ধামরাই ছুরিকাঘাতে নয়ারহাটের মাছ ব্যবসায়ীর মৃত্যু,আহত দুই
শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে ডাকাতের ছুড়িকাঘাতে কালিপদ হালদার (৪৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই মাছ ব্যবসায়ী। নিহত মাছ ব্যবসায়ী কালিপদ হালদার আশুলিয়ার নয়ারহাটের চাকলগ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আহত ব্যবসায়ীদের পরিচয় জানা যায় নি।
মঙ্গলবার ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের কেলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোর রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে তিন জন মাছ ব্যবসায়ী মাছ ক্রয়ের উদ্দেশ্য ট্রাকে করে আরিচা যাচ্ছিলেন। ট্রাকটি ধামরাইয়ের কেলিয়া এলাকায় পৌছলে একদল ডাকাত গতিরোধ করে এবং তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসার মুলধন লুট করার চেষ্টা করে। এসময় তারা টাকা দিতে রাজি না হওয়ায় ছুরিকাঘাত করে তাদের আহত করে ঢাকাতরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক কালিপদ হালদারকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতের পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় তার।
এ ব্যাপারে ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হবে । এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে ।
Leave a Reply