ধামরাইয়ে বাসচাপায় এক কিশোরের মৃত্যু। নিহত ইমরান (১২)রাস্তা পার হতে শনিবার ১৮ জানুয়ারি সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর ব্রীজের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান ধামরাইয়ের সূতিপাড়া ইউপির শ্রীরামপুর গ্রামের মতিয়ার হোসেনের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধামরাই থানার পরিদর্শক শেখ কামরুল ইসলাম জানান, সকালে আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকার ব্রিজ পারাপারের সময় ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি বাস ইমরানকে চাপা দেয়। বাস ও ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে।
তিনি আরো জানান,পরিবারের অভিযোগ না থাকায়
মৃত্যুদেহ উদ্ধার করে তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।ইমরান হোসেন ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মতিয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলো ।
Leave a Reply