সাভার উপজেলায় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ,ভোটার ৯ লক্ষ এর অধিক,ভোট যুদ্ধ হবে পুরুষ ও মহিলা ভাইসচেয়াম্যান পদে
বর্তমান চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শেখ এ কে আজাদ,প্রতিবেদক,সাভার :
সাভার উপজেলায় পরিষদের ২য় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। একুশে এপ্রিল ২০২৪ মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছেন এতে সরকারি, আধা সরকারি, বে- সরকারী , শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
নির্বাচনী অফিস সূত্রে জানায়,
৬ষ্ঠম সাভার উপজেলায় পরিষদ নির্বাচনে ১২টি ইউনিয়নে ৩৪৮ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ৯ লক্ষ ৯ শত ১৫ জন তার মধ্যে মহিলা ভোটার সংখ্যা হচ্ছে ৪ লক্ষ ৩৮ হাজার ৮৮ জন, পুরুষ ভোটার সংখ্যা রয়েছে ৪ লক্ষ ৬২ হাজার ২ শ’ ১২ জন এবং ১৫ জন হিজরা ভোটার রয়েছে।
সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরুতিহীন ভাবে চলবে ভোটে গ্রহণ।সাভার উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ আমিনুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক।
সাভার উপজেলায় পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মোট প্রার্থী ৬ জন। বর্তমান চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো: সাইদুল ইসলাম তালা মার্কা, মোঃ মোশারফ হোসেন খান টিউবয়েল মার্কা, মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন চশমা মার্কা প্রতিদ্বন্দ্বিতা করছেন করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাদিয়া নূর প্রজাপতি মার্কা, বর্তমান ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি ফুটবল মার্কা মোছাম্মৎ মনিকা আক্তার কলস মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।তবে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা ব্যানার ফেষ্টুন পোস্টার তেমনটি চোখে পরেনি।চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাভার উপজেলার পুরো নির্বাচনী এলাকা ছিল ফাঁকা।
সাভার উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী হাকিম রাহুল চন্দ প্রতিবেদককে জানান, ২১ এপ্রিল ২০২৪ দ্বিতীয় দাপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেছেন ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবে না আর খবর পেলে তরিত ব্যবস্থা গ্রহন করা হবে। কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে কেন্দ্রের ভোটগ্রহন/ফলাফল স্থগিত করা হবে। তবে ভোট গ্রহন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত করতে প্রশাসনিকভাবে সব ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। তিনি আশা করছেন এবারের ভোটও স্বচ্ছ নিরপেক্ষ হবে এবং কোন প্রার্থীর কোন প্রকার অভিযোগ দাখিলও করেনি।
সহকারী রিটার্নিং
কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন সাভার উপজেলার নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আরো ও প্রিজাইডিং কর্মকর্তা ৩৪৮ জন এবং সহকারী প্রিজাইডিংসহ ৮৫০০ এর অধিক দ্বায়িত্ব পালন করবেন।নির্বাচনী কেন্দ্রগুলো নিরাপত্তার জন্য পুলিশের বিভিন্ন বিভাগ দ্বায়িত্বরত থাকবেন।


নৌকা প্রতিকে বর্তমানে ২ বারের নির্বাচিত আওয়ামীলীগের সংসদ সদস্য ডাক্তার এনামুর রহমান,
ঈগল প্রতিকে আওয়ামীলীগের সাবেক ১ বারের নির্বাচিত সংসদ সদস্য তৌহিদ জং মুরাদ ও
ট্রাক প্রতিকে ২ বারের নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ।আওয়ামীলীগের দলীয় ১ জন প্রার্থী রয়েছেন অপর দুজন আওয়ামীলীগের দলীয় প্রার্থী না হলেও তারা দুজন আওয়ামীলীগের জনপ্রতিনিধিও ছিলেন, তারাও এবার স্বতন্ত্র হয়ে গন সমর্থনে এগিয়ে রয়েছে।
ডাক্তার এনামুর রহমান বলেন সাভার সহ সারা বাংলাদেশে উন্নয়ন করেছি,তিনি সাভার ও আশুলিয়া বাসীকে পূনরায় ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের ধারাবাহিকতা রাখার আহবান জানিয়ে নৌকা মার্কায়,ভোট চাঁন। আশুলিয়া বিভিন্ন জায় গায় গনসযোগ করে চানখালী এলাকায় উঠানবৈঠকে বক্তব্যে রাখন তিনি।
এসময় কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এর সদস্য ও সমাজসেবক এবং আশুলিয়ার ইউপি চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থী রাজু আহম্মেদ তিনি নৌকার পক্ষে ভোট দেয়ার আহবান জানান। তিনি বলেন সাভার ও আশুলিয়ার উন্নয়নের রুপকার ডা: এনামুর রহমান।
এরপর প্রচার প্রচারনায় এলাকার সাধারণ মানুষের উপস্থিতিতে ব্যাংক টাউন এলাকা লোকে লোকারন্য হয়ে পড়ে।
এ সময় জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করে মুরাদ জং বলেন, আমি বিগত ১০ বছর আপনাদের ছেড়ে দূরে ছিলাম আমি এবার আপনাদের কাছে এসেছি আপনারা সবাই ঈগল মার্কায় ভোট দিয়ে আমাকে আবার নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।

সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী মাওলানা মো: ইসরাফিল হোসেন সাভারী সাংবাদিকদের জানান আমার টাঙ্গানো পোস্টার ছিড়ে ফেলছে এবং কর্মীদের পোস্টার টাঙ্গাতে গেলে তাদেরকে ভয়-ভীতি প্রদর্শন করে দুষ্কৃতকারীরা। তিনি আরো বলেন ভয়ভীতি প্রদর্শন করায় দুষ্কৃত ব্যক্তিদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন তিনি,তিনি আরো বলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এমনটা আশা প্রকাশ করেছেন তিনিসহ এলাকার কর্মী সমর্থক ও ভোটাররা।





