ধামরাইঃপরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ধামরাই উপজেলার যাদবপুর কেন্দ্রের কেন্দ্র সচিব ও সহকারী কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।এক বিজ্ঞপ্তির মাধ্যমে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি জানিয়েছেন।
বিজ্ঞপ্তি সূত্রে , এসএসসি পরিক্ষা ২০২০-এর কেন্দ্র-যাদবপুর, কেন্দ্র কোড ৫৩১, যাদবপুর বি. এম. উচ্চবিদ্যালয় ধামরাই, ঢাকা এর প্রধান শিক্ষক/কেন্দ্র সচিবের ফরম পূরণে অনিয়ম ও দুর্নীতি পরিলক্ষিত হয়। যা পরীক্ষা পরিচালনার নীতিমালার পরিপন্থি। কেন্দ্র সচিব (মো: আলী হায়দার) এর এ-ধরনের কাজের জন্য এসএসসি পরীক্ষা -২০২০ এর সকল প্রকার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এবং যাদবপুর কেন্দ্রের অধীনে যে ভেন্যুতে যাদবপুর বি. এম. উচ্চ বিদ্যালয়, ধামরাই, ঢাকা এর পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়েছে, সে ভেন্যুর সহকারী কেন্দ্র সচিবকেও অব্যাহতি প্রদান করা হলো।
পত্রটিতে স্বাক্ষর করেছেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. আমিরুল ইসলাম।
Leave a Reply