শেখ এ কে আজাদ,সাভার থেকে:
সাভার পৌর রাজাশন এলাকায় বেপরোয়া একটি ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় দ্বিতীয় শ্রেনীর এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
২৭ জানুয়ারি দুপুরে সাভার পৌর এলাকার রাজাশন পলু মার্কেট সংলগ্ন ধরেন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আঁখি আকতার (৮) নামেব্যাটারি চালিত অটোরিকশা চাপা দিলে ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে এনাম মেডিকেলে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশু শিক্ষার্থী আঁখি আকতার মানিকগঞ্চ জেলার দৌলতপুর থানার চর কাটালি এলাকার আমজাদ মন্ডল ও কমলা বেগম দম্পতির কন্যা। শিশুটির পরিবার রাজাশন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি স্কুল ছুটির পর বাসায় যাওয়ার পথে স্কুলের নিকট বিরুলিয়া আঞ্চলিক সড়ক দিয়ে পাড় হচ্ছিল। এ সময় সাভার বাজার বাসস্ট্যান্ডমুখী ব্যাটারি চালিত দ্রুতগতির বেপরোয়া অটোরিক্সাটি আঁখিকে চাপা দেয়।
স্থানীয়রা ঘাতক অটোরিকশাসহ চালক ফিরোজ বিশ্বাস ও তার অটো রিক্সাটি আটক করে রাখে। তার বাড়ী পাবনার সুজানগরের মানিকের হাট গ্রামে। তিনি বিরুলিয়া ইউনিয়ন এলাকার রমজান মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
সাভার মডেল থানার এস আই রনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে। পরে ঘাতক অটোরিক্সা চালক ও রিক্সা আটক করে থানায় নিয়ে যায়
এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Leave a Reply