বঙ্গবন্ধু বিপিএলের প্রথম পর্বের শেষ ম্যাচে চোট পেলেন মাশরাফি মুর্তজা। ঢাকা প্লাটুনের অধিনায়কের বাঁহাতে ১৪টি সেলাই পড়েছে। তাতে সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এলিমিনেটরে তার না খেলা নিশ্চিতই বলা চলে। হয়তো বিপিএলই শেষ মাশরাফির।
১১তম ওভারে মেহেদী হাসানের অফ স্পিনে রাইলি রুশোর জোরে ড্রাইভ করা বল ঠেকাতে গিয়ে হাতে আঘাত পান মাশরাফি। ফিল্ডিং করছিলেন মিড অফ ও কভারের মাঝে। মাঠেই তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু পরে আর মাঠে থাকা হয়নি, যেতে হয়েছে তাকে হাসপাতালে।
মাঠে বোঝা গিয়েছিল চোটটা তার গুরুতর। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফির ঢাকা প্লাটুন সতীর্থ এনামুল হকও নিশ্চিত করেছেন। সোমবারের এলিমিনেটরে খেলতে পারবেন না তিনি। ওই ম্যাচটি জিতলে ১৫ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে ঢাকা।
ফাইনাল হবে দুই দিন পর ১৭ জানুয়ারি। যদি ওই ম্যাচ ঢাকা খেলেও, মাত্র ৬ দিনের ব্যবধানে চারবারের শিরোপাজয়ী অধিনায়ককে ফিরে পাওয়ার আশা হয়তো ঢাকার নেই।
Leave a Reply