আন্তর্জাতিক সত্যের সংবাদডেস্কঃ
দাবানল পরিস্থিতির অবনতি হওয়ায় অস্ট্রেলিয়ায়
ভিক্টোরিয়া রাজ্যে চরম ঝুঁকির মুখে থাকা হাজার হাজার মানুষজনকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্খা।
কর্মকর্তারা বলছেন, ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা, জোর বাতাস, বজ্রঝড় এবং বাতাসের গতিপথ পরিবর্তনের কারণে সোমবার চরম বিপদে মুখে ভিক্টোরিয়া রাজ্যে।
তাই তার আগেই রোববার ভিক্টোরিয়া রাজ্যের সব মানুষকে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্খার কমিশনার এন্ড্রু ক্রিস্প বলেছেন, ইস্ট গিপসল্যান্ড এলাকায় যারা আছেন তাদের সোমবারের সকালের মধ্যেই এলাকা ছেড়ে যাওয়া উচিত হবে।
রোববার এক মেডিয়া কনফারেন্সে ক্রিস্প বলেন, “পরিস্থিতির বিচারে এখন আমরা যেকথা বলছি সেটিই আগামীকাল রাজ্যজুড়ে আমাদেরকে মোকাবেলা করতে হবে। বিশেষ করে ইস্ট গিপসল্যান্ডে। সেখানে কেউ ছুটি কাটাতে গিয়ে থাকলেও এখন সেখান থেকে চলে যাওয়ার সময় হয়ে এসেছে। আমরা এ এলাকা থেকে আপনাদেরকে চলে যাওয়ার অনুরোধ করছি।”
ইস্ট গিপসল্যান্ডের ব্রুথেন, বুচান এবং বোনাং শহরের কাছে তিনটি জায়গায় আগুন জ্বলছে। এ আগুনই বিস্তীর্ণ অঞ্চল গ্রাস করতে পারে বলে পূর্বাভাস পাওয়া গেছে।
কর্মকর্তারা বলছেন, আগুন উপকূলের দিকে ছড়িয়ে পড়তে পারে এবং এভাবে অঞ্চলটির প্রধান সড়কের ওপর দিয়ে আগুন ছড়িয়ে পড়ে সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
ভিক্টোরিয়া রাজ্য জুড়ে আগুনের সর্বোচ্চ সতর্কতাও জারি রয়েছে। আর গোটা অস্ট্রেলিয়া জুড়েই এখনো ১০০ টির বেশি জায়গায় জ্বলছে আগুন। সবচেয়ে বেশি আগুন ছড়িয়েছে নিউ সাউথ ওয়েলসের সিডনিতে। সেখানে নতুন বছরের শুরুতে আতশবাজি না করার আহ্বান জানিয়ে পিটিশিনে সেই করেছে লাখ লাখ মানুষ।
Leave a Reply