Blog

  • সাভারের আশুলিয়ায় শ্রমিক কলোনীতে অগ্নিকান্ডে ঘর পুড়ে ছাই, ইউপি চেয়াম্যান সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন

    সাভারের আশুলিয়ায় শ্রমিক কলোনীতে অগ্নিকান্ডে ঘর পুড়ে ছাই, ইউপি চেয়াম্যান সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন

    সাভারের আশুলিয়ায় শ্রমিক কলোনীতে অগ্নিকান্ডে প্রায় ২২টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেলে ধামসোনা ইউপি চেয়াম্যান তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন।

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ
    সাভারের আশুলিয়ায় শ্রমিক কলোনীতে অগ্নিকান্ডে প্রায় ২২টি কক্ষ পুড়ে গেছে। এ ঘটনায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৬ টার দিকে বাইপাইলের হাজী মিজান নামের একটি শ্রমিক কলোনীতে এই অগ্নিকান্ডের ঘটনা।

    ফায়ার সার্ভিস জানায়, সকালে বাইপাইল এলাকায় হাজী মিজান নামের একটি শ্রমিক কলোনিতে আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টা চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ৮টার দিকে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

    ডিইপিজেড ফায়ার সার্ভিসের জুনিয়র স্টেশন অফিসার ওহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকা মুল্যের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। তবে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমান নিশ্চিত হওয়া যাবে।

    অপরদিকে খবর পেয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন সাভারের ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। নিজে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শীতের কম্বল ও নগদ অর্থ প্রদান করেন তিনি।

    এ বিষয়ে চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘ক্ষতিগ্রস্ত সবাই নিম্ন আয়ের মানুষ ছিলো। অগ্নিকাণ্ডে তাদের বসবাসের সবই পুড়ে গেছে বলেেন। এই শীতে তাদের খুবই কষ্ট হবে জেনে নিজের ভাবনা থেকে খবর পেয়ে দ্রুত ছুটে আসি। ক্ষতিগ্রস্থ পরিবারকে যতটুকু সম্ভব আর্থিক ও শীতের কম্বল দিয়ে সহযোগিতার করার চেষ্টা করেছি।’

    • প্রিয়, সাভার ও আশুলিয়াসহ দেশবাসীকে ইংরেজি  নববর্ষ উপলক্ষে সাবেক ছাত্রনেতা মাসুদ রানা তালুকদার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    সাভার উপজেলাবাসীসহ দেশ-বিদেশের সকলকে ১লা জানুয়ারী ২০২০ ইংরেজী নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন।

  • আজ পিইসি-ইবতেদায়ী,জেডিসি-জেএসসি পরীক্ষার ফলাফল জানতে এসএমএস করুন-

    আজ পিইসি-ইবতেদায়ী,জেডিসি-জেএসসি পরীক্ষার ফলাফল জানতে এসএমএস করুন-

    উচ্ছাসিত শিক্ষার্থীরা ফলাফল জানতে..

    ষ্টাফ রিপোর্টারঃ প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রকাশ করা হবে।

    শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বেলা সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার ফল বিস্তারিত তুলে ধরবেন।

    প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল জানতে

    DPESTUDENT IDYEAR & SEND TO 16222

    Example: DPE 1120194142432222 2019 & SEND TO 16222

    ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল জানতে

    EBTSTUDENT IDYear & SEND TO 16222

    Example: EBT 1120194142432222 2019 & SEND TO 16222

    JSC পরীক্ষার ফল: JSCBOARDROLLYEAR & SEND TO 16222

    Example: JSC DHA 123456 2019 & SEND TO 16222

    JDC পরীক্ষার ফল: JDCMADROLLYEAR & SEND TO 16222

    Example: JDC MAD 123456 2019 & SEND TO 16222

    গত ১৭ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় সারাদেশে ২৯ লাখ তিন হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশ নেয়। দেশব্যাপী সাত হাজার ৪৫৮টি কেন্দ্রে তাদের পরীক্ষা নেওয়া হয়। এ সময় বহিষ্কৃত দুই শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা নিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের নির্দেশনা দেন উচ্চ আদালত। অন্যদিকে, জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ শিক্ষার্থী অংশ নেয়।

  • সাভার ও আশুলিয়াসহ দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তা জানালেনঃ ছাত্রনেতা মাসুদ রানা তালুকদার

    সাভার ও আশুলিয়াসহ দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তা জানালেনঃ ছাত্রনেতা মাসুদ রানা তালুকদার

    সত্যেরসংবাদঃ সাভার ও আশুলিয়াবাসীকে ইংরেজি ২০২০ নতুন বছর উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্রনেতাঃ মাসুদ রানা তালুকদার । তিনি সাভার পৌর এলাকার রাজাশন এলাকার কৃতি সন্তান ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য মোঃ মাসুদ রানা তালুকদার।

    তিনি জানান, সাভার ও আশুলিয়ার সকল জনগণের সেবক হিসেবে কাজ করতে চান। নতুন বছর নিয়ে আসুক সকলের সুখ-শান্তি আর ভালোবাসা।

    প্রিয়,সাভার ও আশুলিয়ায় সকল জনগনকে নিয়ে আগামী দিনগুলোতেবসেবা করতে চান বলে সকলের নিকট তিনি দোয়া চেয়েছেন।

    সাভার উপজেলাবাসীসহ দেশ-বিদেশের সকলকে ১লা জানুয়ারী ২০২০ ইংরেজী নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন।
  • স্বাধীনতাবিরোধী রাজাকারদের নামে বিদ্যালয় আছে কিনা জানতে চেয়েছেঃ সংসদীয় স্থায়ী কমিটি

    স্বাধীনতাবিরোধী রাজাকারদের নামে বিদ্যালয় আছে কিনা জানতে চেয়েছেঃ সংসদীয় স্থায়ী কমিটি

    ষ্টাফ রিপোর্টারঃ স্বাধীনতাবিরোধী রাজাকারদের নামে দেশে কোনো প্রাথমিক বিদ্যালয় আছে কিনা জানতে চেয়েছে সংসদীয় কমিটি। দেশে এমন কোনো প্রতিষ্ঠিান থাকলে সেগুলোর তালিকাও চাওয়া হয়েছে। পাশাপাশি প্রাইমারি স্কুলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে স্কুলের পাঠদান পর্যবেক্ষণের জন্য স্থানীয় সংসদ সদস্যদের তদারকি কার্যক্রমে যুক্ত করারও সুপারিশ করা হয়।

    সংসদ ভবনে সোমবার অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।
    বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার, জোয়াহেরুল ইসলাম ও মোশারফ হোসেন বৈঠকে অংশ নেন।
    সংসদেও গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে রাজাকারদের নামে কোনো প্রাথমিক বিদ্যালয় আছে কিনা, থাকলে তার তালিকা চাওয়া প্রসঙ্গে মন্ত্রণালয় জানায় এই বিষয়ে অনুসন্ধান করে তালিকা করতে ইতোমধ্যে মাঠ পর্যায়ে চিঠি পাঠানো হয়েছে। এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর প্রতিবেদন আকারে সংসদীয় কমিটিকে জানানো হবে।

    প্রিয়, সাভার ও আশুলিয়াসহ দেশবাসীকে ইংরেজি  নববর্ষ উপলক্ষে সাবেক ছাত্রনেতা মাসুদ রানা তালুকদার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    সাভার উপজেলাবাসীসহ দেশ-বিদেশের সকলকে ১লা জানুয়ারী ২০২০ ইংরেজী নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন।

  • সাভারের হেমায়েতপুর এলাকায় র‌্যাব-৪’র অভিযানে ২টি বেকারী কারখানায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

    সাভারের হেমায়েতপুর এলাকায় র‌্যাব-৪’র অভিযানে ২টি বেকারী কারখানায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

    সাভারের হেমায়েতপুর এলাকায় র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি বেকারী কারখানায় অভিযান চালিয়ে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ২ জনকে তিনমাস করে কারাদন্ড।

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ
    সাভারের হেমায়েতপুর এলাকায় র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে সিদ্দিক ডেইরি ফুড ও হাইকো দুটি বেকারী কারখানায় অভিযান চালিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা।

    সাভারের হেমায়েতপুর এলাকায় র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে সিদ্দিক ডেইরি ফুড ও হাইকো দুটি বেকারী কারখানায় অভিযান চালিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা।

    সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে সাভারের হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকার সিদ্দিক ডেইরি ফুড ও হাইকো বেকারিতে অভিযান চালায় র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান।

    র‌্যাব-৪ জানায়, দীর্ঘদিন ধরে ঋষিপাড়া এলাকার ওই দুটি বেকারির মালিক অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কেক বিস্কুট রুটিসহ নানা খাদ্যদ্রব্য তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল এবং সেগুলো খেয়ে ওই এলাকার বহু মানুষ নানা রোগে ভুগছিলো। খবর পেয়ে দুপুরে ওই দুটি বেকারিতে অভিযান পরিচালনা করে র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।

    এ সময় নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে সিদ্দিক ডেইরি ফুড-এর মালিক রাজিব মিয়াকে দুই লাখ টাকা ও হাইকো বেকারির মালিক এম এ কুদ্দুস ভুইয়াকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান ভ্রাম্যমান আদালত।

    এছাড়া সাভারের উলাইল এলাকায় নুরে মদিনা বেকারিকে নোংরা পরিবেশ তৈরি করায় প্রতিষ্ঠানকে ভালো পরিবেশে খাবার তৈরির নির্দেশ দেওয়া হয়।

    এদিকে র‌্যাবের অভিযানের খবর পেয়ে আশে পাশের অনেক বেকারির মালিকগণ বেকারিতে তালা ঝুলিয়ে পালিয়ে যান।
    অভিযানকালে এ সময় র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর শীবলী মোস্তফাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।সাভার উপজেলাবাসীসহ দেশ-বিদেশের সকলকে ১লা জানুয়ারী ২০২০ ইংরেজী নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন।

  • রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠানের আশে পাশে তামাকপন্য বিক্রয় নিষিদ্ধের উদ্যোগ

    রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠানের আশে পাশে তামাকপন্য বিক্রয় নিষিদ্ধের উদ্যোগ

    চটকদার তামাকের অবৈধ বিজ্ঞাপনে রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠানের আশে পাশে তামাকপন্য বিক্রয় নিষিদ্ধের উদ্যোগ নিয়েছেন-

    জেলা প্রশাসক ডিসি মো. হামিদুল হক।

    ষ্টাফ রিপোর্টারঃ রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মো. হামিদুল হক দায়িত্ব নেয়ার পর থেকে রাজশাহীকে নতুন রূপে ঢেলে সাজানোর প্রশংসনীয় কাজগুলোই করে যাচ্ছেন। বিশেষ করে তরুণ প্রজন্মকে তামাকের ভয়াল ছোঁবল থেকে বাঁচাতে তিনি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তার অংশ হিসেবে স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতে ধূমপানে আকৃষ্ট হয়ে অকালে প্রান ঝরে না যায় সেজন্য
    তিনি অবলম্বন করেছেন প্রচার প্রচারনা। আর সে উদ্যোগটি হলো- রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে সকল ধরনের তামাকপণ্য বিক্রয় ইতোমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করেছেন তিনি।

    সরেজমিনে ঘুরে দেখা গেছপ রাজশাহী মহানগরী এসিডির নিজস্ব পর্যবেক্ষণে রাজশাহী মহানগরীসহ জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে টার্গেট করে তামাকের বহুজাতিক কোম্পানীগুলো অবৈধ ব্যবসায় মেতে উঠেছে আর এর মধ্যে তিনি নিশিদ্ধ করেছেন তামাক জাতীয় দ্রব্য।

    বিশেষ করে স্কুল-কলেজে পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদেরকে ধূমপানে আকৃষ্ট করতে কোম্পানীগুলো নানা অপকৌশল চালিয়ে যাচ্ছিলো। অপকৌশল গুলোর মধ্যে তামাকপণ্যের প্রতি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে চটকদার তামাকের অবৈধ বিজ্ঞাপন, পুরস্কার-প্রণোদনা, শিশু খাদ্যের পাশে চোখ ও মন জুড়ানো তামাকের অবৈধ শো-কেস এবং ডিসপ্লে ছবি প্রদর্শন করে রাখা হতো। প্রথমে ধূমপান দিয়ে শুরু করে মাদকের সর্বনাশা নেশায় আকৃষ্ট হয়ে অনেক কোমলমতি অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে কিছু শিক্ষার্থী ।

    রাজশাহীর উন্নয়ন ও মানবাধিকার সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের এডভোকেসি অফিসার মো. শরিফুল ইসলাম জানান, ‘বতর্মানে বাংলাদেশে মোট জনসংখ্যার ৪৯ শতাংশই তরুণ ও যুবক শ্রেণি ধুমপান করে। এজন্য স্কুল-কলেজের কোমলমতি মেধাবী তরুণ ও যুবক শ্রেণির শিক্ষার্থীরা তামাকের বহুজাতিক কোম্পানীগুলোর টার্গেটে পরিণত হয়েছে।

    তাদের অপকৌশলগুলোর অন্যতম হলো- ৪৯ শতাংশ তরুণ-যুবক শ্রেণিকে যদি তামাকের ভয়াল ছোঁবলে আকৃষ্ট করা যায় তাহলে তাদের ব্যবসা শতভাগ সফল করেছিলো। কেননা, যে একবার ধূমপানে আকৃষ্ট হবে তাকে ধূমপান থেকে বিরত রাখা খুবই কষ্টকর। তারই পদক্ষেপ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের আশে পাশে এসব তামাকজাত দ্রব্য পান করা নিষেদ করা হয়েছে।

    এসিডি’র ডিরেক্টর (প্রোগ্রাম) শারমিন সুবরীনা জানান, ‘চলতি বছরের শুরুতে রাজশাহী মহানগরীতে তামাক কোম্পানিগুলোর অবৈধ বিজ্ঞাপন-প্রণোদনা কী পরিমাণের রয়েছে তার ওপর এসিডি একটি জরিপ পরিচালানা করে। জরিপে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে অবস্থিত দোকানগুলোর ৭৭.৯৫% দোকানে তামাকপণ্য বিক্রয় করা হয়। এই দোকানগুলোর ৮২% দোকানে তামাক কোম্পানিগুলোর অবৈধ বিজ্ঞাপন, পুরস্কার-প্রণোদন প্রদর্শিত হচ্ছিলো। কাজেই কোমলমতি শিক্ষার্থীদেরকে তামাকের ভয়াল ছোবল থেকে বাঁচাতে জেলা প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের দোকানগুলোতে তামাকপণ্য বিক্রয় নিষিদ্ধ করার মহতি উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন।

    রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান জানান, ‘তামাকের মাধ্যমেই কোমলমতি শিশুরা মাদকের জীবননাশা নেশায় আকৃষ্ট হচ্ছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে যারা তামাকপণ্য বিক্রয় করছে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে তামাক বিক্রয় বন্ধের নির্দেশ দিলেই চলবে না। পাশাপাশি জেলা শিক্ষা অফিসারকে তার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে তামাকপণ্য বিক্রয় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করতে হবে।’তিনি বলেন, ‘আমরাও রাজশাহীর সামাজিক সংগঠন হিসেবে চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে করে কোমলমতিরা তামাকে আকৃষ্ট হয়ে অকালেই নষ্ট হয়ে না যায়।’

    জেলা প্রশাসক (ডিসি) মো. হামিদুল হক বলেন, ‘তামাক হলো মাদকের ভয়াবহ নেশায় আকৃষ্ট হওয়ার প্রথম ধাপমাত্র তারপর অন্য মাদক নেশায় তাদের গ্রাস করে। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে কিংবা আশেপাশের দোকানগুলোতে সকল তামাকপণ্য বিক্রয় নিষিদ্ধের উদ্যোগ নিয়েছি আমরা। আমরা ইতোমধ্যেই প্রাথমিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের দোকানিদেরকে নির্দেশ দিয়েছি, আপনারা বিস্কুট কিংবা বিভিন্ন ধরনের খাবার বিক্রি করেন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু সিগারেট কিংবা কোনো ধরনের তামাকজাতপণ্য বিক্রি করতে পারবেন না।ভ্রাম্যমাণ আদালতকে এ ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে।’ এই নির্দেশনা না মানলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সকল ধরনের তামাকপণ্য জব্দের করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

  • Untitled post 833

    কলেজ পড়ুয়া মেয়েরা হোটেলে ঘন্টা চুক্তিতে এসব কি করছে? জেনে নিন এক্ষেত্রে কি করা উচিত

    সংবাদডেক্সঃ
    সাবধান হতে প্রত্যেক অভিভাবকের ভিডিওটি দেখা উচিৎ। বাবা-মায়ের সবচাইতে প্রিয় হলো নিজের সন্তান। আর সন্তানকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বাবা-মা সব কিছুই করতে পারেন। তাই ছোটবেলা থেকেই চেষ্টার কোনো কমতি থাকে না কোনো কিছুর। পড়াশোনা, খেলাধুলা, আদব-কায়দা শেখানো, সামাজিকতা শেখানোসহ খুঁটিনাটি সব বিষয়েই খেয়াল রাখেন তারা। কিন্তু আপনি কি খেয়াল করছেন যে আপনার সন্তান বয়সের সাথে সাথে সবার সাথে মিশতে শিখছে কিনা?

    কলেজ পড়ুয়া মেয়েরা ঘন্টা চুক্তিতে আবাসিক হোটেলে এসব কি করছে? বার বার সংবাদ হচ্ছে। শতর্ক থাকতে হবে অভিভাবকদের।

    সবার শেখার ক্ষমতা একরকম না। আর তাই কিছু শিশু একটু দেরীতে শিখে। বিশেষ করে একক পরিবারে কর্মজীবি বাবা-মায়ের সন্তানদের সবার সাথে মিশতে সমস্যা হওয়া, সমবয়সী শিশুদের সাথে খেলতে না চাওয়া, কথা কম বলা, বাসায় মেহমান এলে পালিয়ে যাওয়াসহ আরো নানা রকম সমস্যা হতে পারে।

    এক্ষেত্রে শিশুর প্রয়োজন বাবা-মায়ের সহযোগিতা। অনেক ক্ষেত্রে বাবা মায়েরা সন্তানকে এসব কারণে বকা দেন কিংবা অন্য শিশুর সাথে তুলনা করেন। এতে সন্তানের আত্মবিশ্বাস আরো কমে যায় এবং সমস্যা প্রকট আকার ধারণ করেন।

    *জেনে নিন এক্ষেত্রে কি করা উচিত।

    খেলনা ছাড়া কিছু খেলা খেলুন সন্তানের সাথে। যেমন ছোঁয়াছুঁয়ি, কানামাছি, ইচিং-বিচিং, লুকোচুরি ইত্যাদি। এই ধরণের খেলাগুলো নিয়মিত খেললে আপনার সন্তান আপনার সাথে আই কন্টাক্ট করতে পারবে সহজেই এবং আপনি কি বলছেন সেটা অনুসরণ করতে পারবে।

    আপনার সাথে সহজভাবে খেলতে পারলে কাছের আত্মীয়দের কিংবা বন্ধুদের বলুন তার সাথে এভাবে খেলার জন্য। ধীরে ধীরে সহজভাবে মিশতে শিখে ফেলবে আপনার সন্তান।

    সূত্র-অনলাইন

  • ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ২ জন ও কাউন্সিলর পদে ১২৯ জন আওয়ামীলীগ  প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ

    ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ২ জন ও কাউন্সিলর পদে ১২৯ জন আওয়ামীলীগ  প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ

    ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে চুরান্ত তালিকা প্রকাশ করেছে আওয়ামীলীগ

    ষ্টাফ রিপোর্টারঃ ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের তালিকা চুড়ান্ত করেছে আওয়ামী লীগ।

    ঢাকা উত্তরে ফজলে নূর তাপস ও দক্ষিনে আতিকুল ইসলাম।
    রবিবার সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুই সিটির ১২৯টি ওয়ার্ডের মনোনীত কাউন্সিলরদের নাম ঘোষণা করেন।

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে ৭৫ জনকে মনোনয়ন ও ঢাকা উত্তরের জনকে এবারের নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

    দক্ষিণের মনোনীত প্রার্থীরা হলেন;
    ১ নম্বর ওয়ার্ডে মো. মাহবুবুল আলম, ২: মো. আনিসুর রহমান, ৩: মো. মাকছুদ হোসেন, ৪: মো. জাহাঙ্গীর হোসেন, ৫: মো. আশ্রাফুজ্জামান, ৬: মো. সিরাজুল ইসলাম ভাট্টি, ৭: আব্দুল বাসিত খান, ৮: মো. ইসমাইল জবিউল্লাহ, ৯: মো. মোজাম্মেল হক, ১০: মারুফ আহমেদ মনসুর, ১১: মো. হামিদুল হক শামীম, ১২: ম. ম. মামুন রশিদ শুভ্র, ১৩: মো. এনামুল হক, ১৪: ইলিয়াছুর রহমান, ১৫: রফিকুল ইসলাম বাবলা, ১৬: মোহাম্মদ নজরুল ইসলাম, ১৭: মো. মাহবুবুর রহমান, ১৮: আ. স. ম. ফেরদৌস আলম, ১৯: মোহা. আবুল বাশার, ২০: ফরিদ উদ্দিন আহম্মদ রতন, ২১: মোহাম্মদ আসাদুজ্জামান, ২২: জিন্নাত আলী, ২৩: মো. মকবুল হোসেন, ২৪: মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, ২৫: মো. আনোয়ার ইকবাল, ২৬: হাসিবুর রহমান মানিক, ২৭: ওমর বিন আব্দুল আজিজ, ২৮: মো. সালেহিন, ২৯: জাহাঙ্গীর আলম বাবুল, ৩০: মো. হাসান, ৩১: শেখ মোহাম্মদ আলমগীর, ৩২: মো. আ. মান্নান, ৩৩: মো. ইলিয়াস রশীদ, ৩৪: মীর সমীর, ৩৫: মো. আবু সাঈদ, ৩৬: রঞ্জন বিশ্বাস, ৩৭: মো. আব্দুর রহমান মিয়াজী, ৩৮: আহমদ ইমতিয়াজ মন্নাফী, ৩৯: রোকন উদ্দিন আহমেদ, ৪০: আবুল কালাম আজাদ, ৪১: সারোয়ার হাসান (আলো), ৪২: মোহাম্মদ সেলিম, ৪৩: মো. আরিফ হোসেন, ৪৪: মো. নিজাম উদ্দিন, ৪৫: হেলেন আক্তার, ৪৬: মো. শহিদ উল্লাহ, ৪৭: নাসির আহম্মেদ ভূঁইয়া, ৪৮: মো. আবুল কালাম, ৪৯: আবুল কালাম আজাদ, ৫০: মাসুম মোল্লা, ৫১: কাজী হাবিবুর রহমান (হাবু), ৫২: মোহাম্মদ নাছিম মিয়া, ৫৩: মোহাম্মদ নূর হোসেন, ৫৪: মো. মাসুদ, ৫৫: মো. নুরে আলম, ৫৬: মোহাম্মদ হোসেন, ৫৭: মো. সাইদুল ইসলাম, ৫৮: মো. শফিকুর রহমান, ৫৯: আকাশ কুমার ভৌমিক, ৬০: মোহাম্মদ লুৎফর রহমান রতন, ৬১: মো. শাহ আলম, ৬২: মোহাম্মদ মোস্তাক আহমেদ, ৬৩: মো. শফিকুল ইসলাম খান, ৬৪: মো. মাসুদুর রহমান মোল্লা, ৬৫: মো. সামসুদ্দিন ভূঁইয়া, ৬৬: মো. হানিফ তালুকদার, ৬৭: মো. ফিরোজ আলম, ৬৮: মাহমুদুল হাসান, ৬৯: মো. হাবিবুর রহমান হাসু, ৭০: মোহাম্মদ আতিকুর রহমান, ৭১: মো. খাইরুজ্জামান, ৭২: শফিকুল ইসলাম শামীম, ৭৩: মো. শফিকুল ইসলাম, ৭৪: মো. ফজর আলী, ৭৫: সৈয়দ মো. তোফাজ্জল হোসেন।

    উত্তরের মনোনীত প্রার্থীরা হলেন;
    ১ নম্বর ওয়ার্ডে মো. আফছার উদ্দিন খান, ২: আলহাজ কদম আলী মাদবর, ৩: মো. জিন্নাত আলী মাদবর, ৪: মো. জামাল মোস্তফা, ৫: মো. আব্দুর রউফ নান্নু, ৬: সালাউদ্দিন রবিন, ৭: মো. তফাজ্জল হোসেন, ৮: মো. আবুল কাশেম মোল্লা, ৯: মুজিব সারোয়ার মাসুম, ১০: আবু তাহের, ১১: দেওয়ান আবদুল মান্নান, ১২: মুরাদ হোসেন, ১৩: মো. হারুন-অর-রশিদ, ১৪: মো. মইজউদ্দিন, ১৫: সালেক মোল্লা, ১৬: মো. মতিউর রহমান, ১৭: মো. ইসহাক মিয়া, ১৮: মো. জাকির হোসেন, ১৯: মো. মফিজুর রহমান, ২০: মো. জাহিদুর রহমান, ২১: মাসুম গনি, ২২: মো. লিয়াকত আলী, ২৩: মো. শাখাওয়াত হোসেন, ২৪: মো. সফিউল্লা, ২৫: আব্দুল্লাহ আল মঞ্জুর, ২৬: শামীম হাসান, ২৭: ফরিদুর রহমান খান, ২৮: মো. ফোরকান হোসেন, ২৯: মো. নুরুল ইসলাম রতন, ৩০: আবুল হাসেম হাসু, ৩১: আলেয়া সারোয়ার ডেইজী, ৩২: সৈয়দ হাসান নূর ইসলাম, ৩৩: আসিফ আহমেদ, ৩৪: শেখ মোহাম্মদ হোসেন, ৩৫: মোক্তার সরদার, ৩৬: তৈমুর রেজা খোকন, ৩৭: মো. জাহাঙ্গীর আলম, ৩৮: শেখ সেলিম, ৩৯: মো. শফিকুল ইসলাম, ৪০: মো. নজরুল ইসলাম ঢালী, ৪১: আব্দুল মতিন, ৪২: মো. জাহাঙ্গীর আলম, ৪৩: শরিফুল ইসলাম ভূঞা, ৪৪: মো. শফিকুল (শফিক), ৪৫: জয়নাল আবেদীন, ৪৬: মো. সাইদুর রহমান সরকার, ৪৭: মোতালেব মিয়া, ৪৮: এ.কে.এম. মাসুদুজ্জামান, ৪৯: মো. সফিউদ্দিন মোল্লা, ৫০: ডি.এম. শামীম, ৫১: মোহাম্মদ শরীফুর রহমান, ৫২: মো. ফরিদ আহমেদ, ৫৩: মো. নাসির উদ্দিন, ৫৪: জাহাঙ্গীর হোসেন।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার এক সংবাদ সম্মেলনে দলটির মনোনীত মেয়র প্রার্থী ও সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা পর ‘প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে জয়লাভ করা বর্তমান মেয়র সাঈদ খোকনকে এবার মনোনয়ন দেয়া হলো না, “আমি এত কিছু বলতে পারব না। আমি শুধু এটুকু বলবো, মনোনয়নপ্রত্যাশী সবার ব্যাকগ্রাউন্ড, গ্রহনযোগ্যতা, জনপ্রিয়তা এবং কার কতটা জয় পাবার সম্ভাবনা আছে সেসব বিবেচনা করে আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মনোনয়োন বোর্ড সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে”।

    “কাজেই এখানে কার কী খারাপ, কার কী ভালো এই প্রসঙ্গে আমি যেতে চাই না”, সংবাদ সম্মেলনে বলেন ওবায়দুল কাদের।

  • দাবানলে ঝুঁকির মুখে অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া ছাড়ার নির্দেশ অধিবাসীদের

    দাবানলে ঝুঁকির মুখে অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া ছাড়ার নির্দেশ অধিবাসীদের

    আন্তর্জাতিক সত্যের সংবাদডেস্কঃ
    দাবানল পরিস্থিতির অবনতি হওয়ায় অস্ট্রেলিয়ায়
    ভিক্টোরিয়া রাজ্যে চরম ঝুঁকির মুখে থাকা হাজার হাজার মানুষজনকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্খা।

    কর্মকর্তারা বলছেন, ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা, জোর বাতাস, বজ্রঝড় এবং বাতাসের গতিপথ পরিবর্তনের কারণে সোমবার চরম বিপদে মুখে ভিক্টোরিয়া রাজ্যে।

    তাই তার আগেই রোববার ভিক্টোরিয়া রাজ্যের সব মানুষকে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্খার কমিশনার এন্ড্রু ক্রিস্প বলেছেন, ইস্ট গিপসল্যান্ড এলাকায় যারা আছেন তাদের সোমবারের সকালের মধ্যেই এলাকা ছেড়ে যাওয়া উচিত হবে।

    রোববার এক মেডিয়া কনফারেন্সে ক্রিস্প বলেন, “পরিস্থিতির বিচারে এখন আমরা যেকথা বলছি সেটিই আগামীকাল রাজ্যজুড়ে আমাদেরকে মোকাবেলা করতে হবে। বিশেষ করে ইস্ট গিপসল্যান্ডে। সেখানে কেউ ছুটি কাটাতে গিয়ে থাকলেও এখন সেখান থেকে চলে যাওয়ার সময় হয়ে এসেছে। আমরা এ এলাকা থেকে আপনাদেরকে চলে যাওয়ার অনুরোধ করছি।”

    ইস্ট গিপসল্যান্ডের ব্রুথেন, বুচান এবং বোনাং শহরের কাছে তিনটি জায়গায় আগুন জ্বলছে। এ আগুনই বিস্তীর্ণ অঞ্চল গ্রাস করতে পারে বলে পূর্বাভাস পাওয়া গেছে।

    কর্মকর্তারা বলছেন, আগুন উপকূলের দিকে ছড়িয়ে পড়তে পারে এবং এভাবে অঞ্চলটির প্রধান সড়কের ওপর দিয়ে আগুন ছড়িয়ে পড়ে সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

    ভিক্টোরিয়া রাজ্য জুড়ে আগুনের সর্বোচ্চ সতর্কতাও জারি রয়েছে। আর গোটা অস্ট্রেলিয়া জুড়েই এখনো ১০০ টির বেশি জায়গায় জ্বলছে আগুন। সবচেয়ে বেশি আগুন ছড়িয়েছে নিউ সাউথ ওয়েলসের সিডনিতে। সেখানে নতুন বছরের শুরুতে আতশবাজি না করার আহ্বান জানিয়ে পিটিশিনে সেই করেছে লাখ লাখ মানুষ।

  • ১২০ বছরের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা দিল্লিতে ১.৭ ডিগ্রি সেলসিয়াস

    ১২০ বছরের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা দিল্লিতে ১.৭ ডিগ্রি সেলসিয়াস

    ১২০ বছরের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা দিল্লিতে ১.৭ ডিগ্রি সেলসিয়াস (more…)