মুজিব বর্ষে অঙ্গীকার নিয়ে সাভারে বাল্যবিবাহ, মাদক,জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূলে সচেতনমূলক মত বিনিময়সভা অনুষ্ঠিত
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভার উপজেলা প্রশাসনের উদ্যােগে মুজিব বর্ষে অঙ্গীকার সাভার উপজেলা মাঠ প্রাঙ্গনে বাল্যবিবাহ, মাদক,জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূলে সচেতনমূলক মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।
এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সাভার পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল গনি ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলাম রাজিব। সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দঅনুষ্ঠানে অনেকের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলার ইউনিয়নের চেয়ারম্যানের মধ্যে উপস্থিত ছিলেন , তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম মাজহারুল ইসলাম সুরুজ, বনগাঁ ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান আহাম্মদ আলী মাস্টার, ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ, আমিন বাজার ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান শান্ত, ভাকুর্তা ইউনিয়নের চেয়ারম্যানআনোয়ার হোসেন, বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব এ এফ এম সায়েদ প্রমূখ,রাজনৈতিক নেতৃবৃন্দ,এলাকার গন্যমাম্য ব্যক্তিবর্গসহ স্থানীয় ও উর্ধ্বতন প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। সাভার উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন নাহারের সঞ্চালনায় এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসার প্রধানগনসহ শিক্ষক-শিক্ষার্থীরাা উপস্থিত ছিলেন।
সমাজের সচেতন মানুষ অতিথিতের সামনে বক্তব্যে বলেন মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ থেকে মুক্ত করতে যোগ উপযোগি উদ্যোগ গ্রহন করার অনুরোধ জানান।
Leave a Reply