সাভারের আশুলিয়ার ভাদাইলে এক নারী সংগীত শিল্পীর বাসায় ঢুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সানোয়ার হোসেন (৪০) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
এর আগে ২৯ জানুয়ারি নির্যাতনের ঘটনা ঘটলে ৩১ জানুয়ারি ওই নারী কণ্ঠশিল্পী ধর্ষণ চেষ্টা ও মারধরের অভিযোগে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । গ্রেফতার সানোয়ার হোসেন আশুলিয়ার পবনারটেক এলাকার মৃত সাফর আলীর ছেলে। তিনি আশুলিয়া থানার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক ।
রোববার ২ ফেব্রুয়ারি বিকেলে আশুলিয়ার ভাদাইলের পবনারটেক এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই যুবলীগ নেতা রাস্তায় চলাচলের সময় ভুক্তভোগীকে প্রায়ই উত্যক্ত করতো। পরে গত ২৯ জানুয়ারি বিকেল ৪ টার দিকে যুবলীগ নেতা সানোয়ার ভুক্তভোগীর ভাড়া বাসায় প্রবেশ করে ধর্ষনের চেষ্টা চালায়, এসময় ওই গৃহিনীর ডাক চিৎকারে পাশের ফ্ল্যাটের লোকজন এগিয়ে আসলে যুবলীগ নেতা সানোয়ার দ্রুত পালিয়ে যায় ।
এর পরে সুযোগ বুঝে ওই নারী সংগীত শিল্পী থানায় অভিযোগ দায়ের করলে বিকেলে বখাটে যুবলীগ নেতা সানোয়ারকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।
নারী কন্ঠশিল্পী জানান , সানোয়ার স্থানীয় প্রভাবশালী বখাটে নেতা, তার সংঘবদ্ধ একটি চক্র আছে তার জন্য হুমকি প্রদান করে আসছিলো। পথে ঘাটে মেয়েদেরকে প্রকাশ্যে উত্যক্ত করলেও ভয়ে কেউ মুখ খুলতে চায় না।
দলীয় প্রভাব দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব করে যাচ্ছে সে। সে এব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি, প্রসাশন ও মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছে।
বর্তমানে তিনি ও তার পরিবারের লোকজন সানোয়ার বাহিণীর বিষয়ে ভীষণ ভাবে ভীতস্থ অবস্থায় আছেন বলেও জানান ভুক্তভুগি ওই সংগীত শিল্পী ।
এ ঘটনা জানাজানি হওয়ার পর দেশের সংগীত অঙ্গনেও বেশ ক্ষোভের সৃষ্টি হয় । তবে সানোয়ারের গ্রেফতারের খবরে সাংস্কৃতিক কর্মীরা অনেকটা স্বস্তিবোধ প্রকাশ করেছেন এবং বখাটে সানোয়ারের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছেন ।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক রিজাউল হক দিপু জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা
Leave a Reply