সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করলেনঃ চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচীর চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২৮ জুলাই গরীব ও অসহায়দের কে জনপ্রতি ১০ কেজি করে ১৬৪৯জনের মাঝে চাল বিতরন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর।
সাভারে দুঃস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণের সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর জানান, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ২০২০-২০২১ ইং অর্থ বছরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জন প্রতি ১০ কেজি করে ভিজিএফ এর চাল গরীব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনা ভাইরাস মোকাবেলা তার মানবিক সহায়তা,ভাড়া মওকুফ,সচেতনতা ও প্রধানমন্ত্রীর ত্রান সহায়তা দিয়ে এলাকার মানুষের পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি ভাড়াটিয়াদের করোনা ভাইরাসে লকডাউনের সময় স্থানীয় ভাড়ির মালিকদের ভারা মওকুফের জন্য অনুরোধ করলে তারা মানবিক অনুরোধ রক্ষা করেছেন।
Leave a Reply