বাংলাদেশ নারী টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা,শুরু হবে ২১ ফেব্রুয়ারি
স্পোর্টসসংবাদঃ
অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত পর্বে বাংলাদেশের মেয়েরা তুলনামূলক কঠিন গ্রুপেই পড়েছে। সালমা খাতুনদের এই গ্রুপেই রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
দলে ফিরছেন হাঁটুর চোট থেকে ফেরা রুমানা আহমেদ। সালমা খাতুনের নেতৃত্বে মেয়েদের জাতীয় দল আগামী ২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় রওনা দেবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ২১ ফেব্রুয়ারি ।
বাংলাদেশ দল:
সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ অধিনায়ক), জাহানারা আলম, শামিমা সুলতানা, মুরশিদা খাতুন, আয়শা রহমান, নিগার সুলতানা, সানজিদা ইসলাম, খাদিজা তুল কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক, নাহিদা আখতান, ফাহিমা খাতুন, রিতু মণি, সাবানা মোস্তারি।
Leave a Reply