স্পোর্টসসংবাদঃ
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। বাংলাদেশের এমন হতশ্রী পারফরম্যান্সে হতাশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সেই সাথে শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে চাই বাংলাদেশ।
গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে আজ একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামবেন টাইগাররা। লোয়ার অর্ডারে মোহাম্মদ মিথুনের পরিবর্তে দলে আসতে পারেন তরুণ মাহেদি হাসান। বিপিএলে দুর্দান্ত পারফর্ম্যান্সের পুরস্কার পেতে পারেন তিনি।
সিরিজ হেরে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কাপ্তান মাহমুদউল্লাহ বলেন;“হেরে যাওয়াটা হতাশাজনক। তামিম ছাড়া অন্যরা ব্যাট হাতে ভালো করতে পারিনি। আমাদের ১৫০-১৬০ রান করা উচিত ছিল। আমাদের চেষ্টা ছিল, কিন্তু পাকিস্তানি বোলারদের কৃতিত্ব দিতে হবে। আমরা ব্যাট হাতে শেষদিকে ভালো করতে পারিনি।”
শেষ ম্যাচটা জিততে হবে বলে মনে করেন তিনি। এই বিষয়ে তিনি আরও বলেন;“জানি না শেষ ম্যাচে আমরা কীভাবে খেলব। হয়ত কিছুটা নিরীক্ষার চেষ্টা থাকবে। কিন্তু আমাদের পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে হবে এবং শেষ ম্যাচটা জিততে হবে।”
Leave a Reply