সাভারে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে কম্বল ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে। সাভার উপজেলা অডিটোরিয়ামে জাতীয় অন্ধসংস্থা কর্তৃক আয়োজিত সোমবার ২০ জানুয়ারি দুপুরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্রগুলো বিতরণ করেন। সাভার উপজেলা
জাতীয় অন্ধসংস্থার চেয়ারম্যান মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এন.এস.বি.পি চেয়ারম্যান মাঈন উদ্দিন চৌধুরী, পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
বিতরনী অনুষ্ঠানে সাভার, আশুলিয়া, ধামরাই, মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক দৃষ্টিহীনের মাঝে কয়েক শতাধিক কম্বল ও সাদাছড়ি বিতরন করা হয়।
Leave a Reply