সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা ও ফেন্সিডিলদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-৪,সিপিসি -২
সাভারঃ সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে মাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-৪,সিপি-২। সাভার উপজেলার সাভার ও আশুলিয়া থানা এলাকায় পৃথক অভিযানে ৫৮৫ পিস ইয়াবা ও ৪৬ বোতল ফেন্সিডিল সহ ০৩ জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৪, সিপিসি -২।
মাদক ব্যবসায়ীরা মাদক দ্রব্য ক্রয় ও বিক্রয়ের উদ্দেশ্যে সাভার মডেল থানাধীন বলিয়ারপুর এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে
মঙ্গলবার সকাল ১০ টার সময় র্যাব সিপিসি-২, র্যাব-৪ এর মেজর শিবলী মোস্তফা এর নেতৃত্বে ১১.৩০ ঘটিকায় ঢাকা-আরিচা মহাসড়কের পার্শ্বে বলিয়ারপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ক্যাফে ডে হাউজ এন্ড রেস্টুরেন্ট এর সামনে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে ৫৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ টি মোবাইল সেট সহ ১ মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন (৪০), পিতা- মোঃ শাহাজাহান আলী, সাং- সাথিয়া, থানা- সাথিয়া, জেলা- পাবনা, বর্তমান- লালকুঠি (সবুজ বিশ্বাস এর বাড়ির ভাড়াটিয়া), থানা- দারুস সালাম, ডিএমপি’ঢাকাকে গ্রেফতার করেন।
অন্যদিকে একই দিনে বিকেল ৫ টার দিকে মেজর শিবলী মোস্তফা এর নেতৃত্বে সাভার উপজেলার আশুলিয়ায় কাশিমপুর পূর্ব শ্রীপুরগামী পাকা রাস্তা সংলগ্ন পাগলা মার্কেট এলাকায় দিনাজপুর লন্ড্রি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪৬ বোতল ফেন্সিডিল ও ০২ টি মোবাইল সেট সহ দুজন মাদক ব্যবসায়ী ১) মোঃ রফিকুল ইসলাম (৩৪), পিতা- মৃত আমিনুল ইসলাম, সাং- চকমুশা, থানা-চিরির বন্দর, জেলা- দিনাজপুর ও ২) মোঃ শরিফুল ইসলাম (৩৩), পিতা- মোঃ আয়ুব আলী, সাং- চকমুশা, থানা-চিরির বন্দর, জেলা- দিনাজপুর, বর্তমান- সারদাগঞ্জ (হাবু মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা- কাশিমপুর, জেলা- গাজীপুরদ্বয়ের গ্রেফতার করে।
র্যাব-৪ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, আসামীরা বিভিন্ন জায়গা থেকে দীর্ঘ দিন থেকে ইয়াবা ও ফেন্সিডিল ক্রয় করে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় খুচরা বিক্রয় করে থাকে। তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুটি থানায় মামলা হয়েছে।
Leave a Reply