দুর্নীতির পরিণতি সুখকর হবে নাঃ দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতির পরিণতি কখনো সুখকর হবে না। কেউ দুর্নীতি করবেন না। আমাদের সংবিধানে রয়েছে- ‘রাষ্ট্র এমন অবস্থা সৃষ্টির চেষ্টা করবে, যেখানে সাধারণ নীতি হিসেবে কোনো ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করতে সমর্থ হবেন না। এটাই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক এবং রাষ্ট্রীয় সর্বোচ্চ অঙ্গীকার।
মুজিবশতবর্ষ উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে দুর্নীতিবিরোধী প্রামাণ্যচিত্র উদ্বোধনকালে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। এ সময় দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, এ এফ এম আমিনুল ইসলাম, দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্তসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
Leave a Reply