ঘুষ গ্রহণসহ বিভিন্ন অভিযোগে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেনকে (৪৫) প্রত্যাহার করা হয়েছে। বুধবার বিকেলে তাকে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।
জানা গেছে, আসামীর স্ত্রীর কাজ থেকে উৎকোচের টাকা নেওয়াসহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ছিল সাভার মডেল থানার এসআই ফারুক হোসেনের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে তাকে। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয়ভাবে তদন্ত চলছে।
এক বছরের বেশী সময় যাবৎকাল ফারুক হোসেন সাভার মডেল থানায় এসআই পদে কর্মরত ছিলো বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ।
Leave a Reply