Blog

  • সাভারের শীর্ষ সন্ত্রাসী ডজনখানী মামলার আসামী আল-আমিন তার ৩ সহযোগীকে ১৬ লাখ টাকার মাদক অস্ত্রসহ গ্রেফতার

    সাভারের শীর্ষ সন্ত্রাসী ডজনখানী মামলার আসামী আল-আমিন তার ৩ সহযোগীকে ১৬ লাখ টাকার মাদক অস্ত্রসহ গ্রেফতার

    • নিজেস্ব প্রতিবেদকঃ

    সাভারের শীর্ষ সন্ত্রাসী ডজনখানী মামলার উপরে আসামী আল-আমিন ও তার ৩ সহযোগীসহ গ্রেফতার হয়েছে। এ সময় তার নিকট থেকে সাড়ে ১৬ লাখ টাকা মূল্যের হোরাইন, ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-৪।
    র‌্যাব-৪ এ উদ্ধার অভিযানে তিনজনকে গ্রেফতার করে র‌্যাব বাদী হয়ে দারুস সালাম থানায় ২৭ ডিসেম্বর শুক্রবার দুপুরে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক দু’টি মামলা (নং-২৭ ও ২৯) দায়ের করা হয়েছে।

    র‍্যাব জানায় , রাজধানীর দারুস সালাম থানার লালকুটি এলাকার এডভোকেট রেজাউর রহমানের বাসার ভাড়াটিয়া হিসেবে আল আমিন বসবাস করতেন। গোপন সংবাদের ভিত্তিত্বে র‌্যাব-৪-এর পুলিশ সুপার নরেশ চাকমার নেতৃত্বে বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় এ বাসায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী আল-আমিনকে ৩ সহযোগীসহ আটক করা হয়। পরে আল আমিনের বাসায় তল্লাসী চালিয়ে ১৬৬ গ্রাম হেরোইন যার মূল্য আনুমানিক ১৬ লাখ ৬০ হাজার টাকা, ২ রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

    আটককৃতরা হলো, সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকার আব্দুল অলির ছেলে স্থানীয় শীর্ষ সস্ত্রাসী আল আমিন (৩৫), সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মার মোড়ের বাসিন্দা শাজাহান তালুকদারের ছেলে আলম (৪২), সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমাযেতপুরের জয়নাবাড়ি এলাকার লাবু মিয়ার ছেলে সালাউদ্দিন (৩৯) ও সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার মতি মিয়ার ছেলে (৩৫)।
    র‌্যাব জানায়, আল আমিনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একাধিক খুন, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে তাকেসহ তার তিন সহযোগিকে গ্রেফতার করা হয়েছে।

  • সাভারের জোরপুল এলাকায় ছাগল বোঝাই ট্রাক পুকুরে পড়ে নিহত-২ আরও ১০ লাখ টাকার ছাগলের মৃত্যু

    সাভারের জোরপুল এলাকায় ছাগল বোঝাই ট্রাক পুকুরে পড়ে নিহত-২ আরও ১০ লাখ টাকার ছাগলের মৃত্যু

    শেখ এ কে আজাদ,নিজেস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ

    সাভারের জোরপুল এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে ছাগল বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে নিহত-২ আরও ১০ লাখ টাকার ছাগলের মৃত্যু  হয়েছে। এসময় আহত হয়েছে আরও একজন।
    পুলিশ জানায় রাতে জয়পুরহাট থেকে ছাগল বোঝাই একটি ট্রাক রাজধানীর গাবতলীর উদ্দেশ্যে রওয়ানা হয় পরে ট্রাকটি ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় পৌছালে ট্রাকটি
    নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরে তল্লাশী চালিয়ে দু’জনের লাশ উদ্ধার করে। ট্রাকটি পুকুরে পড়ার আগে এর চালক লাফ দিয়ে কোন রকম প্রাণে বেঁচে যান। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে। ওই ট্রাকে দুই’শ দশটি ছাগল ছিলো সব গুলো ছাগল মারা গেছে। যার দাম ছিলো আনুমানিক দশ লক্ষ টাকা। নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
    এবিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন আহমেদ জানান নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

  • সাভারের গেন্ডা এলাকায় এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ৫০ বছরের ১ বৃদ্ধা আটক 

    সাভারের গেন্ডা এলাকায় এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ৫০ বছরের ১ বৃদ্ধা আটক 

    নিজেস্ব প্রতিবেদক,সাভারঃ

    ঢাকার সাভারে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ জন ৫০ বছরের বৃদ্ধধাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
    সাভারে নামা গেন্ডা বটতলায় এলাকায় শুক্রবার দুপুরে ৪ বছরের শিশু ধর্ষণের চেষ্টা অভিযোগ আটক একজন।

    সাভার মডেল থানার উপপরিদর্শক আসাদ বলেন শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ জনকে আটক করে সাভার মডেল থানায় আনা হয়েছে। তিনি আরও বলেন শিশু ধর্যনের চেষ্টায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

  • ‘টক অব দ্য সাভার’ শীত বস্ত্র বিতরণে মহিলা ভাইস চেয়ারম্যানের নামে অনিয়মসহ আলোচনা ও সমালোনার ঝড়

    ‘টক অব দ্য সাভার’ শীত বস্ত্র বিতরণে মহিলা ভাইস চেয়ারম্যানের নামে অনিয়মসহ আলোচনা ও সমালোনার ঝড়

    • ষ্টাফ রিপোর্টারঃ

    ঢাকার সাভারে শীত বস্ত্র বিতরণে অনিয়ম ও দলীয় নেত্রীদের মাঝে বিতরণে অভিযোগ উঠেছে আর কম্বল বিতরণে আলোচনা ও সমালোচনার ঝড় সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমির বিরুদ্ধে।

    বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে এবারের শীতে সাধারন গরীব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণের জন্য সারা বাংলাদেশের ন্যায় সাভারে কম্বল বিতরণ করা হচ্ছে।

    কিন্তু অসহায় ও গরীব মানুষকে না দিয়ে স্থানীয় নেত্রীদেরকে দিয়ে অন্যায় অপরাধ করেছেন বলে জানিয়েছেন অনেকে।

    সাভারে কম্বল বিতরনের ছবি নিউজ গার্ডেন নামকসহ একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আলোরন সৃষ্টি করেছে ঐ মহিলা ভাইস চেয়ারম্যান সুমির।
    বর্তমানে কম্বল বিতরনের অনিয়মের অভিযোগ বিভিন্ন ফেসবুকে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমির বিরুদ্ধে ‘টক অব দ্য সাভার’ আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

    ধারাবাহিকতায় সাভারে কম্বল বিতরণের জন্য সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের মাধ্যমে গরীব,অসহায় ও দুঃখী মানুষের মাঝে সরকারি কম্বল বিতরণ করা জন্য কম্বল বরাদ্দ দেওয়া হয়েছিলো। তা না করে দলীয় নেত্রীদের দেওয়া অন্যায় বলে অভিযোগ উঠেছে।

    গতকাল বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তার বাস ভবনে দলীয় নেত্রীদের মাঝে কম্বল বিতরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফেসবুকে পোস্ট করে ইয়াসমিন আক্তার সুমি। মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমির মুঠোফোনে কম্বল বিতরণের বিষয়ে জানতে চাইলে তার মঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।

    সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান এর মোবাইল ফোন বন্ধ থাকার কারনে যোগাযোগ করা যায়নি এবং তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    সাভার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এর ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় তিনি গতকাল আনুমানিক ৫০ টির মতো কম্বল দলীয় নেত্রীদের হাতে দিয়েছিলেন অসহায় ও গরীব মানুষকে বিতরণে জন্য। ঢাকা জেলা মহিলা লীগের আহবায়ক আলেয়া বেগমসহ কয়েকজন নেত্রিকে কম্বল গ্রহন করতে দেখা গেছে।

  • ধামরাইয়ে তিনটি বেকারিতে র‍্যাব-৪ এর অভিযানে ৮ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানাসহ ১লক্ষ টাকার ভেজাল খাদ্যদ্রব্য ধ্বংস

    ধামরাইয়ে তিনটি বেকারিতে র‍্যাব-৪ এর অভিযানে ৮ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানাসহ ১লক্ষ টাকার ভেজাল খাদ্যদ্রব্য ধ্বংস

    • শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদকঃ

    ঢাকার ধামরাইয়ে ভেজাল বিরোধী অভিযানে তিনটি বেকারীতে  গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ ও র‌্যাব-৪, নবীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল মেজর শিবলী মোস্তফা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এর অভিযানে ২৬ বৃহস্পতিবার বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ধামরাইয়ের ধুলিভিটা এবং লাকুরিয়াপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি হচ্ছিলো।ভেজাল বিরোধী অভিযানে তিনটি বেকারীর কাছ থেকে ৮,৫০,০০০/- টাকা অর্থদন্ড আদায় সহ প্রায় ১লক্ষ টাকার ভেজাল খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়েছে।

    ধামরাইয়ে ধুলিভিটা এবং লাকুরিয়াপাড়া এলাকায় মোবাইল কোর্ট পলিচালনা করে বন্ধু ফুড প্রোডাক্টস এর মালিক মোঃ এরশাদ সরকার (৩৫), পিতা- আবুল সরকার, ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা, মোঃ জাহেদুল ইসলাম (ম্যানেজার), ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, হাবিবা বেকারী এর মালিক মোঃ ইকবাল হোসেন নিকট হতে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ) হাজার টাকা এবং তিতাস বেকারী এর মালিক মোঃ আবু তাহের (২৯), এর নিকট হতে ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা সহ সর্বমোট ৮,৫০,০০০/- (আট লক্ষ পঞ্চাশ) হাজার টাকা অর্থদন্ড আদায় করে।

    এছাড়া বিএসটিআই এর লাইসেন্সবিহীন
    ১) পাউরুটি ৪০০ পিস, ২) টোস্ট বিস্কুট ১০০ কেজি, ৩) ডালডা ২৫ কেজি, ৪) সমুচা ২০০ পিস, ৫) পোড়া তেল ৬০ লিটার, ৬) সিংগারা ৫০০ পিস, ৭) ময়দার খামি ৫০ কেজি, ৮) কেক ৫০ পিসসহ আরো অনেক উৎপাদিত অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মালামালের ৭০,০০০/- টাকা মূল্য ছিলো। অস্বাস্থ্যকর পরিবেশে এবং ভেজাল খাদ্যদ্রব্য তৈরী করার অপরাধে মোবাইল কোর্ট মামলা নং- ০৯/১০/১১, তারিখঃ ২৬/১২/২০১৯, ধারাঃ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা, বিএসটিআই আইন ২০১৮ এর ১৫(১) এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৩ ধারায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৪
    কোম্পানী কমান্ডার,উপ- পরিচালক মেজর শিবলী মোস্তফা জানান এমন অবৈধ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি হচ্ছিলো এমন সংবাদে কারখানাগুলো অভিযান করা হয় এসময় ৮ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয় এবং ঐ সময় উৎপাদিত অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য ধ্বংস হয়।

  • সূর্যগ্রহণের জন্য বন্ধ ছিলো রাজ্যের সতীপীঠ সহ বেশ কয়েকটি মন্দির

    সূর্যগ্রহণের জন্য বন্ধ ছিলো রাজ্যের সতীপীঠ সহ বেশ কয়েকটি মন্দির

    • আন্তর্জাতিক সত্যেরসংবাদডেক্সঃ

    বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০১৯ সূর্যগ্রহণের জন্য বন্ধ ছিলো তারাপীঠ মন্দির। তারাপীঠ ছাড়াও রীতি মেনে রাজ্যের বাকী সতীপীঠগুলিও বন্ধ থাকবে গ্রহণের সময়। আজ বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৮টা ২৭ মিনিট থেকে শুরু হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ। সকাল ৯টা ৫৩ মিনিটে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় বলয়গ্রাস। এই গ্রহণ ছাড়বে সকাল ১১টা ৩২ মিনিটে।

    তিন ঘণ্টা আট মিনিটের সময়কালে বন্ধ রাখা হয়েছিলো মন্দির জানিয়েছে ভারতের একটি সংবাদমাধ্যেম।

    আকাশ মেঘলা থাকায় গ্রহণ দেখতে পারেননি জেলার লোক
    কলকাতা সহ পুরো রাজ্যেই এই বলয়গ্রাস দেখেছে মানুষ। যদিও দক্ষিণবঙ্গে হুগলি, আরামবাগ ও অন্যান্য কয়েকটি জায়গায় বৃষ্টির জেরে সূর্যগ্রহণ দেখতে পায়নি মানুষ। আকাশ মেঘলা থাকাতেই আশাহত হতে হয় জেলার মানুষদের। কলকাতাতেও আকাশ মেঘলা ছিল তবে কলকাতা থেকে দেখা যায় সূর্যগ্রহণ।

    দেশের সর্বত্রই দেখা যায় গ্রহণ
    দেশের অন্য প্রান্তেও দেখা যাচ্ছে এই বলয়গ্রাস। মেঙ্গালুরু, তিরুচিনাপল্লি, ওয়াইনাড, কোঝিকোড়, উটি, আহমেদাবাদ, বেঙ্গালুরু, মুম্বই থেকে এই সূর্যগ্রহণ দেখতে পাচ্ছে মানুষরা। তামিলনাড়ুর আকাশেও এই সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেন মানুষরা। সাধারণ মানুষ ও জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে গ্রহণ ঘিরে উৎসাহ চোখে পড়ার মতো।

    বন্ধ পুরীর মন্দির ও ওড়িশার সরকারি দফতর
    এদিকে সূর্যগ্রহণ ঘিরে ওড়িশায় ঘোষিত হয়েছে ছুটি। ওড়িশার নবীন পট্টনায়কের সরকার এই মর্মে সমস্ত জেলার প্রশাসনকে নির্দেশ পাঠিয়ে ছুটি ঘোষণা করে দিয়েছে। এদিকে ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরেও একাধিক বন্দোবস্ত রাখা হয়েছে এমন ঘটনা ঘিরে। শুধু তারাপীঠ বা শুধু পুরী নয়, দেশের বিভিন্ন জায়গার মন্দির বন্ধ রাখা হয়েছে গ্রহণ চলাকালীন।

  • মাহেন্দ্র ক্ষণ অপেক্ষায় সূর্য গ্রহন ‘রিং অফ ফায়ার’ নিকট থেকে দেখল মধ্যপ্রাচ্যের দুবাই

    মাহেন্দ্র ক্ষণ অপেক্ষায় সূর্য গ্রহন ‘রিং অফ ফায়ার’ নিকট থেকে দেখল মধ্যপ্রাচ্যের দুবাই

    • আন্তর্জাতিক সত্যেরসংবাদডেক্সঃ

    যে সময়ের জন্য বেশ কিছুদিন ধরে অপেক্ষা করেছিল গোটা বিশ্ব। ২০১৯ সালের শেষ তথা দশকের শেষ সূর্যগ্রহণ উপস্থিত ২৬ ডিসেম্বর। আর এমন দিনে যে আরব সাম্রাজ্যের দুবাই অভাবনীয় একটি দৃশ্য ১৭২ বছর পর দেখবে, তা আগেই ভবিষ্যদ্বাণী করা ছিল। একনজরে দেখে নেওয়া যাক, দুবাইয়ে ‘রিং অফ ফায়ার’ কেমন ছিল।

    শান্ত স্নিগ্ধ ছায়া তাক লাগানো দৃশ্য!
    সূর্যের তেজ যেন ঢেকে দিয়েছে চাঁদের শান্ত স্নিগ্ধ ছায়া। আর সেই ছায়ার চারপাশ দিয়ে বেরিয়ে আসছে দৃপ্ত এক আলো! এই অপূর্ব দৃশ্যই ‘রিং অফ ফায়ার’। যা নিয়ে গত কয়েক মাসে বহু আলোচনা হয়েছে জ্যোতির্বিজ্ঞানী মহলে।

    ‘রিং অফ ফায়ার’আলোর আংটি!অবশেষে উপস্থিত সেই মাহেন্দ্র ক্ষণ।
    দুবাই এদিন সকালেই সাক্ষী থাকে এক ‘রাতের’। যে রাতের কালো অন্ধকারের মধ্যে আকাশে মগাজাগতিক এক দৃশ্য জন্ম নেয়। আর সেটাই ‘রিং অফ ফায়ার’। সূর্যের ওপর চাঁদের ছায়া, আর তার মাঝ খান দিয়ে বেরিয়ে আসছে সূর্যের আলোর দৃপ্তি। এই অপূর্ব দৃশ্য ১৭২ বছর পর ফের দেখল আরব দুনিয়ার এই শহর।

    নজর ছিলো শুরুর সময়!
    যখন এই গ্রহণ শুরু হয়, তখন সকলেরই নজর ছিল দুবাইয়ের দিকে। কার্যত ইতিহাসকে আরও একবার বাস্তবের মাটিতে দেখতে পেয়েছে দুবাই। আর সেই ১৭২ বছরের পুরনো দৃশ্য ফের একবার ২০১৯ সালের শেষ সূর্যগ্রহণে উঠে আসতেই তা ক্যামেরাবন্দি হয়।

  • ৩ জানুয়ারি তিন শতাধিক চাষীর অংশ গ্রহনে বিএফএফ’র উদ্যোগে এক চাষী প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলন অনুষ্ঠিত হবে -আহসানুল আলম জন

    ৩ জানুয়ারি তিন শতাধিক চাষীর অংশ গ্রহনে বিএফএফ’র উদ্যোগে এক চাষী প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলন অনুষ্ঠিত হবে -আহসানুল আলম জন

    • মোঃ রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ ব্যুরোঃ

    দেশের মৎস্য চাষে নবদিগন্ত সূচনা করতে কাজ করছেন বাংলাদেশ ফিশ ফারমারস এ্যসোসিয়েশন। এ লক্ষ্যে আগামী ৩ জানুয়ারী বাংলাদেশ মৎস্য গবেষনা ইন্সটিটিউটে তিন শতাধিক চাষীর অংশ গ্রহনে এক প্রশিক্ষণ কর্মশালা ও বর্ণাঢ্য চাষী সম্মেলনের আয়োজন করা হয়েছে।
    ওই কর্মশালায় নেদারল্যান্ডের অভিজ্ঞ প্রশিক্ষক অংশ গ্রহন করবেন।

    এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ফিশ ফারমারস এ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক আহসানুল আলম জন।

    তিনি আরো জানান, প্রান্তিক পর্যায়ের খামারিদের একটা প্লাটফর্মে এনে অধিকার প্রতিষ্ঠা এবং সিন্ডিকেট মুক্ত মৎস্য খামার পরিচালনার মাধ্যমে দেশের কৃষি নির্ভর অর্থনীনিতিতে মৎস্য সেক্টরকে আরো উচ্চতর অবস্থানে নিয়ে যাওয়াই ফিশ ফারমারস এ্যসোসিয়েশনের মূল লক্ষ্য। কারণ বিশ্ব দরবারে বাংলাদেশকে মৎস্য চাষের এক গুরুত্বপূর্ন দেশ হিসেবে মূল্যায়ন করা হয়। ফলে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, বৈদেশিক মুদ্রা আহরণ, কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে মৎস্য সেক্টর দেশের এক সম্ভাবনাময় খাত হিসাবে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে। কিন্তু রেণু উৎপাদনে সঠিক মান নিয়ন্ত্রন জ্ঞানের অদক্ষতা ও মাছের খাবার তৈরীতে মানসম্পন্ন কাচাঁমাল ব্যবহার না করার কারণে প্রায়ই ক্ষতিগ্রস্থ হচ্ছেন প্রান্তিক চাষী ও খামারীরা। ফলে মৎস্য খাতে নবদিগন্তের সূচনা করতে হলে এই দুটি বিষয় জবাবদিতার পর্যায়ে আনা এখন সময়ের দাবি।
    কিন্তু সম্ভাবনাময় এ মৎস সেক্টরকে আঞ্চলিক ভাবে বিভক্ত করে একটি সুবিধাবাদী মহল নিজেদের প্রভাব সৃষ্টি করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও দাবি একাধিক সূত্রের।
    অভিযোগ উঠেছে, ময়মনসিংহ অঞ্চলের গুটি কয়েক তথাকথিত হ্যাচারি মালিক যাদের মানসম্মত পোনা উৎপাদন নিয়ে যথেষ্ট সন্দেহ আছে তারা এই সম্মেলন বাঁধাগ্রস্থ করতে নেপথ্যে কলকাঠি নাড়ছে। যা দেশের মৎস্য বিপ্লবে প্রতিবন্ধকতার শামিল।
    বাংলাদেশ ফিশ ফারমারস এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আহসানুল আলম জন বলেন, ‘১৯৭২ সালে সামুদ্রিক মৎস্য আহরণের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্যোগ গ্রহন করে বলেন ‘মাছ হবে দেশের দ্ধিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ।’ জাতির জনকের সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সিন্ডিকেটমুক্ত মৎস্য সেক্টর গড়ে তোলার জন্যই এ প্রশিক্ষণ কর্মশালা ও বর্ণাঢ্য চাষি সম্মেলনের আয়োজন করা হয়েছে। আশা করছি খামারীদের সাথে একমত পোষন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাই এগিয়ে আসবেন বলে অনুরোধ করেছেন।

  • আজ আকাশে সূর্যগ্রহন

    আজ আকাশে সূর্যগ্রহন

     

    ১৭২ বছর আগের দেখা সূর্যগ্রহণের দৃশ্য বাংলাদেশের মানুষ দেখিছিলো বলে জানা গেছে। ঢাকায় সূর্যগ্রহণ শুরু হয় বিএসটি সময় বৃহস্পতিবার ৯টা ৪ মিনিট ১৮ সেকেন্ডে এবং শেষ হয় ১২টা ৬ মিনিট ৪২ সেকেন্ডে। আর একটি তথ্য মতে সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে বেলা ২টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। এ সূর্য গ্রহণের সময় সূর্যের চারপাশে আগুনের বলয়। বিজ্ঞানীরা যাকে বলেন ‘রিং অব ফায়ার’।
    আয়ুর্বেদ শাস্ত্র সূর্যগ্রহণ চলাকালীন খাবার খেতে বারণ করেছে। একমাত্র বৃদ্ধ, অসুস্থ ও গর্ভবতী মহিলারা হালকা খাবার নিতে পারবেন বলে বলা আছে।সূর্য ও চন্দ্র যখন গ্রহনের সময় হয় তখন আমাদের নবীর (সা.) চেহারা ভয়ে বিবর্ণ হয়ে যেতো। তখন তিনি সাহাবীদের নিয়ে জামাতে নামাজ পড়তেন। কান্নাকাটি করতেন। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন।দশম হিজরীতে যখন পবিত্র মদীনায় সূর্যগ্রহণ হয়, রাসূল (সা.) ঘোষণা দিয়ে লোকদেরকে নামাজের জন্য সমবেত করেছিলেন। তারপর সম্ভবত তার জীবনের সর্বাধিক দীর্ঘ নামাজের জামাতের ইমামতি করেছিলেন। এ সময় মহান আল্লাহর নাম বেশি স্মরন করবেন।

    –বিশেষজ্ঞদের মতে খালি চোখে সূর্যগ্রহন দেখতে নিষেধ করেন।

    আল্লাহ এক তার কোন শরীক নেই। তিনি সকল কিছু সম্পর্কে জানেন এবং দেখেন। তাই সৃষ্টিকুলে আমাদের জন্য যা কিছু রেখেছেন তার জন্য আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া আদায় করছি–আমিন।

  • সাভারে র‍্যাব-৪’র অভিযানে ১৫৫০ টি ফেনসিডিল বোতল, কাভার্ডভ্যান জব্দসহ ২ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার

    সাভারে র‍্যাব-৪’র অভিযানে ১৫৫০ টি ফেনসিডিল বোতল, কাভার্ডভ্যান জব্দসহ ২ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার

    • শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ

    সাভারে র‍্যাব-৪ অভিযান চালিয়ে ১ হাজার ৫৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে সাভার বাসষ্ট্যান্ড সংলগ্ন ইউসুফ টাওয়ারের সামনে থেকে ফ্রেন্সিডিল বহন কারী নীল রঙের একটি কাভার্ডভ্যান জব্দ করাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার ভাটাপাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ সেলিম ও একই এলাকার নাজিরপুর গ্রামের মোঃ মোজাম্মেল ওরফে মোজাফফরের ছেলে মোঃ রাব্বানী।

    র‌্যাব-৪ নবীনগর ক্যাম্পে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এসময় একটি নীল রঙের কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫৫০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। মাদক চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রির উদ্দেশ্যে তারা এই ফেনসিডিল গুলো এনেছিলেন।

    র‌্যাব-৪ সাভার নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত দিয়ে ভারতীয় এই ফেন্সিডিল আমদানী করে ঢাকার বিভিন্ন জায়গায় খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করে বলে স্বীকার করেছে ২ মাদক বয়বসায়ী। সাভার মডেল থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।