শেখ এ কে আজাদ,নিজেস্ব প্রতিবেদক,আশুলিয়া থেকেঃ
সাভারের আশুলিয়ায় দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজিদ আহমেদ।
বুধবার সকালের দিকে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার তুরাগ ব্রিকসে অভিযান চালিয়ে অবৈধ ইট ভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় ঐ ভাটার মালিককে ২০ লাখ টাকা জরিমানা করেন এবং
সনি ব্রিকস নামের ইটভাটাটিকে ২০ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ভাটার ভেঙে দেওয়া হয়েছে । অভিযান পরিচালনা কালে ভাটায় ইট পোড়ানোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন এবং ২০ লক্ষ টাকা করে ৪০ লক্ষ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজিদ আহমেদ।
এব্যাপারে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজিদ আহমেদ জানান, বিধি বহির্ভূত ভাবে ভাটা কার্যক্রম চালানোর অভিযোগে তুরাগ ব্রিকস ও সনি ব্রিকস এর মালিকদের উভয়কে ২০ লাখ করে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিলো।
Leave a Reply