Blog

  • সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করলেনঃ চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করলেনঃ চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করলেনঃ চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করলেনঃ চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচীর চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২৮ জুলাই গরীব ও অসহায়দের কে জনপ্রতি ১০ কেজি করে ১৬৪৯জনের মাঝে চাল বিতরন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর।
    সাভারে দুঃস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণের সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর জানান, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ২০২০-২০২১ ইং অর্থ বছরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জন প্রতি ১০ কেজি করে ভিজিএফ এর চাল গরীব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

    অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, করোনা ভাইরাস মোকাবেলা তার মানবিক সহায়তা,ভাড়া মওকুফ,সচেতনতা ও প্রধানমন্ত্রীর ত্রান সহায়তা দিয়ে এলাকার মানুষের পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
    তিনি ভাড়াটিয়াদের করোনা ভাইরাসে লকডাউনের সময় স্থানীয় ভাড়ির মালিকদের ভারা মওকুফের জন্য অনুরোধ করলে তারা মানবিক অনুরোধ রক্ষা করেছেন।

  • সাভার রেডিও কলোনি মাঠে পশুর হাট উদ্বোধন করলেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান

    সাভার রেডিও কলোনি মাঠে পশুর হাট উদ্বোধন করলেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান

    সাভার রেডিও কলোনি মাঠে পশুর হাট উদ্বোধন করলেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভারে একটি গরুর হাট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিওকলোনী এলাকায় ফিতা কেটে এ গরুর হাট উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
    উদ্বোধনী অনুষ্ঠানে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্ল্যা,আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর,উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ঢাকা আরিচা মহাসড়কের পাশে হওয়ায় এ গরুর হাটটিতে ক্রেতা সমাগম বেশী লক্ষ করা গেছে । হাটটিতে নিরাপত্তা ব্যবস্থা ভালো হওয়ায় ক্রেতা বিক্রেতারা সহজেই গরু ছাগল বেচা কেনা করতে পারছেন।

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ফুসফুস ক্যান্সারে মৃত্যু

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ফুসফুস ক্যান্সারে মৃত্যু

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ফুসফুস ক্যান্সারে মৃত্যু

    আন্তর্জাতিক ডেক্স সংবাদঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মোজাম্মেল হক চৌধুরী আর নেই। অস্ট্রেলিয়ার প্রবাসী তিনি।

    তিনি সোমবার সকালে সিডনির সন্নিকটে ব্যাথার্স্টে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৩ বছর যাবত ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই মেয়ে রেখে গেছেন।

    তিনি ও তার স্ত্রীও একই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।
    মোজাম্মেল প্রায় ৫ বছর আগে পিএইচডি করার উদ্দেশে ব্যাথার্স্টে অবস্থিত চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটি আসেন। সম্প্রতি তার পিএইচডি সম্পন্ন হয়। পিএইচডি করাকালীন সময়ে বছর তিনেক আগে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে।

    পরে সেটা মস্তিষ্কে ছড়িয়ে পড়ে দিন দিন তার অবস্থার দ্রুত অবনতি হতে থাকে এক পর্যায়ে অস্ট্রেলিয়ার চিকিৎসকরা তার সুস্থ হওয়ার আশা ছেড়ে দেন।
    তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। আগামীকাল সিডনির মাউন্ট ড্রুইটের স্থানীয় মসজিদে তার জানাজা শেষে স্থানীয় সেমিট্টিতেই দাফন করার কথা রয়েছে।

  • ধামরাই  ছুরিকাঘাতে নয়ারহাটের মাছ ব্যবসায়ীর মৃত্যু,আহত দুই

    ধামরাই  ছুরিকাঘাতে নয়ারহাটের মাছ ব্যবসায়ীর মৃত্যু,আহত দুই

    ধামরাই  ছুরিকাঘাতে নয়ারহাটের মাছ ব্যবসায়ীর মৃত্যু,আহত দুই

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে ডাকাতের ছুড়িকাঘাতে কালিপদ হালদার (৪৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই মাছ ব্যবসায়ী। নিহত মাছ ব্যবসায়ী কালিপদ হালদার আশুলিয়ার নয়ারহাটের চাকলগ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আহত ব্যবসায়ীদের পরিচয় জানা যায় নি।

    মঙ্গলবার ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের কেলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

    পুলিশ জানায়, ভোর রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে তিন জন মাছ ব্যবসায়ী মাছ ক্রয়ের উদ্দেশ্য ট্রাকে করে আরিচা যাচ্ছিলেন। ট্রাকটি ধামরাইয়ের কেলিয়া এলাকায় পৌছলে একদল ডাকাত গতিরোধ করে এবং তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসার মুলধন লুট করার চেষ্টা করে। এসময় তারা টাকা দিতে রাজি না হওয়ায় ছুরিকাঘাত করে তাদের আহত করে ঢাকাতরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক কালিপদ হালদারকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতের পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় তার।

    এ ব্যাপারে ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হবে । এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে ।

  • ধামরাইয়ে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আটক করেছে র‍্যাব

    ধামরাইয়ে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আটক করেছে র‍্যাব

    ধামরাইয়ে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আটক করেছে র‍্যাব

    ধামরাইঃধামরাইয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য সন্দেহে পাঁচ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটককৃতদের নিকট হতে উগ্রবাদী বই, লিফলেট, ডিজিটাল কনটেন্টসহ মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

    সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর এএসপি জিয়াউর রহমান চৌধুরী।

    আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের মো. মিজানুর রহমান পলাশ (৩৫), মো. দুরুল হুদা (৪৪), মো. আব্দুর রশিদ (২১), মো. রাসেল (৩৭) ও মো. আব্দুল হাই (৪০)।

    র‌্যাব সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার ধমরাইয়ের ঢুলিভিটা এলাকায় রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এদের আটক করা হয়। তারা সাভার ও ধামরাই এলাকার ‘সাথি-বন্ধু’দের সঙ্গে দেখা সাক্ষাৎ ও বৈঠক করার জন্য ধুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় মিলিত হওয়ার চেষ্টা করছিল।

    সন্দেহভাজন এই জঙ্গিদের সম্পর্কে এএসপি জিয়াউর রহমান বলেন, তারা সদস্যদের কাছ থেকে ইয়ানত (তহবিল) সংগ্রহ করতেন। এই দলের সদস্যরা বিভিন্ন প্রটেক্টিভ অ্যাপ ব্যবহার করে গোপন গ্রুপ তৈরি করে উগ্রবাদী সংবাদ, বই, উগ্রবাদে উদ্বুদ্ধ করে এমন ভিডিও আপলোড ও শেয়ার করে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করছিল। এদের মধ্যে চার জন আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনের নতুন সদস্য সংগ্রহ শাখার কর্মী। সদস্য সংগ্রহের জন্য তারা জেলায় জেলায় ভ্রমণ করতেন।

    আটকদের মধ্যে মিজানুর রহমান পলাশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংগঠনের সক্রিয় সদস্যদের মধ্যে অন্যতম এবং তিনি চাপাইনবাবগঞ্জ এলাকায় আনসার আল ইসলামের অন্যতম সমন্বয়ক হিসেবে কাজ করে আসছেন বলে স্বীকার করেছেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। মো. দুরুল হুদা পেশায় শিক্ষক। তিনি জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একজন সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন সংগঠনে জড়িত রয়েছেন। বিভিন্ন মাধ্যম থেকে আনসার আল ইসলামের বিভিন্ন ভিডিও, বইপত্র, মোবাইল অ্যাপস সংগ্রহ করে নতুন সদস্যদের মোটিভেট এবং অর্থ সাহায্য করতেন তিনি।

    মো. আব্দুর রশিদ পেশায় একজন রাজমিস্ত্রী। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম চাপাইনবাবগঞ্জ এলাকার অন্যতম সমন্বয়ক। মো. মিজানুর রহমান পলাশের মাধ্যমে আনসার আল ইসলামে তিনি যোগদান করেন। বর্তমানে তিনি আনসার আল ইসলামের একজন সক্রিয় সদস্য।

    মো. রাসেল পেশায় একজন ওয়াকর্শপ মিস্ত্রী। মো. মিজানুর রহমান পলাশ এবং মো. দুরুল হুদার অনুপ্রেরণায় আনসার আল ইসলামের একনিষ্ঠ সদস্য হিসাবে অনেকদিন ধরে কাজ করে আসছেন। তিনি সদস্যদের কাছ থেকে নিয়মিত চাঁদা উত্তোলন করে দুরুল হুদাকে দিতেন এবং আনসার আল ইসলামের অর্থ শাখার একজন সক্রিয় সদস্য।

    আব্দুল হাই পেশায় পেশায় একজন গ্রাম্য চিকিৎসক। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম চাপাইনবাবগঞ্জ এলাকার অন্যতম সমন্বয়ক মো. মিজানুর রহমান পলাশের মাধ্যমে আনসার আল ইসলামে যোগদান করেন।

    র‌্যাব-৪ এর এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান, আটকরা নিয়মিতভাবে তাদের সদস্যদের কাছ থেকে মেহেনতের মাধ্যমে ইয়ানত সংগ্রহ করে। এই দলের সদস্যরা অ্যান্ড্রয়েড মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে বিভিন্ন প্রটেক্টিভ অ্যাপস ব্যবহার করে বিভিন্ন গোপন গ্রুপ তৈরি করে উগ্রবাদী সংবাদ, বই, উগ্রবাদে উৎসাহ মূলক ভিডিও আপলোড ও শেয়ার করে নিয়মিত নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে আসছিলেন। এদের মধ্যে চারজন আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনের নতুন সদস্য সংগ্রহ শাখার কর্মী। তারা নিয়মিত ০৮/১০ জন দেশের বিভিন্ন জেলায় তাদের দলের সদস্যদের সঙ্গে গোপন বৈঠকের জন্য গমন করে নতুন নতুন সদস্য সংগ্রহ করে থাকে।

    তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পলাতকদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা। ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান জিয়াউর রহমান।

  • সাভারের রেডিও কলোনিতে জমে উঠেছে ঈদের পশুরহাট,পরিদর্শন করলেন চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব

    সাভারের রেডিও কলোনিতে জমে উঠেছে ঈদের পশুরহাট,পরিদর্শন করলেন চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব

    সাভারের রেডিও কলোনিতে জমে উঠেছে ঈদের পশুরহাট,পরিদর্শন করলেন চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃঈদুল আযহা উপলক্ষে রেডিও কলোনি ষ্টাফ কোয়ার্টার মাঠে পশুরহাট জমে উঠেছে। সোমবার রাতে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। এসময় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাভার পৌর অনুমোদিত হাটটিতে

    পশুর হাটে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন রাখতে সিসি ক্যামেরায় মনিটরিং করা হয়েছে, রয়েছে পুলিশ সদস্যরা।


    পশুর হাটের ব্যবসায়িরা জানিয়েছেন ক্রেতাসমাগম লক্ষ করা গেছে অনেকেই লাভে পশু বিক্রি করছে। ক্রেতারাও তার সাধ্যমত দাম দিয়ে পশু কিনে খুশি।

  • সাভারে স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    সাভারে স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    সাভারে স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    শেখ এ কে আজাদ : সাভারে নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
    এ উপলক্ষে সোমবার দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ।
    পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হেমায়েতপুর এলাকায় সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

    এসময় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, সহ সভাপতি মাহবুবা পারভীন, রঞ্জিত সাহা, রঞ্জন দাস রুনু, দপ্তর সম্পাদক টিপু সুলতান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রতন সাহা, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শহিদুল্লাহ মুন্সী, সাধারণ সম্পাদক আব্দুল খালেক মোল্ল্যাসহ ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেকক লীগ এর অন্তর্গত সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

    এছাড়া দিনব্যাপী সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে দোয়া মাহফিল করেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

  • সাভারে অবৈধ ভাবে নকল পণ্য  তৈরি করার অভিযোগে দুটি কারখানায় জরিমানা করেছে র‍্যাব ৪

    সাভারে অবৈধ ভাবে নকল পণ্য তৈরি করার অভিযোগে দুটি কারখানায় জরিমানা করেছে র‍্যাব ৪

    অবৈধ ভাবে নকল পণ্য তৈরি করার অভিযোগে দুটি কারখানায় জরিমানা করেছে র‍্যাব ৪

    নিজস্ব প্রতিবেদকঃ
    সাভারে অবৈধ ভাবে নকল পণ্য তৈরি করে বাজারে বিক্রি ও স্বাস্থ্য বিধি না মেনে ঔষধ তৈরি করার অভিযোগে দুটি কারখানায় অভিযান পরিচালনা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

    সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া ও সাধাপুর পুরানবাড়ি এলাকায় ওই দুটি কারখানায় অভিযান পরিচালনা করেন র‌্যাব ৪ এর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান।
    র‌্যাব ৪ জানায়,বনগাঁও ইউনিয়য়ের গান্ধারিয়া এলাকায় ইয়ামিন ক্যামিকেল কারখানার মালিক জিয়াউর রহমান দীর্ঘ দিন ধরে প্রশাসনের চোখ ফাকি দিয়ে হেক্সিসলসহ বেশ কয়েকটি পণ্য নকল ভাবে তৈরি করে বাজারে বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। পরে সোমবার সকালে ওই কারখানায় অভিযান চালিয়ে নকল পণ্য তৈরি করার অভিযোগে কারখানাটির মালিক জিয়াউর রহমানকে নগদ দুই লক্ষ টাকা জরিমানা করেন ও অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করেন র‌্যাবের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান।

    ওই কারখানায় অভিযান শেষে একই ইউনিয়নের সাধাপুর পুরানবাড়ি এলাকায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে স্বাস্থ্য বিধি না মেনে ঔষধ তৈরি করার অভিযোগে ইউনিয়ন ফ্যার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানার ম্যানেজার নুরুন্নবীকে নগদ এক লক্ষ টাকা জরিমানা করেন ও অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করেন। সেই সাথে কারখানার মালিক দুটিকে সর্তক করে দেওয়া হয়েছে বেআইনি কাজ থেকে বিরত থাকতে।
    অভিযান পরিচালনার সময় এসময় র‌্যাব ৪ এর সিনিয়র এএসপি উনুমংসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • মহামারি করোনায় থেমে নেই স্বাস্থ্য কর্মীদের সেবাদান

    মহামারি করোনায় থেমে নেই স্বাস্থ্য কর্মীদের সেবাদান

    মহামারি করোনায় থেমে নেই স্বাস্থ্য কর্মীদের সেবাদান

    মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর, (গাজীপুর):
    মহামারি করোনায় যেখানে থমকে গেছে জীবনের গতিপথ, কিন্তু থেমে নেই চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের সেবাদান। মহামারি করোনার মধ্যেই নিজেদের জীবনকে কঠিন চ্যালেঞ্জের দিকে ঠেলে দিয়ে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে স্বাস্থ্য কর্মীরা।মহামারি করোনার কারণে থমকে নেই স্বাস্থ্য কর্মীদের সেবা দান। আজ এক কেন্দ্রে তো পরের দিন আরেক কেন্দ্রে চালিয়ে যাচ্ছেন তাদের সেবাদান। গর্ভবতীর টিকা,কিশোরীদের টিকা,শিশুদের বিভিন্ন টিকা সহ শিশু- কিশোর-কিশোরিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। তাছাড়া পরিবার কল্যাণ সহকারি করোনাকালিন সময়ে সঠিক জন্মনিয়ন্ত্রণ সামগ্রি বিতরণসহ,শিশু ও গর্ভবতী মায়েদের সেবা এবং দম্পতিদের পরামর্শ দিচ্ছেন। মানুষের দরজায় সেবা পৌঁছে দিতে তারা ছুটে চলেছেন অবিরাম।

    সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রচন্ড ভীরের মধ্যে টিকাদান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য কর্মীরা। টিকা দিতে আসা সাধারণ মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইনে দাড়িয়ে আসতে বললেও মানছেনা সামাজিক দূরত্ব। বরং সামাজিক দূরত্বের কথা বললে উল্টো বিভিন্নভাবে ক্ষোভ দেখাচ্ছে।

    তেলিহাটি পরিবার পরিকল্পনা পরিদর্শক মকবুল হোসাইন জানান, সাইটালিয়া কমিউনিটি ক্লিনিকে সকাল ৯ টা থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে চলবে বিকেল ৩ পর্যন্ত। মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে আসতে বললেও সকলে তা মানছে না। টিকা কার্ড, জন্ম সনদ না থাকলে স্বাস্থ্য কর্মীগন টিকা দিতে অপারগতা জানালে সাধারন লোকজন রাগারাগিও করে যেমন, কেন আমার বাচ্চাকে টিকা দিবেন না,এখুনি দিতে হবে, আরেকদিন আসবো কেন ইত্যাদি। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাবসেন্টার গুলোর টিকা কার্যক্রম আপাতত ইউনিয়নগুলোর কমিউনিটি ক্লিনিক গুলোতো দেওয়া হচ্ছে। পাশাপাশি আক্রান্ত ও ঝুঁকির কথাতো আছেই।

    আজকের টিকাদান কর্মসূচিতে সাইটালিয়া কেন্দ্রে উপস্থিত ছিলেন কর্তব্যরত স্বাস্থ্যকর্মি স্বাস্থ্য সহকারি- আমীরুজ্জামান,ঝর্না আক্তার,এবং পরিবার কল্যাণ সহকারি- রহিমা খাতুন।

  • মানিগঞ্জের আটিগ্রাম ইউনিয়নে বর্ষার পানিতে হাজার হাজার মানুষ ঘর বন্দি

    মানিগঞ্জের আটিগ্রাম ইউনিয়নে বর্ষার পানিতে হাজার হাজার মানুষ ঘর বন্দি

    মানিগঞ্জের আটিগ্রাম ইউনিয়নে বর্ষার পানিতে হাজার হাজার মানুষ ঘর বন্দি

     

    শেখ এ কে আজাদঃ মানিগঞ্জের আটিগ্রাম ইউনিয়নে বর্ষার পানিতে বিভিন্ন রাস্তাঘাট তুলিয়ে গেছে। হাজার হাজার মানুষ ঘর বন্দি কয়েক গ্রামের মানুষ। এলাকার মানুষ দূর্ভোগে নৌকা ব্যবহার করছে। রাস্তা ও বাড়িতে৷ পানি উঠায় অনেকে বাড়ী ঘর রেখে উঠেছে আত্মীয় স্বজনদের বাড়ীতে। এ ছবিগুলো আটিগ্রামের ইউনিয়ন পরিষদের মেলার মাঠ থেকে সোমবার তুলা হয়েছে।

    সুপার মেডিকেল https://www.facebook.com/superpainlessnormaldelivery/