নিজস্ব প্রতিবেদক,ধামরাই থেকে:
বিয়ের পিঁড়িতে বসা হল না মো. রাব্বি মিয়া বিনুর (২৫)। ঢাকার ধামরাইয়ে দ্রুতগতির নীলাচল বাস দুর্ঘটনায় তার মৃত্যু ঘটেছে। সোমবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী এক্সেল লোড কন্ট্রোল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার রাতে তার গায়ে হলুদ আর বুধবার তার বিয়ে। তাই তিনি রাতেই বাড়ির উদ্দেশে রওনা হন ওই বাসটিতে। রাত ২টার দিকে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী এক্সেল লোড কন্ট্রোল স্টেশনের কাছে পৌঁছলে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি উল্টে এ দুর্ঘটনা ঘটে।
বাসটির আহত যাত্রী ও নিহত যাত্রী রাব্বি মিয়া বিনুর সহপাঠী এটিএম আলেকচান যদু জানান, মঙ্গলবার বিনুর গায়ে হলুদ ও বুধবার বিয়ের দিন ধার্য ছিল।
তিনি ঐ বাসের যাত্রী ছিলেন। দ্রুতগতিতে চালানোর ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং অন্তত ৪০ বাসযাত্রী আহত হন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশংকাজনক থাকায় তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিনগত রাতে রাজধানী ঢাকা থেকে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসা নীলাচল পরিবহনের একটি বাসে বাড়ির উদ্দেশে রওয়ানা হন পদ্মাচরের মো. রাব্বি মিয়া বিনু ও তার সহপাঠী এটিএম আলেকচান যদু।
এ ব্যাপারে ধামরাই থানার ওসি (অপারেশন) মো. মাসুদুর রহমান বলেন, গভীর রাতে ঘটনাটি ঘটে। পুলিশকে বিলম্বে খবর জানানো হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। তার আগে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।
যাত্রীর লাশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনরা নিয়ে যান। এ ব্যাপারে সড়ক দুর্ঘটনা আইনে থানায় মামলা দায়ের হয়েছে।
Leave a Reply