সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে ৩ টি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
হাইকোর্টের নির্শেশ হলে স্বাস্থ্য বিভাগ নড়েচড়ে বসেছে। তারই ধারাবাহিকতায় সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগের চলমান অভিযানে আজ ৩ টি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে। রবিবার (২৯) সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকটি হাসপাতাল পরিদর্শনকালে নানা অনিয়ম অনুমোদহীন তিনটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।
সিলগালা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো,সাভার পৌর এলাকায় গেন্ডা অবস্থিত দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, উলাইল বাজার এলাকায় যমুনা হাসপাতাল এন্ড ফিজিও থেরাপী স্পীচ সেন্টার এবং তেঁতুলঝোড়া জয়নাবাড়ী হেমায়েতপুর মহল্লায় কেয়ার ডায়াগনস্টিক এন্ড কলসাল্টেশন সেন্টার। এসময় আরো দুটি হাসপাতালকে সতর্ক করা হয়।
এ অভিযানের নেতৃত্ব দেন সাভার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের এনেস্থিসিয়া বিভাগের ডাক্তার নাজমুল হুদা মিঠু। এসময় আরো উপস্থিত ছিলেন,ডাঃ নাঈমুর রহমান,ডাঃআশরাফুল আলম ও সিনেটারী বিভাগের কর্মকর্তা মোজাম্মেল হোসেনসহ সাভার মডেল থানার পুলিশ।
ডাক্তার নাজমুল হুদা মিঠু বলেন,চলমান অভিযানের অংশ হিসেবে কয়েকটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হলে এর মধ্য ৩ টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে। দুটি হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে সতর্ক করা হয়েছে।তিনি আরো বলেন এ অভিযান অব্যাহতভাবে চলমান থাকবে।
Leave a Reply