ঢাকা সিটি নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি অংশ নিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। রাজধানীর বনানীতে ঢাকা উত্তর সিটি’র আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে গণমাধ্যমের পরিচিতি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা । ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থীদের জেতাতে ভোটারদের মন জয় করতে নেতাকর্মীদের আহবান জানান আওয়ামী লীগ নেতারা।জনগনের ভালবাসায় সিটি নির্বাচনে জয়ী হওয়ার আশা প্রকাশ করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শেখ ফজলুল করিম সেলিম ।
রাজধানীর বনানীতে ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে গণমাধ্যম কর্মীদের পরিচয় করিয়ে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের সমন্বয়ক তোফায়েল আহমেদ বলেন, নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করে জয়ী হতে চায় আওয়ামী লীগ ।এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি হতাশাগ্রস্ত একটি দল নালিশ করা তাদের ঐতিহ্য পরিণত হয়েছে।
ঢাকা উত্তর সিটিতে গত ৯ মাস মেয়র থাকাকালীন অভিজ্ঞতার কথা তুলে ধরেন আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম ।
Leave a Reply