জাবিতে সেলিম আল দীনের ১২ তম প্রণায়ণ দিবসে যৈবতী কন্যার মন পেইজ উদ্বোধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্ববরেণ্য নাট্যকার সেলিম আল দীনের ১২ তম প্রণায়ণ দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীনের কথানাট্য অবলম্বনে বিশিষ্ট চলচিত্র পরিচালক নারগিস আক্তারের পরিচালনায় চলচিত্র যৈবতী কন্যার মন এর ফেইজবুক পেইজ উদ্বোধন। 

শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্ববরেণ্য নাট্যকার সেলিম আল দীনের ১২ তম প্রণায়ণ দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীনের কথানাট্য অবলম্বনে বিশিষ্ট চলচিত্র পরিচালক নারগিস আক্তারের পরিচালনায় চলচিত্র যৈবতী কন্যার মন এর ফেইজবুক পেইজ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলভবনের হলরুমে এ ফেইজ বুক পেইজ উদ্বোধন করেন চলচিত্রটির পরিচালক নারগিস আক্তারসহ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ও যৈবতী কন্যার মন ছবির অভিনয় শিল্পীরা। জাবির হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ছবির পরিচালক নারগিস আক্তার,নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ড.সোমা মুমতাজ,নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড.রশিদ হারুন. সেলিম আল দীন প্রয়াণ দিবসের আহবায়ক ইস্রাফিল,ছবির নায়ক গাজী আব্দুন নুরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রচারনের অংশ হিসেবে বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রচারণা করা হয়,এসময় ছবিটির কয়েটি গান শিক্ষার্থীদের শুনানো হয়। অনুষ্ঠানে আগতদশনার্থীরা ছবিটির গানের প্রশাংসা করেছেন।
সরকারী অনুদান ও ফেমকম বাংলাদেশ এর যৌথ প্রয়াসে ছবিটি নির্মিতি হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে এর শ্যুাটিং হয়েছে। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের গাজী আব্দুন নূর ও কলকাতার সায়ন্তনী দত্ত। ছবিতে কালিন্দী চরিত্রে সায়ন্তনী দত্ত এবং আলাল চরিত্রে অভিনয় করেছেন গাজী আব্দুন নূর।

আগামী পহেলা এপ্রিল মাসে ছবিটি মুক্তিদেওয়া হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক নারগিস আক্তার। তিনি জানান ছবিটি নিয়ে তিনি অনেক আশাবাদী যে দর্শক হলে গিয়ে ছবিটি দেখবে।

এছাড়া নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ড.সোমা মুমতাজ বলেন সেলিম আল দীনের কথানাট্য অবলম্বনে নির্মিত হওয়ায় ছবিটি ব্যবসা সফল হবে বলে তিনি আশা করেন। যৈবতী কন্যার মন ছবিটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা।

সম্পাদনায়ঃ মর্জিনা পারভীন।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *