টঙ্গীর তুরাগে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে জুম্মার নামাজ আদায় করলো লাখো মুসুল্লিরা।ফাইল ছবি।
ষ্টাফ রিপোর্টারঃগত চার দিনের বিরতির পর শুক্রবার থেকে গাজীপুরের টঙ্গীতে শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবার অংশ নিতে তুরাগ নদের পারে আবারও সমবেত হয়েছেন লাখো লাখো মুসুল্লি।
প্রথম পর্বের ইজতেমায় অংশ নিয়েছিলেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। গত রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ইজতেমার ১ম পর্ব।
এবার দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। আগামী রবিবার ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের মাধ্যমে ইজতেমা শেষ হবে ইজতেমা।
আজ শুক্রবার জুম্মা নামাজে ইজতেমা মাঠে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে এসে লাখো মুসল্লিরা নামাজ আদায় করছেছে।
Leave a Reply