শ্রীপুরে করোনা নিয়ে ফেসবুকে গুজবে এক যুবক আটক,মামলা দায়ের
মোহাম্মদ আদনান মামুন,শ্
গাজীপুরের শ্রীপুর উপজেলার এক প্রাইমারী স্কুলের শিক্ষিকা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ওই শিক্ষিকা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনার চিকিৎসা সেবা নিতে গেলে চিকিৎসকরা পালিয়ে গেছে বলে এমন গুজব ফেসবুকে ছড়িয়ে এলাকায় আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক যুবককে আটক হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা এলাকা থেকে আটক করেছে।
আটক আনোয়ার হোসেন (৩৫) শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি (ছাপিলাপাড়া) গ্রামের সুলতান উদ্দিনের ছেলে।
ফেসবুকে আনোয়ার উল্লেখ করেন, ওই শিক্ষিকা ট্রেনিং করার সময় বিদেশী পর্যবেক্ষক দলের সঙ্গে ঘনিষ্ট হওয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আরো কয়েকজনের মধ্যে এমন উপসর্গ দেখা যায়। তাদের ভাগ্যে কি ঘটেছে তা জানা নেই। আপনি আমি আমরা কেউ এখন নিরাপদ নই। তবে শ্রীপুর হাসপাতালে সেদিন ওই শিক্ষিকা চিকিৎসা না পেয়ে নিজে পালিয়ে গিয়ে সন্তানদের নিয়ে নিজ ঘরের দরজা বন্ধ করে রেখেছেন। আর এলাকাবাসী বাড়ির নির্দিষ্ট দূরত্বে পাহাড়া বসিয়ে আল্লাহ আল্লাহ করছেন। তিনি এখন রীতিমত অবরুদ্ধ। ওই শিক্ষিকা এখন আতংকের নাম। জানি না তার ও তার পরিবারের সদস্যদের ভাগ্যে কি দুর্ভোগ আছে?
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এখলাস উদ্দিন জানান, স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা করোনা রোগে আক্রান্ত হয়েছেন বলে অভিযুক্ত আনোয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডি থেকে প্রচার দেন। এছাড়াও ওই স্কুল শিক্ষিকা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকগণ চিকিৎসা দিয়ে হাসপাতাল ছেড়ে পালিয়েছে বলেও তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে পোষ্ট করেন। মুহুর্তেই তার ওই পোষ্টটি ভাইরাল হয়ে যায়। শ্রীপুরে স্কুল শিক্ষিকা করোনা ভাইরাসে আক্রান্ত বলে প্রচার দেয়ায় এতে অনেকেই আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক এএসএম ফতেহ আকরাম জানান, সোমবার রাতে প্রাইমারী স্কুলশিক্ষিকা জ্বর কাশি নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তিনি (স্কুল শিক্ষিকা) করোনা নিয়ে আতংতিক ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস ওই শিক্ষিকার সাথে কথা বলেন। মঙ্গলবার সকালে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্কুল শিক্ষিকার বাসায় গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। সে করোনায় আক্রান্ত নয় এবং তাকে কোয়ারান্টাইন করার কোন প্রয়োজন নেই বলে জানানো হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস জানান, শ্রীপুরে এখনো কোন করোনা রোগী শনাক্ত হয়নি। একটি চক্র সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রয়াস হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন। এতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
এব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ডিজিটালা নিরাপত্তা আইনে মামলা রুজু করে কোর্টে প্ররেণ করা হয়েছে।
Leave a Reply