ঢাকার সাভারে ৯৯৯ এর ফোন পেয়ে আত্মহত্যা করতে যাওয়া এক যুবককে উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। ২৮ জানুয়ারি মঙ্গলবার বিকেলে রাজাসন পলু মার্কেট এলাকায় ৬ তলাভবনে এ ঘটনায় ঘটে।
মঙ্গলবার দুপুরে পৌরসভার রাজাসন পলুর মার্কেট এলাকার সেন্ট যোসেফ স্কুলের পাশে মমিন মিয়ার ছয় তলা ভবনের ছাদ থেকে আত্মহত্যার চেষ্টা করে হারু মিয়া (৩০) নামের এক যুবক। পরে এলাকাবাসি ৯৯৯ এ কল করলে দ্রুত সাভার মডেল থানার এস আই নূর মোহাম্মাদ খান জনি পুলিশের টিম নিয়ে তিনি হাজির হন ঘটনাস্থলে। তার বুদ্ধিমত্ত্বায় বেঁচে গেলো আত্মহত্যা করতে আশা ঐ যুবক।
স্থানীরা জানান, হারু মিয়া (৩০) নামের যুবক সকালে তার এক আত্মীয়র বাসায় বেড়াতে আসে। পরে সে ওই বাড়ির ছাদে উঠে বাইরে থেকে গেট বন্ধ করে দিয়ে ডাক-চিৎকার করতে থাকে। এ ঘটনায় আশপাশের বাসা-বাড়ির লোকজন জড়ো হতে থাকে এবং তা মুহুর্তের মধ্যে পুড়ো এলাকায় ছড়িয়ে পরে।
এসময় ওই যুবক বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে এবং ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা করে। প্রায় দেড় ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। ওই যুবক উদ্ধার হওয়ার কিছুক্ষণ পর ফায়ার সাভির্সের একটি দল ঘটনাস্থলে আসে। পরে উদ্ধার হওয় ব্যক্তিকে দেখার জন্য শত শত উৎসুক জনতা রাস্তায় নেমে আসে।
এস আই নূর মোহাম্মাদ খান জনি জানান,বিকেল ৩ টার দিকে এক ব্যক্তির ৯৯৯ থেকে কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ছয় তলার ছাদে আত্মহত্যা করতে ওঠা যুবকের বাড়ী রংপুর। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেই।
যুবকটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা দুটি দলে ভাগে হয়ে যান। পুলিশের একটি দল ওই লোকটির সাথে কথা বলে তার মনোযোগ তাদের দিকে ধরে রাখছিলেন। অন্য দলটি ওই ভবনের ছাদে ওঠে। সেখানে গিয়ে দেখে ছাদের দরজাটি ওই লোকটি বাইরের দিক থেকে আটকে রেখেছে। দরজা না ভেঙ্গে ছাদে ওঠার কোনো উপায় নেই। তখন পুলিশ হালকা করে ছাদের স্টিলের দরজায় টোকা দেয়। তখন দেখা যায়, আত্মহত্যা করতে যাওয়া লোকটির খেয়াল নিচে থাকা পুলিশ সদস্যদের দিকে। দরজার শব্দ সে খেয়াল করছে না। ঠিক এই সুযোগেই পুলিশ কৌশলে দেয়ালের খানিকটা ইট ভেঙ্গে একটি ফুটো তৈরী করে। এরপর সেখান দিয়ে হাত ঢুকিয়ে দরজা খুলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে। এর মাধ্যমেই প্রায় এক ঘণ্টা ধরে চলা পুলিশের উদ্ধার অভিযানের সফল সমাপ্তি ঘটে।
সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ এএফএম সাহেদ জানান
এ বিষয় সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ৯৯৯ থেকে কল পাওয়ার সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশের চৌকশ দল সেখানে গিয়ে কৌশলে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। তবে এখন পযর্ন্ত কি কারণে সে আত্মহত্যা করার জন্য চেষ্টা করেছিলো সে বিষয় কিছু জানা যায়নি।
Leave a Reply