মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ৩৮ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা

মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ৩৮ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা

আগামী ১ ফেব্রয়ারি সিটি নির্বাচন। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সোমবার মশক, যানজট ও দূষণ নিয়ন্ত্রণসহ অন্যান্য সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয়ে রাজধানীর গুলশানের ইমানুয়েলস ব্যাংকুয়েট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ৩৮ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি।

এসময় তাবিথ বলেন, জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চত করতে তিনি প্রয়োজনীয় প্রদক্ষেপ নেবেন।

তিনি বলেন, বর্তমান সরকার ও মেয়র মশক সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছেন। তাবিথ আউয়াল বলেন, ‘আমি নির্বাচিত হলে ডেঙ্গু নিয়ন্ত্রণে সারা বছর কাজ করে যাব। এছাড়া শহরের যানজট কমানো ও বায়ু দূষণ রোধে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করব।’
বায়ু দূষণের নগরীর তালিকায় ঢাকা তৃতীয় অবস্থানে আছে।

নির্বাচিত হলে বিরোধী দলের প্রার্থী হয়েও তার দেয়া ইশতেহার বাস্তবায়ন করতে পারবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাবিথ বলেন, ‘জনগণ আমার পাশে থাকলে এটা বাস্তবায়ন সম্ভব।’

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *