সাভারের আশুলিয়ায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের শিকারে,আটক-১
শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেক,সাভার থেকেঃ
সাভারের আশুলিয়ায় বাসা ভাড়া দিতে না পারায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিক মো. কালাম (৪৫) আটক করেছে পুলিশ।
আটক হওয়া ধর্ষনকারী পেশায় একজন ফার্মেসী ব্যবসায়ী তিনি আশুলিয়ার পশ্চিম জামগড়া এলাকার ফকির বাড়ির বাসিন্দা।
গার্মেন্ট শ্রমিক ঐ নারীকে (২৪) কয়েকজন মিলে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্তবুধবার দুপুরে আশুলিয়ার পশ্চিম জামগড়া এলাকার ফকির বাড়ি থেকে বাড়ির মালিক মো. কালামকে পুলিশ আটক করলেও বাকিরা রয়েছে পালাতক।
ভুক্তভোগী নারী শ্রমিকের অভিযোগ, তিনি পশ্চিম জামগড়া এলাকায় মো. কালামের বাড়ির একটি কক্ষে ভাড়া থেকে পোশাক কারাখানায় কাজ করেন। মঙ্গলবার রাতে পরিবহন চালক স্বামী ও স্ত্রী নিজ কক্ষেই ছিলেন।
নির্যাতিতা নারী শ্রমিক জানান, রাত ১২টার দিকে বাড়ির মালিক কালাম ও তার পাঁচ সঙ্গী নিয়ে বকেয়া ডিসেম্বরের মাসের ২ হাজার টাকা ভাড়ার জন্য তার কক্ষে ঢুকে পরেন। তিনি বলেন কারখানায় তাদের বেতন পরিশোধ করা হয়নি। কিন্তু মালিক কালামের সহযোগী দুইজন তার স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে জোরপূর্বক তার স্বর্ণের চেইন, চুরি, কানের দুল ও নাকের ফুল খুলে নিয়ে সঙ্ঘবদ্ধ তিনজন তার হাত-পা চেপে ধরলে বাড়ির মালিক তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বাকি তিনজন পরবর্তীতে ভোর ৪টা পর্যন্ত তাকে ধর্ষণ করে কাউকে বললে মেরে ফেলার হুমকি চলে যায়। সকালে আশুলিয়া থানায় গিয়ে ঐ নির্যাতিতা নারী শ্রমিক অভিযোগ করেন।
এদিকে, ঘটনার পরপর আশুলিয়া থানার উপ-পরিদর্শক সেলিম রেজা ঘটনাস্থল গিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিক মো. কালামকে আটক করেন। বাকি অভিযুক্তদের আটকের জন্য চেষ্টা চলবে।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে একই বাড়িতে এই ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
Leave a Reply