সৌদি প্রবাসী কাজী সাইফ’র ছেলে কাজী খোরশীদ
আমেরিকার (AiUB) ইউনিভার্সিটি থেকে
প্রথম বিভাগ পেয়ে ডিগ্রি অর্জন
সত্যেরসংবাদঃ সৌদি প্রবাসী কাজী সাইফ এর মেঝো ছেলে কাজী খোরশীদ আলম আমেরিকা ইন্টার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে ২০১৯ সনে ইলেকট্রিক ইলেকট্রোনিক্স ইন্জিনিয়ার গ্রেজিয়েশনে প্রথম বিভাগ পেয়ে ডিগ্রি অর্জন করে । সে বাংলাদেশের রাজধানীর ধানমন্ডি গভঃভয়েস হাইস্কুল থেকে গোল্ডেন এ+ এবং ঢাকা সিটি কলেজ থেকে গোল্ডেন এ+ পেয়ে কৃতিত্বর সাথে পাশ করেন।
তার পিতা কাজী সাইফ উদ্দিন
সৌদি প্রবাসী কাজী সাইফ উদ্দিন সৌদির পবিত্র মক্কার প্রবাসী হিসেবে কর্মরত রয়েছেন। তার গ্রামের বাড়ী ঢাকার কাজী কান্দি (কাজী বারি) কেরানীগঞ্জ এলাকায়।
কাজী খোরশীদ আলমের বড় ভাই কাজী খালিদ গেলেনডেল কমিনটি বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ লস এনজেস ক্যালিফোনিয়াতে মাস্টার্সে
অধ্যায়ন করছে এবং
ছোট ভাই কাজী আব্দুস সামাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আই আর বিভাগে দ্বিতীয় বছরে শিক্ষার্থী হিসেবে অধ্যায়ন করছেন।
কাজী খোরশীদ আলমের বাবা কাজী সাইফ উদ্দিন
ও মা খোশনারা বেগম সৌদির পবিত্র মক্কানগরের প্রবাসী পরিবার দুই ছেলের জন্য দোয়া চেয়েছেন তারা যেন সৎ মানুষ হিসেবে গড়ে উঠে দেশের মানুষের সেবা করতে পারে। তারা তিন ভাই সৌদির মক্কা নগরীতে জন্মগ্রহন করেন।
Leave a Reply