সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের এবারে দুই শিক্ষার্থী বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ সম্মানে “প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড” (পি.এস) পেয়েছেন।
স্কাউটের এ্যাওয়ার্ড প্রাপ্ত দুই শিক্ষার্থী হলো ১০ম শ্রেনির ছাত্র মোঃ সামিউল ইসলাম এবং ২০১৯ ব্যাচের ছাত্র মোঃ ইয়াকুব মোল্লা হিমেল। বর্ণাঢ্য আয়োজনে ২০ জানুয়ারি সোমবার গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষন কেন্দ্র থেকে ৯ম জাতীয় কাব ক্যাম্পুরী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছ থেকে তারা এ এ্যাওয়ার্ড গ্রহন করে।
এসময় সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পিটার গমেজ, ক্রীড়া ও স্কাউট শিক্ষক মোঃ মঞ্জুরুল ইসলাম খান, ২০১৩ ব্যাচের ছাত্র ও সিনিয়র স্কাউট মোঃ আলম এবং এ্যাওয়ার্ড প্রাপ্ত দুই শিক্ষার্থীর স্বজনরা উপস্থিত ছিলেন।
স্কুলের প্রধান শিক্ষক রতন পিটার গমেজ বলেন, ঐতিহ্যবাহী অধর চন্দ্র স্কুলে প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড অর্জন করে বিদ্যালয়টির সুনাম ও সাভারে স্কাউটের মুখ উজ্জল করেছে । তাদের এ অর্জনে আমরাও সাভারবাসী গর্বিত।
উল্লেখ্য,বিদ্যালয়টি ১০৭ বছর পর সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় হতে এবারই প্রথম পি.এস. এ্যাওয়ার্ড অর্জন করে এই দুই শিক্ষার্থী।
Leave a Reply