পাকিস্তান সফরকে সামনে রেখে রবিবার থেকে মিরপুরে টাইগারদের অনুশীলনও শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ২২ জানুয়ারি লাহোরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে বাংলাদেশের ক্রিকেট দল।
রোববার পাকিস্তান সফর নিয়ে কথা বলতে গিয়ে পাপন বলেন;“আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপটাই সবচেয়ে গুরুত্ব পেয়েছে। আর আইসিসিও এ সিরিজ মনিটর করবে। আইসিসি লোকজন সিরিজ সরেজমিন তদারিকার করতে পাকিস্তানে যাবেন।”
পাপন মূল কথাটি বলেন;“আসলে এখানেই মূল একটা চাপ ছিল। আমার মনে হয় এই টি-টোয়েন্টি সিরিজটি খেলে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে পরিস্থিতি কি এবং যদি আমাদের কোনো সমস্যা থাকে, এটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো।
২৪ জানুয়ারি লাহোরে বাংলাদেশ আর পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। পরে খেলা দুটিও একই শহরের গাদ্দাফি স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।
Leave a Reply