সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকার এবিএম ইটভাটা গুঁড়িয়ে দিয়ে দুইজনকে আটক করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত জানায়, সাভারের আমিন বাজার এলাকাসহ আশপাশের এলাকায় অন্তত ৯০টি ইটভাটা রয়েছে। এসব ভাটায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইট পোড়ানো হচ্ছে।
সোমবার ২৭ জানুয়ারি অভিযান চালানো হয় এবিএম ব্রিকস নামের একটি ইটভাটায়। এ সময় ভাটার বেশির ভাগই ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
জরিমানা করা হয় কয়েক লাখ টাকা তবে জরিমানার টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় দুজনকে আটক করা হয়। এ দুটি ভাটার চুল্লি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
এছাড়া ও-ই এলাকায় ব্রিকস নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে ব্রিকসের চুল্লির ৪০ ভাগ ভেঙে দেওয়া হয়।
এসময় অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ। আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক মাহামুদা খাতুন, সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও মাহবুবুর রহমান খান।
কাজী তামজিদ আহমেদ বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ঢাকার চারপাশের বিভিন্ন জেলার অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান চলছে। তিনি বলেন, আগে ইটভাটার আংশিক ভেঙে বেশি টাকা জরিমানা করা হতো। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জরিমানা কমিয়ে অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে।
Leave a Reply