বিশেষ সংবাদ প্রতিবেদন
সাভার পৌর এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মিনহাজ উদ্দিন মোল্লা জনপ্রতিনিধি হিসেবে মানুষের দূর গুঁড়ায় পৌছিয়েছে। তার জনপ্রিয়তা সাভার পৌর এলাকার এখন মানুষের মুখে মুখে।
জনপ্রিয়তার শির্ষে মিনহাজ । তিনি সাভার উপজেলা ও পৌর এলাকার শীর্ষ জনপ্রতিনিধিদের সহযোগিতায় এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ডে নিয়োজিত থাকায় সাভার পৌর এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা এখন মানুষের মুখে মুখে। ছবিঃসত্যের সংবাদ।
কাউন্সিলর মোঃ মিনহাজ উদ্দিন মোল্লা এলাকার মানুষের যাতায়াতের জন্য প্রতিটি রাস্তা ঘাট পাকা হয়েছে, হয়েছে আরসিসি রাস্তা ও সোয়ারেজ ড্রেনেজ নির্মান কাজ। আগামী নির্বাচনে তিনি পূনরায় প্রার্থী হলে বিপুল ভোটে পাশ করবেন বলে জানিয়েছে এলাকাবাসী। এলাকায় তাকে নির্বাচিত করার পর মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ বন্ধে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
তিনি বিপুল ভোটে জয়লাভ করে পর পর দুইবারের নির্বাচিত পৌর কাউন্সিলর মোঃ মিনহাজ উদ্দিন মোল্লা। তিনি ২০১১ সনে নির্বাচনে অংশগ্রহণ করে ওই সময়ের ৩ বার নির্বাচিত হাইব্রিড কাউন্সিলর হাসান মাস্টারসহ ৭ জন প্রার্থীকে পরাজয় করে হরিণ মার্কা নিয়ে ভোটারদের জনসমর্থন ও ভোট প্রয়োগের মাধ্যমে বিপুল ভোটে জয় লাভ করতে সমর্থ হোন।
পরবর্তী ২০১৬ সনে আবার অংশগ্রহনমূলক পৌর নির্বাচনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও পূনরায় ভোটারদের জনসমর্থনে পানির বোতল মার্কায় ও ভোটারদের ভোট প্রয়োগের মাধ্যমে বিপুল ভোটে জয় লাভ করতে সমর্থ হোন। ওই নির্বাচনে প্রতিপক্ষ এক প্রার্থী ভয়ভীতি প্রদর্শন করে কেন্দ্রে থাকা কর্মী এজেন্টদের বের করে জাল ভোট প্রদান করছে এমন সংবাদ পেয়ে নির্বাচন কমিশনের নিয়োজিত হাকিমের উপস্থিতে কিছুক্ষন ভোট প্রদান বন্ধ থাকলেও পূনরায় ওই দিন ভোটগ্রহন সম্পন্ন হয়।
সাভার পৌর ১ নং ওয়ার্ডে পাড়া মহল্লায় প্রায় ৩০ হাজার ভোটার রয়েছে। এসব পাড়া মহল্লাগুলো হচ্ছে, জামসিং এলাকার,টেউটি,জয়পাড়া,ভাটপাড়া ও রেডিওকলোনির নয়াবাড়ি,আঙ্গিনা-জ্বালেশ্বর,বনলতা,ছায়াবিথী,বাড্ডা,বাড্ডা-ভাটপাড়া,বক্তারপুর,অমরপুর,পোড়াবাড়ি-বেদেপাড়া,ছোট অমরপুর,রাঢ়ীবাড়ি। সাভার পৌর
নির্বাচন এ বছরের শেষে দিকে তথা ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে।
Leave a Reply