সাভারের কাঁচা তরকারি বিক্রির ৪০ টাকা চাইতে গেলে বটি দিয়ে এক মহিলাকে রক্তাক্ত জখম করেছে এক পাওয়ানাদার ।
সাভার পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের মধ্যেপারা এলাকার বুধবার (৮ জানুয়ারি) সকালে স্থানীয় রাজন (৪০) নামে ব্যক্তির নিকট শাক বিক্রির পাওয়ানা ৪০ টাকা চাইতে গেলে ধারালো বটি দিয়ে আফিয়া বেগম(৫৫)কে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করলে তিনি মাটিতে লুটে পরে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎকরা জানান তার মাথায় ১৬ টি সেলাই পরেছে মহিলাটি শঙ্কামুক্ত নন।
স্থানীয়রা সাভার মডেল থানাকে জানালে পুলিশ অভিযান করে তার বাড়ি থেকে রাজনকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং মাদক ও সন্ত্রাস আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
Leave a Reply