অলরাউন্ডার হলেই নাকি তাঁর ক্যারিয়ারের জন্য ভালো:সৌম্য
ছিলেন বোলার! সেখান থেকে হয়ে গিয়েছিলেন ব্যাটসম্যান। সেই সৌম্য এখন ধীরে ধীরে হচ্ছেন অলরাউন্ডার সৌম্য। নতুন দায়িত্ব উপভোগও করছেন জাতীয় দলের এই ক্রিকেটার। টপ অর্ডারে বিশ্বমানের বোলারদের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিংয়ের সামর্থ্য রাখেন সৌম্য সরকার।
তিনি পাওয়ার প্লেতে ৩০ গজের সুবিধাটা বাংলাদেশের যে কয়জন ব্যাটসম্যান খুব ভালো নিতে পারেন। কিন্তু গত কয়েক মাস ধরে সৌম্য যেন বদলে ফেলছেন নিজের ‘ব্যাটসম্যান’ পরিচয়। ব্যাটিংয়ের সঙ্গে সমানতালে তিনি করে যাচ্ছেন বোলিংও। নিজেকে অলরাউন্ডার হিসেবে পরিচিত করে যাচ্ছেন তিনি।
সবশেষ পাকিস্তান সফরেও টি-টোয়েন্টিতে দেখা গেছে ‘অলরাউন্ডার’সৌম্যকে। সৌম্য এখন নিজেকে অলরাউন্ডার হলেই নাকি তাঁর ক্যারিয়ারের জন্য ভালো হবে। আজ মিরপুর একাডেমি মাঠে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল ওয়ালটন মধ্যাঞ্চলের অনুশীলন শেষে তিনি বলছিলেন, ‘অবশ্যই, আমার জন্য ভালো হবে। আগে এক দিক (ব্যাটিং) নিয়ে চিন্তা করতাম। এখন দুই দিক পাচ্ছি। শুধু ব্যাটিংয়ে খারাপ করলে মনে হয় দিনটা শেষ হয়ে গেল আজ। এখন সুযোগ বেশি থাকবে ভালো করার।’
পাকিস্তান সফরে অবশ্য ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। সে সুযোগও ছিল না তাঁর। দুই ইনিংসেই নেমেছেন ইনিংসের শেষ দিকে। বোলিংটাও খুব ভালো হয়নি। বাংলাদেশ সিরিজ হেরেছে ২-০ ব্যবধানে।
Leave a Reply