ষ্টাফ রিপোর্টারঃ
ধানমণ্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর ধানমণ্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার ৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। ওই সময় ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অপারেটর মো. ফরহাদুল আলম জানিয়েছেন, ধানমণ্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৪টি ইউনিট কাজ করে।
তবে তৎক্ষণিকভাবে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমানের তথ্য পাওয়া যায়নি।
Leave a Reply