সাভার যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৪ দিন ব্যাপী হাঁস-মরগি-গবাদি পশু পালন প্রশিক্ষন কর্মশালার শুরু হয়েছে। সোমবার (২০) জানুয়ারি বিকেলে সাভার পৌর বাটপাড়া এলাকার সিটি পাবলিক স্কুলে এর উদ্বোধনী প্রশিক্ষন কর্মশালা আনুষ্ঠানিকভাবে শুরু করা করা । এ প্রশিক্ষন কর্মশালায় প্রায় অর্ধশতাধিক আশে-পাশে এলাকার নারী-পুরুষ অংশগ্রহন করেন।
প্রশিক্ষন কর্মশালা বেকারত্ব দূরীকরণ ও সমাজ উন্নয়ন সংস্থা ও সাভার যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে।
প্রশিক্ষন কর্মশালায় বেকারত্ব দূরীকরণ ও সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও যুব উন্নয়নের নিয়োগ প্রাপ্ত ট্রেইনার মোঃমাহাবুব-বুল আলম ও সাভার যুব উন্নয়নের সিএস মোঃ মুসাদ্দিক সরকার উপস্থিত ছিলেন।
এ সময় প্রশিক্ষন কর্মশালায় আনন্দটিভির সাভার উপজেলা প্রতিনিধি ও দৈনিক সত্যের আলো এবং বাংলারচোখের নিজস্ব প্রতিবেদক শেখ এ কে আজাদ এ হাঁস-মরগি-গবাদি পশু পালন প্রশিক্ষন অংশগ্রহনে থাকছেন।
এলাকার চাষীরা এ প্রশিক্ষন কর্মশালায় অংশ গ্রহন করে তারা উৎসাহিত হয়েছে। তাদের মধ্যে থেকে এক নারী খামার মালিক তানিয়া আহসান জানান, তার নিজের একটি হাঁস-মরগি-গবাদি পশু পালন খামার রয়েছে স্বল্প সময়ে প্রশিক্ষনের মাধ্যেমে জ্ঞান অর্জন করে খামারকে আরো উন্নত করার লক্ষে এ প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহন করা। তিনি সাভার সরকারী কলেজ থেকে সমাজ কর্ম বিভাগ থেকে অনার্স পরীক্ষায় প্রথম স্থান ও মাস্টার্সে সাফল্যর সহিত ১ম স্থান পেয়ে পাশ করেছেন।
এদিকে প্রশিক্ষন কর্মশালায় পুরুষ খামার মালিক অভিজিৎ জানান তিনি প্রাইভেট কোম্পানীতে চাকরির পাশাপাশি কাদা নাথ মুরগি খামার করে সাফল্যর মুখ দেখতে শুরু করেছেন এবং খামারকে আরো উন্নত করার লক্ষে এ প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহন করাসহ অনেক খামারীকে এ প্রশিক্ষন কর্মশালায় উৎসাহিত করেছেন তিনি।
Leave a Reply