জয় বাংলা শ্লোগানে সাভার হেমায়েতপুরে রাকেফ অ্যাপারেলস পোশাক করাখানার ভাংচুর,সড়ক অবরোধের ঘটনায় বহিরাগত ৪ জনকে আটক করেছে পুলিশ। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ১ মাসের বেতন ভাতা পাওয়ানা দাবীতে হেমায়েতপুর-সিংগাইর সড়কে অবরোধ করে কারখানার প্রায় ৪ হাজার শ্রমিক।
এসময় কয়েকজন বহিরাগত শ্রমিকের সাথে অংশ নিয়ে কারখানার ভিতর ও বাহিরে ভাংচুর চালায়। পরে এমন অভিযোগে পোশাক কারখানায় ভাংচুরের ঘটনায় বহিরাগত ৪ জন আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন রাসেল(১৮),ইয়াসিন(২১),সিয়াম(১৬), মিলন (২২) আটকের বিষয়টি নিশ্চিত করেন শিল্প পুলিশের এএসপি।
Leave a Reply