গরু চুরির মামলায় সাভারে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

গরু চুরির মামলায় সাভারে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক;ঢাকার ধামরাইয়ে কয়েকটি একলাকায় গরুচুরির মামলায় সংশ্লিষ্টতা পেয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি বাবলী আক্তারকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

বুধবার (২ নভেম্বর) ভোর রাতে অভিযান চালিয়ে সাভার পৌর এলাকার রেডিওকলোনী নয়াবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।

তিনি বলেন, ধামরাইয়ে বিভিন্ন সময় গরু চুরির ঘটনা ঘটে থাকে। গরু চোরে ঘটনায় থানায় মামলা । ওই মামলা গুলোতে তদন্ত করতে গিয়ে দেখা যায় বাবলি আক্তার গরুগুলি তার হেফাজতে রেখে বিক্রি করতেন। গরু চোরের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

যোগাযোগ করা হলে ধামরাই থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, গরুচুরির মামলায় এর আগে আমরা দুইজনকে গ্রেফতার করি। তাদের জিজ্ঞাসাবাদে বাবলি আক্তারের সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং তাকে গ্রেফতার করা হয়।

বাবলী আক্তার নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে এবং সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, লিখাপড়ার পাশাপাশি বাবলী আক্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদকের দ্বায়িত্ব পালন করছে । বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম।

তিনি বলেন, তাকে গ্রেফতারের বিষয়টি শুনেছি। তদন্ত করে দেখবো অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

বাবলী আক্তার ঢাকা জেলা উত্তর মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি রয়েছেন । বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মো: মুরাদ শেখ ।

তিনি বলেন, নারী নেত্রীর এমন খবরের বিষয়টি উদ্বেগের। এর আগে তার বিরুদ্ধে এমন কোন অভিযোগ আমরা পায়নি। পেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

 

 

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *