খুলনা জেলা পরিষদের সদস্য ও প্যানেল মেয়র অভিজিৎ চন্দ্র (৪০) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সাবেক মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রী ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দের তৃতীয় সন্তান বলে জানা যায়।
পারিবারের দাবী, তিনি খুলনার ডুমুরিয়ার আরাজি সাজিয়ারা গ্রামে নিজ বাড়িতে ২২ জানুয়ারি বুধবার সকাল ১১ টায় হারপিক পান করে তিনি আত্মহত্যার চেষ্টা চালায়।
পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎক জানিয়েছেন, তিনি হারপিক পান করেছেন। পরে তার অবস্থার আরো অবনতি হলে বিকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ঢাকায় স্কয়ার হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থ্যায় সন্ধ্যা পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, অভিজিৎ চন্দ্র চন্দ সাবেক মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রী ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দের তৃতীয় সন্তান।
Leave a Reply