দিনাজপুরে মৃত ব্যক্তিকে দাফনের সময় মুসুল্লিদের উপর মৌমাছির আক্রমণ
দিনাজপুরে এক মৃত ব্যক্তির জানাজা ও দাফন কাজের সময় মৌমাছির কামড়ে একজন মুসল্লির মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১৬ জন মুসুল্লি ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল সোয়া ৩টায় দিনাজপুরের সদর উপজেলায় ফসিলাডাঙ্গা গ্রামে। নিহত ব্যক্তির নাম আব্দুর রৌফের (৫২)। তার বাড়ি বিরল উপজেলার ৫ নম্বর বিরল ইউনিয়নের রবিপুর গ্রামে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ফাসিলাডাঙ্গায় সোলায়মান আলী নামের এক লোকের মৃত্যুতে জানাজা ও দাফনের জন্য তার আত্মীয়-স্বজন ও গ্রামবাসী মুসুল্লিরা একত্রিত হয়েছিলেন। সেখানেই গাছের ডালে একটি মৌচাক ছিল।
উড়ে আসা একটি ঘুড়ি মৌচাকে আঘাত করে। এতে গাছের নিচে উপস্থিত মুসুল্লিদের আক্রমণ করে মৌমাছির ঝাঁক। এ সময় মৌমাছির আক্রমণে আব্দুর রৌফসহ ১৭ আহত হন। আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসাপাতালে নেয়ার পথে আব্দুর রৌফ নামে এক মুসুল্লির মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply