রীপুর হাসপাতালে সেদিন ওই শিক্ষিকা চিকিৎসা না পেয়ে নিজে পালিয়ে গিয়ে সন্তানদের নিয়ে নিজ ঘরের দরজা বন্ধ করে রেখেছেন। আর এলাকাবাসী বাড়ির নির্দিষ্ট দূরত্বে পাহাড়া বসিয়ে আল্লাহ আল্লাহ করছেন। তিনি এখন রীতিমত অবরুদ্ধ। ওই শিক্ষিকা এখন আতংকের নাম। জানি না তার ও তার পরিবারের সদস্যদের ভাগ্যে কি দুর্ভোগ আছে?

    শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এখলাস উদ্দিন জানান, স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা করোনা রোগে আক্রান্ত হয়েছেন বলে অভিযুক্ত আনোয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডি থেকে প্রচার দেন। এছাড়াও ওই স্কুল শিক্ষিকা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকগণ চিকিৎসা দিয়ে হাসপাতাল ছেড়ে পালিয়েছে বলেও তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে পোষ্ট করেন। মুহুর্তেই তার ওই পোষ্টটি ভাইরাল হয়ে যায়। শ্রীপুরে স্কুল শিক্ষিকা করোনা ভাইরাসে আক্রান্ত বলে প্রচার দেয়ায় এতে অনেকেই আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন।

    শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক এএসএম ফতেহ আকরাম জানান, সোমবার রাতে প্রাইমারী স্কুলশিক্ষিকা জ্বর কাশি নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তিনি (স্কুল শিক্ষিকা) করোনা নিয়ে আতংতিক ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস ওই শিক্ষিকার সাথে কথা বলেন। মঙ্গলবার সকালে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্কুল শিক্ষিকার বাসায় গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। সে করোনায় আক্রান্ত নয় এবং তাকে কোয়ারান্টাইন করার কোন প্রয়োজন নেই বলে জানানো হয়।

    শ্রীপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস জানান, শ্রীপুরে এখনো কোন করোনা রোগী শনাক্ত হয়নি। একটি চক্র সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রয়াস হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন। এতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

    এব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ডিজিটালা নিরাপত্তা আইনে মামলা রুজু করে কোর্টে প্ররেণ করা হয়েছে।

  • করোনা মোকাবিলায় প্রয়োজনে বাস চলাচল বন্ধ: সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

    করোনা মোকাবিলায় প্রয়োজনে বাস চলাচল বন্ধ: সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

    করোনা মোকাবিলায় প্রয়োজনে বাস চলাচল বন্ধ: সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

    দেশে করোনা ভাইরাস মোকাবিলায় প্রয়োজনে বাস চলাচল বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও প্রয়োজনে দেশের কিছু কিছু জায়গা শাট ডাউন করা হবে বলেও জানান তিনি।

    বুধবার (১৮ মার্চ) বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

    ওবায়দুল কাদের বলেন, পরিবহন মালিকরা হতাশ, যাত্রী কমে গেছে। এগুলো অটোমেটিক্যালি কমে যাবে। পরিস্থিতি কমিয়ে ফেলবে। তারপরও যদি প্রয়োজন হয়, আমরা ব্যবস্থা নেব।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গতকাল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মানুষের ঢল নামার কথা, কিন্তু করোনার কারণে তা খুবই সীমিত আকারে করা হয়েছে।

    তিনি বলেন, সবার আগে মানুষকে বাঁচাতে হবে, তাই মানুষকে বাঁচাতে হলে যা যা করণীয় সবকিছুই করবে সরকার। ইতিমধ্যে সিদ্ধান্ত নেয়া হয়েছে কোনো ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ না করার।

    প্রাণঘাতি এই ভাইরাসের সংক্রামন বন্ধ করার জন্য সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘করোনা এখন অভিন্ন শত্রু , রাজনীতির উর্ধ্বে উঠে এই শত্রুর মোকাবেলা করতে হবে, তবে এই ভাইরাস যতই শক্তিশালী হোক মানুষের শক্তি তার থেকে কম নয়’।

  • দিনাজপুরে মৃত ব্যক্তিকে দাফনের সময় মুসুল্লিদের উপর মৌমাছির আক্রমণ

    দিনাজপুরে মৃত ব্যক্তিকে দাফনের সময় মুসুল্লিদের উপর মৌমাছির আক্রমণ

    দিনাজপুরে মৃত ব্যক্তিকে দাফনের সময় মুসুল্লিদের উপর মৌমাছির আক্রমণ

    দিনাজপুরে এক মৃত ব্যক্তির জানাজা ও দাফন কাজের সময় মৌমাছির কামড়ে একজন মুসল্লির মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১৬ জন মুসুল্লি ।

    ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল সোয়া ৩টায় দিনাজপুরের সদর উপজেলায় ফসিলাডাঙ্গা গ্রামে। নিহত ব্যক্তির নাম আব্দুর রৌফের (৫২)। তার বাড়ি বিরল উপজেলার ৫ নম্বর বিরল ইউনিয়নের রবিপুর গ্রামে।

    কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ফাসিলাডাঙ্গায় সোলায়মান আলী নামের এক লোকের মৃত্যুতে জানাজা ও দাফনের জন্য তার আত্মীয়-স্বজন ও গ্রামবাসী মুসুল্লিরা একত্রিত হয়েছিলেন। সেখানেই গাছের ডালে একটি মৌচাক ছিল।

    উড়ে আসা একটি ঘুড়ি মৌচাকে আঘাত করে। এতে গাছের নিচে উপস্থিত মুসুল্লিদের আক্রমণ করে মৌমাছির ঝাঁক। এ সময় মৌমাছির আক্রমণে আব্দুর রৌফসহ ১৭ আহত হন। আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসাপাতালে নেয়ার পথে আব্দুর রৌফ নামে এক মুসুল্লির মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • দুর্নীতির পরিণতি কখনো সুখ হবে নাঃ দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ

    দুর্নীতির পরিণতি কখনো সুখ হবে নাঃ দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ

    দুর্নীতির পরিণতি সুখকর হবে নাঃ দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতির পরিণতি কখনো সুখকর হবে না। কেউ দুর্নীতি করবেন না। আমাদের সংবিধানে রয়েছে- ‘রাষ্ট্র এমন অবস্থা সৃষ্টির চেষ্টা করবে, যেখানে সাধারণ নীতি হিসেবে কোনো ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করতে সমর্থ হবেন না। এটাই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক এবং রাষ্ট্রীয় সর্বোচ্চ অঙ্গীকার।

    মুজিবশতবর্ষ উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে দুর্নীতিবিরোধী প্রামাণ্যচিত্র উদ্বোধনকালে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। এ সময় দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, এ এফ এম আমিনুল ইসলাম, দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্তসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

  • জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ পলিসি মাত্র ১০০ টাকার বীমায় দুই লাখ টাকা ক্ষতিপূরণ চালু 

    জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ পলিসি মাত্র ১০০ টাকার বীমায় দুই লাখ টাকা ক্ষতিপূরণ চালু 

    জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ পলিসি মাত্র ১০০ টাকার বীমায় দুই লাখ টাকা ক্ষতিপূরণ চালু

    (more…)

  • করোনার লক্ষণ ব্যক্তিদের মসজিদে না যাওয়ার পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন

    করোনার লক্ষণ ব্যক্তিদের মসজিদে না যাওয়ার পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন

    মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাস সংক্রমণ থেকে ধর্মপ্রাণ মুসল্লীসহ সমগ্র মানবজাতিকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক করার লক্ষ্যে বিদেশফেরত ব্যক্তি, করোনার লক্ষণযুক্ত ব্যক্তি এবং জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে গমনসহ জনসমাগম পরিহারের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পরামর্শ প্রদান করা হলো।’

    বিজ্ঞপ্তিতে এ বিষয়টি দেশের সকল মসজিদে জুমার খুতবায় গুরুত্বসহকারে আলোচনা করা এবং করোনাভাইরাস থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দয়া, ক্ষমা ও করুণা প্রার্থনা করে বিশেষ দোয়া করার জন্য মসজিদের খতিব ও ইমামদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

    দেশে মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই রোগী শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করা হয়। এতে মোট রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১০ জনে। আর সোমবার দুই শিশুসহ নতুন তিন রোগী শনাক্ত করার ঘোষণা দেয়া হয় এবং জানানো হয় যে ভাইরাসটি স্থানীয়ভাবে ছড়ানো শুরু করেছে।

    বিশ্বব্যাপী করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা মঙ্গলবার পর্যন্ত ৭ হাজার ১৬৪ জনে দাঁড়িয়েছে। এটি এখন পর্যন্ত বিশ্বের ১ লাখ ৮২ হাজার ৫৫০ ব্যক্তিকে আক্রান্ত করেছে।

    .