Blog

  • ভারতের একটি এলাকায় ৩ হাজার মানুষ হিন্দু ধর্ম ত্যাগ’ করে মুসলিম হওয়ার সি’দ্ধান্ত

    ভারতের একটি এলাকায় ৩ হাজার মানুষ হিন্দু ধর্ম ত্যাগ’ করে মুসলিম হওয়ার সি’দ্ধান্ত

    ভারতের একটি এলাকায় ৩ হাজারেরও বেশী
    হিন্দু ধর্ম ত্যাগ’ করে ৫ জানুয়ারিতে মুসলিম হওয়ার সি’দ্ধান্ত।

     

    আন্তর্জাতিক সংবাদডেক্সঃ
    ভারতের তামিল’নাড়ুর কোয়েম্বাটুরের কাছের একটি গ্রামের ৩ হাজারেরও বেশি দলিত জাতিগত বৈ’ষম্যের অ’ভিযোগ তুলে হিন্দু ধর্ম ত্যাগ’ করে মুসলিম হওয়ার সি’দ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।অঞ্চলটি হিন্দু অ’ধ্যুষিত হ’ওয়ায় দীর্ঘ’দিন ধরে তাদের সাথে সা’মাজিক বৈষ’ম্যমূলক আচ’রণ করা হয় বলে অ’ভিযোগ ওই দলিত বাসিন্দাদের। সম্প্রতি এক ঘো’ষণায় তারা জানিয়েছেন, আগামী ৫ জা’নুয়ারি ব’র্ণ বৈ’ষম্যের প্রতি’বাদে তারা ই’সলাম ধ’র্মগ্রহণ করার ঘো’ষণা দিয়েছেন।
    ভারতীয় সং’বাদমাধ্যম জানায়, ঘ’টনার সূত্রপাত একটি পাঁচিল ভেঙে ১৮ জন দলিতের মৃ’ত্যুর ঘ’টনাকে কেন্দ্র করে। চেন্না’ই থেকে ৫০ কিলোমিটার দূরে নাদুর গ্রামের কাছে গত ২ ডিসেম্বর একটি দেয়াল প্ৰবল বৃ’ষ্টির কারণে ভেঙে পড়ে। পাঁচিলের পাশেই ছিল দ’লিতদের বাস।
    উ’চ্চব’র্ণের হিন্দু’দের থেকে দলি’তদের পৃ’থকভাবে বাস করতে বাধ্য করার জন্য ওই পাঁ’চিল তোলা হয়েছিলো বলে অ’ভিযোগ দলিত বা’সিন্দাদের। ১৫ ফুট লম্বা পাঁ’চিলটি কোনও রকম পি’লার ছাড়াই নির্মিত হয়েছিল।পু’লিশি নি’ষ্ক্রিয়তা ও শু’ধুমাত্র দলি’ত হওয়ার কা’রণে বৈষ’ম্য মূলক আচ’রণের জন্য ওই দলিত সম্প্রদা’য়ের মা’নুষেরা ঘো’ষণা করেছে যে আগামী ৫ জানুয়ারী ১৭ জন মৃ’তের প’রিবারের সদস্যসহ মোট প্রায় ৩০০০ দ’লিত ইসলাম ধর্ম গ্রহণ করতে চলেছেন।তা’লিম পুলি’গাল কাত’চির এই সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমরা দ’শকের পর দশক ধরে বৈষম্যের শি’কার। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, অনেক হ’য়েছে আর নয়। আমরা এবার ধর্ম পরিবর্তন করব। প্রাচীর ধ’স সেই সুযোগ করে দিয়েছে। আমরা এখন বলতে পারব, আমরা কেন এই সিদ্ধান্ত নিয়েছি।’তিনি বলেন, ‘একটি ধর্ম যদি আমাদের জীবনের মূল্যই না দিতে পারল, তাহলে আমরা কেন নিজেদের শুধু শুধু বি’সর্জন দিয়ে যাব।’

  • চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত বাবা ও দুই মেয়ের কবরস্থানে দাফন

    চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত বাবা ও দুই মেয়ের কবরস্থানে দাফন

    চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত বাবা ও দুই মেয়ের পারিবারিক কবরস্থানে দাফন।ছবিঃসত্যের সংবাদ

    • নিজেস্ব প্রতিবেদকঃ

    চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান মিন্টু (৫০) ও তার দুই মেয়েকে গ্রামের বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

    রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ ইউনিয়নের পিরোজপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমে বাবা সাইফুজ্জামান ও পরে দুই মেয়ে আশরা আনাম খান (১৩) ও তাসমিন জামান খানের (১১) জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ অংশ নেন।

    জানাজায় বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ অংশ নেন।

    শনিবার (২৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি ও প্রাইভেটকারের সংঘর্ষে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত সাইফুজ্জামান মিন্টুর স্ত্রী কনিকা আক্তার (৪০) ও ছেলে মন্টু (১০) চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছে।

    জানা যায়, তারা ৬ ভাই ৫ বোন। মিন্টু ভাই-বোনদের মাঝে দশম। আর কোনো পরিবারের সদস্যদের যেন এভাবে যেন প্রাণ হারাতে না হয়।

    জানাজার আগে মিন্টু ও তার দুই মেয়েকে নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, উপজেলা আওয়ামলী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী, নিহতের ভাই অধ্যাপক মোস্তফা কামাল খান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, ফেনী ক্যাডেট কলেজের শিক্ষক নুরে আলম, মিন্টুর সহপাঠী ও সহকর্মীবৃন্দ। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় জানাজায় ইমামতি করেন হাফেজ আবদুল মান্নান ও মাওলানা আবদুল খালেক।

    উল্লেখ্য,গতকাল শনিবার সকালে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামান মিন্টু পরিবার নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন। সীতাকুণ্ডের ফৌজদারহাট বাইপাস মোড়ে তাদের বহন করা প্রাইভেটকারটি আসলে ঢাকা থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান সাইফুজ্জামানের দুই মেয়ে। আহত অবস্থায় সাইফুজ্জামানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

  • বাংলাদেশকে যুব রাজধানী ঘোষণা করলেন ইসলামিক সহযোগিতা সংস্থা

    বাংলাদেশকে যুব রাজধানী ঘোষণা করলেন ইসলামিক সহযোগিতা সংস্থা

    • ষ্টাফ রিপোর্টারঃ

    বাংলাদেশকে ২০২০ সালের জন্য যুব রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। ওআইসি অঞ্চলের যুবকদের মোকাবিলা করা সামাজিক, অর্থনৈতিক, নৈতিক ও সাংস্কৃতিক সমস্যা সমাধান এবং তাদের মাঝে ধারণা ও অভিজ্ঞতার আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপাড়ার প্রসারের জন্য ২০০৪ সালের ১-৩ ডিসেম্বরে আজরাবাইজানের রাজধানী বাকুতে আইসিওয়াইএফ প্রতিষ্ঠিত হয়েছিল।

    ওআইসির যুব রাজধানী বাছাই কমিটি হিসেবে কাজ করা ইসলামিক সহযোগিতা যুব ফোরামের (আইসিওয়াইএফ) নির্বাহী বোর্ড গত ২৫ ডিসেম্বর তুরস্কের ইস্তানবুলে এ ঘোষণা দেয়।

    ওআইসির সাথে সম্পর্কযুক্ত আন্তর্জাতিক সংস্থা আইসিওয়াইএফ’ সচিবালয় বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে এ ঘোষণার তথ্য নিশ্চিত করেছেন।

  • আজ রবিবার দুই সিটি নির্বাচনে চুরান্ত ঘোষনা হবে

    আজ রবিবার দুই সিটি নির্বাচনে চুরান্ত ঘোষনা হবে

    রবিবার দুই সিটি নির্বাচনে চুরান্ত ঘোষনা হতে  হচ্ছে।

     

    ষ্টাফ রিপোর্টারঃঢাকার কার দুই সিটি নির্বাচনের মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী আজ চূড়ান্ত হতে যাচ্ছে। তবে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপির একমাত্র মনোনয়নপ্রত্যাশী ইশরাক হোসেনের প্রার্থিতার শুধু আনুষ্ঠানিকতা বাকি।

    ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোট গ্রহণ হবে আগামী ৩০ জানুয়ারি। সরকারি দল আওয়ামী লীগ গত বুধবার থেকে মেয়র পদে এবং গত বৃহস্পতিবার থেকে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। গতকাল শুক্রবার ফরম বিক্রি শেষ হয়েছে। দুই সিটিতে মেয়র পদে ২০ জন এবং কাউন্সিলর পদে ১ হাজার ৯৩ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

    আজ শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক রয়েছে। দুই সিটির দলীয় মেয়র ও কাউন্সিলর প্রার্থী নিয়ে সেখানে আলোচনা হবে। দলের সূত্রগুলো বলছে, আজই মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করা হবে। তবে কাউন্সিলর পদে দলীয়ভাবে প্রার্থী ঠিক না করে উন্মুক্ত রাখার বিষয়ে আলোচনা আছে।

    আওয়ামী লীগের প্রার্থী কারা হচ্ছেন সেই আলোচনা মূলত দক্ষিণ সিটি করপোরেশনকেন্দ্রিক। বর্তমান মেয়র সাঈদ খোকন দলীয় মনোনয়ন ফরম তুলেছেন। ধানমন্ডি এলাকার সাংসদ শেখ ফজলে নূর তাপসের পক্ষেও দলীয় ফরম সংগ্রহ করার পর আলোচনায় হাওয়া লেগেছে। গতকাল দলীয় মনোনয়ন ফরম তুলেছেন দলটির কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক নজিবুল্লাহ হিরু। উত্তর সিটিতে আওয়ামী লীগের প্রার্থী নিয়ে উত্তাপ নেই। বর্তমান মেয়র আতিকুল ইসলামই আলোচনায় আছেন।

    ওবায়দুল কাদের জানান, দলের সিদ্ধান্ত হচ্ছে, বিতর্কিত কাউকে মনোনয়ন দেওয়া হবে না। বিতর্কের ঊর্ধ্বে যাঁরা আছেন, যাঁদের কোনো অপকর্মের রেকর্ড নেই, তাঁদের মনোনয়ন দেওয়া হবে। ওবায়দুল কাদের জানান, আজ সন্ধ্যা ছয়টায় গণভবনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা হবে। সেখানে দুই সিটির মেয়র ও ১৭২ জন কাউন্সিলর পদে মনোনয়ন চূড়ান্ত হবে।

    দক্ষিণে ইশরাক চূড়ান্ত, উত্তরে তাবিথ আলোচনায়

    বিএনপি গত বুধবার থেকে কাউন্সিলর এবং গত বৃহস্পতিবার থেকে মেয়র পদে দলীয় ফরম বিক্রি শুরু করে। গতকাল দলের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন পর্যন্ত মেয়র পদে ৩ জন এবং কাউন্সিলর পদে ৪৭৬ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

    দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপির একমাত্র মনোনয়নপ্রত্যাশী অবিভক্ত ঢাকা সিটির প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। উত্তরের মেয়র পদে মনোনয়ন ফরম তুলেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং দলের বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন। তবে তাবিথ আউয়ালের প্রার্থিতা প্রায় চূড়ান্ত বলে দলীয় সূত্রে জানা গেছে। তিনি ২০১৫ সালের নির্বাচনে প্রয়াত আনিসুল হকের কাছে হেরে গিয়েছিলেন।

    গতকাল বিকেলে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঢাকার দুই সিটিতে মেয়র পদে তিনজন দলের মনোনয়ন প্রত্যাশা করেছেন। আসাদুজ্জামান রিপন, তাবিথ আওয়াল ও ইশরাক হোসেন। দক্ষিণে যেহেতু ইশরাক হোসেন একমাত্র প্রত্যাশী, সেখানে বিএনপির আর কোনো প্রার্থী না থাকায় তাঁর আনুষ্ঠানিকতা বাকি কেবল। সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিবে।

  • Untitled post 772

    ***(গানটি মৃত্যেকে বারবারস্ব রণ করিয়ে দেয়)***

    মরিলে কান্দিসনা আমার দায়রে যাদু ধন
    মরিলে কান্দিসনা আমার দায়..

    সুরা ইয়াছিন পাঠ করিও বসিয়া কাছাই
    যাইবার কালে বাঁচি যেন
    শয়তানের ধোকায় রে যাদুধন
    মরিলে কান্দিসনা আমার দায় রে যাদু ধন
    মরিলে কান্দিসনা আমার দায়..

    বুক বান্ধিয়া কাছে বইসা গোসল করাইবা
    কান্দনের বদলে মুখে কলমা পড়িবা . .
    রে যাদু ধন
    মরিলে কান্দিসনা আমার দায়
    মরিলে কান্দিসনা আমার দায়..

    কাফনও পিন্দায়া যদি কান্দ আমায় দায়
    মসজিদে বসিয়ারে কান্দ আল্লারই দরগায়
    রে যাদুধন
    মরিলে কান্দিসনা আমার দায়..
    মরিলে কান্দিসনা আমার দায়..

    প্রচারের সহযোগিতায়-সত্যেরসংবাদ.কম

  • সাভারের আশুলিয়ায় ফার্স্ট লাইন স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

    সাভারের আশুলিয়ায় ফার্স্ট লাইন স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

    শিক্ষা এমন একটি অস্ত্র যে অস্ত্র ব্যবহার করে সর্বোচ্চ শিখরে উন্নিত হওয়া যায় সাভারের আশুলিয়ায় ফার্স্ট লাইন স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানেঃ  কামাল উপসচিব হোসেন।ছবিঃ সত্যেরসংবাদ.কম

     

    শেখ এ কে আজাদ,নিজেস্ব প্রতিবেদক,সাভার থেকেঃশিক্ষা এমন একটি অস্ত্র যে অস্ত্র ব্যবহার করে সর্বোচ্চ শিখরে উন্নিত হওয়া যায়। শিক্ষা জাতীর মেরুদন্ড, যে জাতী যত বেশী শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালের (উপসচিব) মোঃ কামাল হোসেন সাভারের আশুলিয়ায় ফার্স্ট লাইন স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

    ২৮ (ডিসেম্বর) শনিবার দুপুরে আশুলিয়ায় নরসিংহপুর এলাকায় স্কুলটি প্রধান অতিথির হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালের (উপসচিব) মোঃ কামাল হোসেন।

    এসম তিনি আরো বলেন, শিক্ষার কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ম্যান্ডেল, আব্রাহাম লিংকন শিক্ষিত ছিলো বলেই তাদের পক্ষে দেশের মানুষের সেবা করা সম্ভব হয়েছে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে আছেন এবং থাকবেন জানিয়ে প্রতিষ্ঠানটিতে যাতে সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থা চালু থাকে সেজন্য সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া উপস্থিত অভিভাবকদেরকে তাদের সন্তানের প্রতি আরও বেশী যত্নশীল হওয়ার আহ্বান জানান।

    সাভারের আশুলিয়ায় যুগোপযোগী শিক্ষাদানের লক্ষ্যে ফার্স্ট লাইন স্কুলের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল কাদির দেওয়ানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী ও সমাজ সেবক আবু শহিদ ভূইয়া , বীর মুক্তিযুদ্ধা মজিবর রহমান, বিশিষ্ঠ ব্যবসায়ী বিকাশ কুমার ঘোষ (বিপ্লব) , স্কুলের প্রতিষ্টাতা পরিচালক জুলসাহ খান, লায়ন আক্তার হোসেন, মোঃমাজুল হোসেন, এ্যাডভোকেট শফিক দেওয়ান, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
    আলোচনাসভা অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়।

  • সাভারে জামসিং এলাকায় অজ্ঞাত এক নারীর বস্তাবন্ধি হাত-মুখ বাধা ও মুখ জ্বলছে যাওয়া লাশ উদ্ধার

    সাভারে জামসিং এলাকায় অজ্ঞাত এক নারীর বস্তাবন্ধি হাত-মুখ বাধা ও মুখ জ্বলছে যাওয়া লাশ উদ্ধার

    শনিবার সকালে সাভারে জামসিং এলাকায় অজ্ঞাত এক নারীর বস্তাবন্ধি লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবিঃ সত্যেরসংবাদ.কম

     

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ
    সাভারে অজ্ঞাত এক নারীর বস্তাবন্ধি হাত- মুখ বাধা মুখ জ্বলছে যাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
    শনিবার (২৮ ডিসেম্বর) সকালে সাভার পৌর এলাকার ১নং ওয়ার্ডের উত্তর জামসিং এলাকার মৃত রমজান মোল্লার জমির দেওয়ালের পাশ থেকে তার মৃত্যুদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। সকালে জামসিং এলাকায় দেওয়ালের পাশে বস্তাবন্দী হাত ও মুখ বাধা অজ্ঞাত (২৯) এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।

    পুলিশ জানায়, অজ্ঞাত ওই নারীকে ধর্ষণের পর দুর্বৃত্তরা হত্যা করে লাশ গুম করে বস্তায় ভরে সেখানে ফেলে গেছে। এছাড়া লাশের মুখমন্ডলে আগুনে পোড়ার দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আগুনে পোড়া ফোসকা দাগনরয়েছে।

    দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে হাত ও মুখ বেধে লাশ বস্তায় ভরে রেখে ফেলে রেখে যায় বলে ধারনা করছে পুলিশ। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

    এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, নিহত অজ্ঞাত নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • বাঞ্ছারামপুরে অসহায় শীতার্থদের মাঝে  দুই শতাধীক কম্বল বিতরন করলেন ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘ

    বাঞ্ছারামপুরে অসহায় শীতার্থদের মাঝে দুই শতাধীক কম্বল বিতরন করলেন ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘ

    • ষ্টাফ রিপোর্টারঃ

    বাঞ্ছারামপুর উপজেলায় ছলিমাবাদ ইউনিয়নের ভুরভুরিয়া এলাকায় ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘের উদ্যোগে শীত বস্ত্র বিতরন করা হয়েছে । শুক্রবার সকালে অসহায় দুস্থ্য ও গরীব সাধারন শীতার্থদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরন করা হয়েছে।
    এসময় উপস্থিত ছিলেন, চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা মো: রাসেল মিয়া, বাঞ্ছারামপুর সরকারি কলেজের সাবেক সভাপতি মো: মাসুম।অনেকে মধ্যে আরো উপস্থিত ছিলেন,সাধন মিয়া, জাহিদুল ইসলাম,শামিম, সাইফুল মিয়া,মোস্তফা,আব্দুল,
    ইয়াদুল,রবী,জোনায়েদ,ইমন,আরিফুল ইসলাম, বাবু মিতালী,প্রবাসী মোবারক,ইউসুফ প্রমূখ।

    ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘ এর আয়োজন করে সার্বিক তত্বাবধানে ছিলেন,মো: আরিফুল ইসলাম মাসুম, সাংবাদিক জুয়েল রানা।

    শীতবস্ত্র পেয়ে অসহায় দুস্থ্য ও গরীব মানুষরদের মাঝে বেশ হাসিমুখ ও আনন্দঘন পরিবেশ দেখা দেয়।

    ও.কা-৯৯

    Home

  • মৃত্যুকে বেশি করে স্মরণ করা ও কোরআন তেলাওয়াত করার ফজিলত

    মৃত্যুকে বেশি করে স্মরণ করা ও কোরআন তেলাওয়াত করার ফজিলত

    • মৃত্যুকে বেশি করে স্মরণ করা ও কোরআন তেলাওয়াত করলে দেখুন অন্তর কি উপকার হয়-

    ইসলামধর্মঃ
    হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, হুজুরে আকরাম (সা.) বলেছেন, লোহায় পানি লাগলে যেরূপ মরিচা পড়ে, অনুরূপ মানুষের কলবের (অন্তরের) মধ্যেও মরিচা পড়ে যায়। কেউ জিজ্ঞাসা করল, ইয়া রাসুলাল্লাহ (সা.)! এটা পরিষ্কার করার উপায় কি? হুজুর (সা.) উত্তর করলেন, মৃত্যুকে বেশি করে স্মরণ করা ও কোরআন তেলাওয়াত করা। – (বায়হাকি)।

    অর্থাৎ অতিমাত্রায় পাপ করলে ও আল্লাহর জিকির থেকে অমনোযোগী হয়ে গেলে কলবের মধ্যে মরিচা লেগে যায় এবং কালামে পাকের তেলাওয়াত ও মৃত্যুকে স্মরণ এটা পরিষ্কারের জন্য রেতের কাজ করে। অন্তর ঠিক আয়নার মতো। আর এটা যত বেশি স্বচ্ছ ও পরিস্কার হবে, চেহারা তত বেশি পরিষ্কার দেখাবে। তাই অন্তর-আয়নাকে নির্মল করার জন্য মাশায়েখে কেরাম নানা রকম রিয়াজত ও মোজাহাদার সবক দিয়ে থাকেন। হাদিসে বর্ণিত আছে, বান্দা যখন পাপ করে, তখন অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। এরপর সে যখন খালেস তাওবা করে, সঙ্গে সঙ্গে সেই দাগ মুছে যায়। এভাবে আবার গুনাহ করতে থাকলে দাগ পড়তে থাকে। এমনকি দাগ পড়তে পড়তে এটা একেবারে কালো হয়ে যায়। এরপর সেই অন্তরে ভালো কাজের প্রতি আর কোনো আগ্রহ থাকে না, বরং অন্যায়ের প্রতিই তার আকর্ষণ বেড়ে যায়।

    এদিকেই কোরআনের একটি আয়াত ইঙ্গিত করেছে- কাল্লা বাল রা’না ‘আলা কুলুবিহিম মা কানূ ইয়াকসিবুন, অর্থাৎ ‘নিশ্চয়ই তাদের অন্তরে তাদের বদআমলগুলো মরিচা জমা করে দিয়েছে।’ হজরত হাসান বসরী (রহ.) বলেন, আগের লোকেরা কোরআন শরিফকে শাহী ফরমান মনে করত, তাই সারা রাত তার ওপর চিন্তা-ফিকির করত এবং দিনের বেলা সে অনুযায়ী আমল করত। আর বর্তমান জামানায় তোমরা জের জবর ও অক্ষরগুলোকে বেশ দুরস্ত করেছ, কিন্তু সেটাকে শাহী ফরমান মনে করছ না। কাজেই এ ব্যাপারে চিন্তা-ফিকিরও করছ না।

    সম্পাদনায়ঃ সত্যের সংবাদ।

  • সাভারের হেমায়েতপুরে পুলিশ অভিযান করে ১ দিন পর রহস্যজনক বস্তাবন্ধি এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার,আটক-২

    সাভারের হেমায়েতপুরে পুলিশ অভিযান করে ১ দিন পর রহস্যজনক বস্তাবন্ধি এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার,আটক-২

    • শেখ এ কে আজাদ,নিজেস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ

    সাভারের হেমায়েতপুর এলাকায় জাহাঙ্গীর হাজির পাঁচ তলায় ভবনে নিখোঁজে ১ দিন পর সাভার মডেল থানা পুলিশ অভিযান করেনা নাজিফা ( ৮) নামের একটি মেয়ে শিশু শিক্ষার্থীর রহস্যজনক লাশ উদ্ধার, আটক-২।

    নিহত শিশু শিক্ষার্থী নাফিজার লাশ উদ্ধার।

    নিহত শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত শিশু নাফিজা হেমায়েতপুর এলাকার গোল্ডেন বাংলা স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

    স্থানীয় সূত্রে জানায়, ২৬ ডিসেম্বর সন্ধ্যায় শিশুটি নিখোঁজ হলে সন্ধান চেয়ে চারপাশে মাইকিং করে শিশুর স্বজনরা । শিশুটি তার মা ফাতেলা বেগমের বাদী হয়ে সাভার মডেল থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।

    পুলিশ জানায়,সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ী মোল্লাপাড়া এলাকার জাহাঙ্গীর হাজীর পাঁচতলা বাড়ির একটি কক্ষ থেকে
    নিখোঁজের একদিন পরে শুক্রবার (২৭) ডিসেম্বর সন্ধ্যা ৭ টার দিকে পুলিশ খবর পেয়ে নাফিজা (৮) নামে রহস্যজনক নিহত শিশু মেয়েটির লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তারা জাহাঙ্গীর হাজীর পাঁচ তলায় ভবন ভাড়া বাসায় বাস করতো এবং সন্দেহমূলক জিজ্ঞাসাবাদের জন্য সোনালী (৩০) ও তার স্বামীকে নামে আটক করা হয়েছে।

    জানা যায়, নিহত শিশু মেয়েটির বাসায় ঐ সময় কেউ না থাকার সুযোগে মেয়েটিকে মেরে নিজের বক্স খাটের নিচে বস্তা বন্ধি করে রাখে পাশের বাড়াটিয়া সোনালী নামের মহিলা। নিহত মেয়েটির বাসায় কেউ না থাকলে সে তাকে দেখা শুনা করতো তারা। শিশু নাফিজার বাবা হাবিবুল্লাহ নিপু তিনি এক মানসিক ভারসাম্য হারিয়ে বেশ কিছুদিন যাবৎ একটি হাসপাতালে ভর্তি রয়েছে।
    শিশু মেয়েটির মা ম্যাক্স নামে একটি গার্মেন্টস কারখানায় চাকরী করে। তিনি গতকাল বাসায় ফিরে অনেক খুজাখুজির পর শিশু সন্ধান না পেয়ে সাভার মডেল থানায় নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন। পরে একদিন পর শুক্রবার ঐ ভবনে প্রতিটি ফ্লাটের ১ ঘন্টা অভিযান করে শিশুটির দেহ সোনালীর ফ্লাটের বক্সখাটের ভিতর থেকে বস্তাবন্ধি অবস্থায় উদ্ধার করে পুলিশ। নিহত নাফিজার আর এক বোন নিপা (১৪) নামে বিকেলে মাদ্রাসায় পড়তে গেলে এই সুযোগে তাকে নির্যাতন করে শ্বাসরুদ্ধ খুন করে ।

    হত্যাকারী সোনালী ও তার স্বামী মোকছেদুল ইসলামকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

    সাভার মডেল থানার এসআই এনামুল হক জানান, শিশুটির লাশ উদ্ধার করতে বাড়ির প্রতিটি ফ্লাটে অভিযান করা হয়। পরে পাশের ফ্লাটের সোনালীর রুমে বস্তাবন্ধি অবস্থায় লাশ উদ্ধার করে হত্যাকারী সোনালী ও তার স্বামী মোকছেদুল ইসলামকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। তবে শিশুটিকে নির্যাতনের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারনা।
    সাভার মডেল থানায় শিশু অপহরণ ও হত্যা মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।